ETV Bharat / bharat

বাজেটে শিক্ষাখাতে 99 হাজার 300 কোটি টাকা বরাদ্দ, ঘোষণা অর্থমন্ত্রীর - union budget 2020 live

খুব শীঘ্রই নতুন শিক্ষানীতির ঘোষণা করা হবে, জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

Education Budget 2020
শিক্ষা বাজেটে
author img

By

Published : Feb 1, 2020, 12:16 PM IST

Updated : Feb 1, 2020, 7:43 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : শিক্ষাখাতে 99 হাজার কোটি টাকা বরদ্দ করার পাশাপাশি দক্ষতা উন্নয়নখাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন নির্মলা সীতারমন । সেই সঙ্গে দেশে মেডিকেল ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন । সদ্য পাশ করা ইঞ্জিনিয়রিং ছাত্র-ছাত্রীদের স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এক বছরের জন্য ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার কথা ভাবছে সরকার । এর ফলে একদিকে যেমন শহরের প্রতিষ্ঠানগুলির সার্বিক উন্নয়ন হবে, তেমনই সদ্য পাশ করা ইঞ্জিনিয়রিংয়ের ছাত্র-ছাত্রীরা কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে পারবে ৷

আজ সংসদে 2020-21 সাধারণ বাজেটে পেশ করেন মোদি সরকারের অর্থমন্ত্রী । বজেটে শিক্ষাখাতে ঘোষণা করার সময় তিনি বলেন, 2030 সালের মধ্যে কর্মক্ষেত্রে উপযোগী এমন জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বে সবথেকে বড় শক্তি হয়ে উঠবে । তখন এই বিপুল সংখ্যক মানুষের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের প্রয়োজন হবে । নতুন শিক্ষানীতির ঘোষণাও করেন । বলেন, "নতুন শিক্ষানীতির ক্ষেত্রে 2 লাখেরও বেশি উপদেশ এসেছে । খুব শীঘ্রই নতুন শিক্ষানীতি ঘোষণা করা হবে । দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য উপযুক্ত প্রশিক্ষিত শিক্ষক দরকার । তাই বেতনের পরিমাণ বাড়িয়ে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাখাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সহ বেসরকারি বিনিয়োগের পরিমাণ বাড়ানো প্রয়োজন । শিক্ষাক্ষেত্রে সাধারণ বিভাগ, প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য কর্মক্ষেত্রের সুযোগ বৃদ্ধির প্রয়োজন ।"

Education Budget 2020
শিক্ষাখাতে একাধিক প্রস্তাব

2021 সালের মার্চের মধ্যে দেশের 150টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । তিনি আরও জানান, বঞ্চিত এালাকার ছাত্র-ছাত্রীরা যাতে উচ্চশিক্ষা গ্রহণের সুবিধা পেতে পারে সেজন্য ডিগ্রি কোর্সের সমতুল্য অনলাইনে শিক্ষা কোর্স চালু করার কথাও ভাবছে সরকার । পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভারতকে উপযুক্ত গন্তব্য গড়ে তুলতে 'স্টডি ইন ইন্ডিয়া' প্রকল্পের মাধ্যমে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে 'স্য়াট' পরীক্ষা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে । রাখা হয়েছে ন্যাশনাল পুলিশ বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ফ্যরেন্সিক সাইন্স বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাবও । অর্থমন্ত্রী জানান,"ভারতে উচ্চশিক্ষিত চিকিৎসকের খামতি রয়েছে । সেই খামতি পূরণ করতে জেলা হাসপাতালগুলিকে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে । খুব শীঘ্রই এই প্রকল্পের বিস্তারিত আসবে । দেশের বড় বড় হাসপাতালগুলিতে DNB ও SND কোর্সে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে ।

নতুন শিক্ষানীতির ঘোষণা অর্থমন্ত্রীর

শিক্ষাখাতে গৃহীত একাধিক প্রস্তাবের তালিকা :

  • শিক্ষাখাতে বরাদ্দ 99 হাজার 300 কোটি টাকা
  • দক্ষতা উন্নয়নে বরাদ্দ 3 হাজার কোটি টাকা
  • দেশের বড় হাসপাতালগুলি থেকে BND ও SNB ডিগ্রি প্রদান করার প্রস্তাব
  • 150 টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব
  • নতুন শিক্ষানীতি দ্রুত ঘোষণা করার প্রস্তাব
  • পুলিশ জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব
  • SBI-কে শিক্ষা লোন বাড়ানোর প্রস্তাব
  • ইঞ্জিনিয়রিংছাত্র-ছাত্রীদের একবছরের জন্য ইন্টার্নসিপের সুযোগ
  • অনলাইন মাধ্যমে শিক্ষা ব্যবস্থা শুরু করা হয়েছে
  • এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে 'স্য়াট' পরীক্ষা নেওয়ার প্রস্তাব

