দিল্লি, 1 ফেব্রুয়ারি : শিক্ষাখাতে 99 হাজার কোটি টাকা বরদ্দ করার পাশাপাশি দক্ষতা উন্নয়নখাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করলেন নির্মলা সীতারমন । সেই সঙ্গে দেশে মেডিকেল ব্যবস্থা নিয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন । সদ্য পাশ করা ইঞ্জিনিয়রিং ছাত্র-ছাত্রীদের স্থানীয় প্রতিষ্ঠানের মাধ্যমে এক বছরের জন্য ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়ার কথা ভাবছে সরকার । এর ফলে একদিকে যেমন শহরের প্রতিষ্ঠানগুলির সার্বিক উন্নয়ন হবে, তেমনই সদ্য পাশ করা ইঞ্জিনিয়রিংয়ের ছাত্র-ছাত্রীরা কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জন করতে পারবে ৷
আজ সংসদে 2020-21 সাধারণ বাজেটে পেশ করেন মোদি সরকারের অর্থমন্ত্রী । বজেটে শিক্ষাখাতে ঘোষণা করার সময় তিনি বলেন, 2030 সালের মধ্যে কর্মক্ষেত্রে উপযোগী এমন জনসংখ্যার দিক থেকে ভারত বিশ্বে সবথেকে বড় শক্তি হয়ে উঠবে । তখন এই বিপুল সংখ্যক মানুষের শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের প্রয়োজন হবে । নতুন শিক্ষানীতির ঘোষণাও করেন । বলেন, "নতুন শিক্ষানীতির ক্ষেত্রে 2 লাখেরও বেশি উপদেশ এসেছে । খুব শীঘ্রই নতুন শিক্ষানীতি ঘোষণা করা হবে । দেশের শিক্ষার মান উন্নয়নের জন্য উপযুক্ত প্রশিক্ষিত শিক্ষক দরকার । তাই বেতনের পরিমাণ বাড়িয়ে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের জন্য শিক্ষাখাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ সহ বেসরকারি বিনিয়োগের পরিমাণ বাড়ানো প্রয়োজন । শিক্ষাক্ষেত্রে সাধারণ বিভাগ, প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য কর্মক্ষেত্রের সুযোগ বৃদ্ধির প্রয়োজন ।"
2021 সালের মার্চের মধ্যে দেশের 150টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । তিনি আরও জানান, বঞ্চিত এালাকার ছাত্র-ছাত্রীরা যাতে উচ্চশিক্ষা গ্রহণের সুবিধা পেতে পারে সেজন্য ডিগ্রি কোর্সের সমতুল্য অনলাইনে শিক্ষা কোর্স চালু করার কথাও ভাবছে সরকার । পাশাপাশি উচ্চশিক্ষার জন্য ভারতকে উপযুক্ত গন্তব্য গড়ে তুলতে 'স্টডি ইন ইন্ডিয়া' প্রকল্পের মাধ্যমে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে 'স্য়াট' পরীক্ষা নেওয়ার প্রস্তাব রাখা হয়েছে । রাখা হয়েছে ন্যাশনাল পুলিশ বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল ফ্যরেন্সিক সাইন্স বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রস্তাবও । অর্থমন্ত্রী জানান,"ভারতে উচ্চশিক্ষিত চিকিৎসকের খামতি রয়েছে । সেই খামতি পূরণ করতে জেলা হাসপাতালগুলিকে মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে । খুব শীঘ্রই এই প্রকল্পের বিস্তারিত আসবে । দেশের বড় বড় হাসপাতালগুলিতে DNB ও SND কোর্সে চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে ।
শিক্ষাখাতে গৃহীত একাধিক প্রস্তাবের তালিকা :
- শিক্ষাখাতে বরাদ্দ 99 হাজার 300 কোটি টাকা
- দক্ষতা উন্নয়নে বরাদ্দ 3 হাজার কোটি টাকা
- দেশের বড় হাসপাতালগুলি থেকে BND ও SNB ডিগ্রি প্রদান করার প্রস্তাব
- 150 টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স চালু করার প্রস্তাব
- নতুন শিক্ষানীতি দ্রুত ঘোষণা করার প্রস্তাব
- পুলিশ জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরির প্রস্তাব
- SBI-কে শিক্ষা লোন বাড়ানোর প্রস্তাব
- ইঞ্জিনিয়রিংছাত্র-ছাত্রীদের একবছরের জন্য ইন্টার্নসিপের সুযোগ
- অনলাইন মাধ্যমে শিক্ষা ব্যবস্থা শুরু করা হয়েছে
- এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে 'স্য়াট' পরীক্ষা নেওয়ার প্রস্তাব