ETV Bharat / bharat

গত 6 মাসের কম সময়ে সীমান্তে নিকেশ মোট 93 জঙ্গি

author img

By

Published : Jun 8, 2020, 3:19 PM IST

গত 6 মাসে সীমান্তে নিকেশ হয়েছে 93 জঙ্গি ৷ তাদের মধ্যে ছিল বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা ৷ খবর সেনা সূত্রে ৷

93 terrorists killed by security forces till June 8 in Jammu and Kashmir
গত 6 মাসের কম সময়ে সীমান্তে নিকেশ মোট 93 জঙ্গি

শ্রীনগর, 8 জুন : 6 মাসের কম সময়ে মোট 93 জন জঙ্গি নিকেশ করেছে সেনা ৷ তার মধ্যে ছিল বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি নেতা ৷ সেনা সূত্রে খবর, আজ সকাল পর্যন্ত মোট 93 জন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী ৷ গত দু'দিনে উপত্যকায় 9 জন জঙ্গি নিকেশ হয়েছে ৷ যদিও নিরাপত্তা বাহিনীতে কোনও হতাহতের খবর নেই ৷

জঙ্গি গোষ্ঠী ও তাদের নেতৃত্বের বিরুদ্ধে অভিযান চালানো অব্যাহত রয়েছে ৷ সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গি অনুপ্রবেশের পালটা অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী ৷ সেনা অভিযানে গত 6 মাসে মারা গেছে রিয়াজ় নাইকু, জুনেইদ শেহেরাইসহ বহু বিদেশি জঙ্গি শীর্ষ নেতা ৷ মারা গেছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা ও পাকিস্তানের বেশ কিছু জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্ব ৷ গত মাসে কাশ্মীরের কেরান সেক্টরে অভিযান চালায় সেনাবাহিনী ৷ সেখানে সংঘর্ষে নিকেশ হয় 5 জঙ্গি ৷ পাশাপাশি, শহিদ হয় 5 প্যারা SF সেনা ৷

অন্য আর একটি অভিযানে, মে মাসে হান্দওয়ারাতে জঙ্গি সংঘর্ষে একজন কর্নেল-সহ 3 জওয়ান নিহত হয় ৷ " তবে গত কয়েকটি অভিযানে কোনও জওয়ানের প্রাণহানি হয়নি ৷ " সূত্রের খবর, আগামী দিনগুলিতে কাশ্মীরে সমস্যা আরও বাড়বে ৷ এমনটাই সম্ভাবনা করা হচ্ছে সেনার তরফে ৷ উপত্যকার বরফ গলে যাওয়ার পরেই জঙ্গিরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে ।

শ্রীনগর, 8 জুন : 6 মাসের কম সময়ে মোট 93 জন জঙ্গি নিকেশ করেছে সেনা ৷ তার মধ্যে ছিল বেশ কয়েকজন শীর্ষ জঙ্গি নেতা ৷ সেনা সূত্রে খবর, আজ সকাল পর্যন্ত মোট 93 জন জঙ্গিকে খতম করেছে নিরাপত্তা বাহিনী ৷ গত দু'দিনে উপত্যকায় 9 জন জঙ্গি নিকেশ হয়েছে ৷ যদিও নিরাপত্তা বাহিনীতে কোনও হতাহতের খবর নেই ৷

জঙ্গি গোষ্ঠী ও তাদের নেতৃত্বের বিরুদ্ধে অভিযান চালানো অব্যাহত রয়েছে ৷ সীমান্তে নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গি অনুপ্রবেশের পালটা অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী ৷ সেনা অভিযানে গত 6 মাসে মারা গেছে রিয়াজ় নাইকু, জুনেইদ শেহেরাইসহ বহু বিদেশি জঙ্গি শীর্ষ নেতা ৷ মারা গেছে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা ও পাকিস্তানের বেশ কিছু জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃত্ব ৷ গত মাসে কাশ্মীরের কেরান সেক্টরে অভিযান চালায় সেনাবাহিনী ৷ সেখানে সংঘর্ষে নিকেশ হয় 5 জঙ্গি ৷ পাশাপাশি, শহিদ হয় 5 প্যারা SF সেনা ৷

অন্য আর একটি অভিযানে, মে মাসে হান্দওয়ারাতে জঙ্গি সংঘর্ষে একজন কর্নেল-সহ 3 জওয়ান নিহত হয় ৷ " তবে গত কয়েকটি অভিযানে কোনও জওয়ানের প্রাণহানি হয়নি ৷ " সূত্রের খবর, আগামী দিনগুলিতে কাশ্মীরে সমস্যা আরও বাড়বে ৷ এমনটাই সম্ভাবনা করা হচ্ছে সেনার তরফে ৷ উপত্যকার বরফ গলে যাওয়ার পরেই জঙ্গিরা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অনুপ্রবেশের চেষ্টা করতে পারে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.