ETV Bharat / bharat

ভিন্ন ধর্মের যুবক-যুবতি এক অটোয়, বেধড়ক মারধরের ভিডিয়ো প্রকাশ্যে - karnatak

এক যুবক ভিন্ন ধর্মাবলম্বী একজন যুবতির সঙ্গে অটো করে যাচ্ছিলেন ৷ তখনই তাঁদের উপর চড়াও হয় এক দল দুষ্কৃতী ৷ অটোতেই তাঁদের মারধর করা হয় ৷

image
আক্রান্ত যুবক-যুবতী
author img

By

Published : Dec 25, 2019, 1:38 PM IST

হাসান (কর্নাটক), 25 ডিসেম্বর : ফের ধর্মের নামে হিংসা ৷ ভিন্ন ধর্মালম্বী হয়ে এক অটোতে যাওয়ার জন্য একদল দুষ্কৃতীর রোষে পড়লেন এক যুবক ও যুবতি ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসান শহরে ৷

হাসান জেলার সাকালেশাপুরা এলাকার এক যুবক ভিন্ন ধর্মের একজন যুবতির সঙ্গে অটোয় যাচ্ছিলেন ৷ তখনই তাঁদের উপর চড়াও হয় এক দল দুষ্কৃতী ৷ অটোতেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ ‘‘আমরা কিছু করিনি’’ বলে আকুতি-মিনতি করা সত্ত্বেও তাঁদের রেহাই মেলেনি ৷

ভিন্ন ধর্মালম্বী দুই যুবক-যুবতী এক অটোতে সওয়ারি হয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত

ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন ৷ পুলিশ নিজে থেকে পদক্ষেপ করে ৷ পরে ওই যুবকও থানায় অভিযোগ দায়ের করে ৷ ভাইরাল হওয়া ভিডিয়ো ও অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করেছে ৷

হাসান (কর্নাটক), 25 ডিসেম্বর : ফের ধর্মের নামে হিংসা ৷ ভিন্ন ধর্মালম্বী হয়ে এক অটোতে যাওয়ার জন্য একদল দুষ্কৃতীর রোষে পড়লেন এক যুবক ও যুবতি ৷ ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাসান শহরে ৷

হাসান জেলার সাকালেশাপুরা এলাকার এক যুবক ভিন্ন ধর্মের একজন যুবতির সঙ্গে অটোয় যাচ্ছিলেন ৷ তখনই তাঁদের উপর চড়াও হয় এক দল দুষ্কৃতী ৷ অটোতেই তাদের মারধর করা হয় বলে অভিযোগ ৷ ‘‘আমরা কিছু করিনি’’ বলে আকুতি-মিনতি করা সত্ত্বেও তাঁদের রেহাই মেলেনি ৷

ভিন্ন ধর্মালম্বী দুই যুবক-যুবতী এক অটোতে সওয়ারি হয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত

ভিডিয়োটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন ৷ পুলিশ নিজে থেকে পদক্ষেপ করে ৷ পরে ওই যুবকও থানায় অভিযোগ দায়ের করে ৷ ভাইরাল হওয়া ভিডিয়ো ও অভিযোগের ভিত্তিতে দু’জনকে গ্রেপ্তার করেছে ৷

Intro:Body:

A Boy and a girl Harshly Beaten up by a Group Just because of they Belonged to Different Community



Hasan(Karnataka): A Boy and a girl belonging to Different communal were Beaten up by a group of people while traveling in Auto at the city of Hasan in Karnataka.



A boy comes from Malagade Village which is in sakaleshapura taluk of Hasan Dist, Has traveling in an auto with a girl who belongs to the other communal. By seeing this a group of people attacked them and slapped them very harshly Even after telling that we didn't do anything.



The group of people slashed them because they belonged to a different community. The lathering video went viral in Social media.



After the viral of video, Hasan police have registered a complaint, After that Boy who Beaten up by the group had also complained. From the base of the video and complaint, cops have arrested the Two accused and registered an FIR in Hasan city police station.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.