দিল্লি, 1 ফেব্রুয়ারি : শিক্ষাখাতে 99 হাজার কোটি টাকা বরদ্দ করার পাশাপাশি দক্ষতা উন্নয়নখাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন নির্মলা সীতারমন । সেই সঙ্গে দেশে মেডিকেল ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন । সদ্য পাশ করা ইঞ্জিনিয়রিং ছাত্র-ছাত্রীদের স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এক বছরের জন্য ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার কথা ভাবছে সরকার । এর ফলে একদিকে যেমন শহরের প্রতিষ্ঠানগুলির সার্বিক উন্নয়ন হবে, তেমনই সদ্য পাশ করা ইঞ্জিনিয়রিংয়ের ছাত্র-ছাত্রীরা কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে পারবে ৷

আজ সংসদে 2020-21 সাধারণ বাজেটে পেশ করেন মোদি সরকারের অর্থমন্ত্রী । বজেটে শিক্ষাখাতে ঘোষণা করার সময় তিনি বলেন, 2030 সালের মধ্যে কর্মক্ষেত্রে উপযোগী এমন জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বে সবথেকে বড় শক্তি হয়ে উঠবে । তখন এই বিপুল সংখ্যক মানুষের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের প্রয়োজন হবে । নতুন শিক্ষানীতির ঘোষণাও করেন । বলেন, "নতুন শিক্ষানীতির ক্ষেত্রে 2 লাখেরও বেশি উপদেশ এসেছে । খুব শীঘ্রই নতুন শিক্ষানীতি ঘোষণা করা হবে । দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য উপযুক্ত প্রশিক্ষিত শিক্ষক দরকার । তাই বেতনের পরিমাণ বাড়িয়ে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাখাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সহ বেসরকারি বিনিয়োগের পরিমাণ বাড়ানো প্রয়োজন । শিক্ষাক্ষেত্রে সাধারণ বিভাগ, প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য কর্মক্ষেত্রের সুযোগ বৃদ্ধির প্রয়োজন ।"

Education Budget 2020
শিক্ষাখাতে একাধিক প্রস্তাব

2021 সালের মার্চের মধ্যে দেশের 150টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । তিনি আরও জানান, বঞ্চিত এালাকার ছাত্র-ছাত্রীরা যাতে উচ্চশিক্ষা গ্রহণের সুবিধা পেতে পারে সেজন্য ডিগ্রি কোর্সের সমতুল্য অনলাইনে শিক্ষা কোর্স চালু করার কথাও ভাবছে সরকার । পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভারতকে উপযুক্ত গন্তব্য গড়ে তুলতে 'স্টডি ইন ইন্ডিয়া' প্রকল্পের মাধ্যমে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে 'স্য়াট' পরীক্ষা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে । রাখা হয়েছে ন্যাশনাল পুলিশ বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ফ্যরেন্সিক সাইন্স বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাবও । অর্থমন্ত্রী জানান,"ভারতে উচ্চশিক্ষিত চিকিৎসকের খামতি রয়েছে । সেই খামতি পূরণ করতে জেলা হাসপাতালগুলিকে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে । খুব শীঘ্রই এই প্রকল্পের বিস্তারিত আসবে । দেশের বড় বড় হাসপাতালগুলিতে DNB ও SND কোর্সে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে ।

নতুন শিক্ষানীতির ঘোষণা অর্থমন্ত্রীর

শিক্ষাখাতে গৃহীত একাধিক প্রস্তাবের তালিকা :

  • শিক্ষাখাতে বরাদ্দ 99 হাজার 300 কোটি টাকা
  • দক্ষতা উন্নয়নে বরাদ্দ 3 হাজার কোটি টাকা
  • দেশের বড় হাসপাতালগুলি থেকে BND ও SNB ডিগ্রি প্রদান করার প্রস্তাব
  • 150 টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব
  • নতুন শিক্ষানীতি দ্রুত ঘোষণা করার প্রস্তাব
  • পুলিশ জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব
  • SBI-কে শিক্ষা লোন বাড়ানোর প্রস্তাব
  • ইঞ্জিনিয়রিংছাত্র-ছাত্রীদের একবছরের জন্য ইন্টার্নসিপের সুযোগ
  • অনলাইন মাধ্যমে শিক্ষা ব্যবস্থা শুরু করা হয়েছে
  • এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে 'স্য়াট' পরীক্ষা নেওয়ার প্রস্তাব
Mumbai, Feb 01 (ANI): Ahead of the Union Budget 2020-21, CMD of Hiranandani Group, N Hiranandani said that the liquidity crisis has never been as bad as it is today. He said, "I've never seen a liquidity crisis as bad as it is today. No matter how good the budget is if the oil in the mechanism of the economy is not working, the economy can't move. If the oil comes back and we get boost of budget then we will see recovery." Finance Minister Nirmala Sitharaman will present Union Budget on February 01.
Last Updated : Feb 1, 2020, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.