ETV Bharat / bharat

দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 54 লাখ, একদিনে সুস্থ 94 হাজার 612 - Coronavirus update

দেশে কোরোনায় মোট মৃত্যু হয়েছে 86 হাজার 752 জনের ৷ অন্যদিকে , গত 24 ঘণ্টায় আক্রান্তের থেকে সুস্থ হয়েছে বেশি ৷

Covid cases in India
Covid cases in India
author img

By

Published : Sep 20, 2020, 10:22 AM IST

Updated : Sep 20, 2020, 10:30 AM IST

দিল্লি, 20 সেপ্টেম্বর : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 92 হাজার 605 জন । যা গত তিনদিনের তুলনায় কিছুটা হলেও কম ৷ আর এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 54 লাখের গণ্ডি ছাড়াল ।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 54 লাখ 620 জন । 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 1 হাজার 133 জনের ৷ এই নিয়ে কোরোনায় মোট মৃত্যু হয়েছে 86 হাজার 752 জনের ৷ অন্যদিকে দেশে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ আগের দিন সংখ্যাটা ছিল 10 লাখ 13 হজার 964 ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্ত রয়েছে 10 লাখ 10 হাজার 824 জন ৷

সেইসঙ্গে বাড়ছে সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের থেকে সুস্থ হয়েছে বেশি ৷ একদিনে দেশে সুস্থ হয়েছে 94 হাজার 612 জন ৷ মোট সুস্থ হয়েছে 43 লাখ 3 হাজার 44 জন ৷ সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । দেশে সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে আক্রান্তের সংখ্যা 11 লাখ ছাড়িয়ে গেছে । মহারাষ্ট্রে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 11 লাখ 88 হাজার 15 । সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু । এই দুই রাজ্যে কোরোনায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে 6 লাখ 17 হাজার 776 জন এবং 5 লাখ 36 হাজার 477 জন ৷

24 ঘণ্টায় দেশে মোট 12 লাখ 6 হাজার 806 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 19 সেপ্টেম্বর পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 6 কোটি 36 লাখ 61 হাজার 60 জনের ৷ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)।

দিল্লি, 20 সেপ্টেম্বর : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 92 হাজার 605 জন । যা গত তিনদিনের তুলনায় কিছুটা হলেও কম ৷ আর এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 54 লাখের গণ্ডি ছাড়াল ।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 54 লাখ 620 জন । 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 1 হাজার 133 জনের ৷ এই নিয়ে কোরোনায় মোট মৃত্যু হয়েছে 86 হাজার 752 জনের ৷ অন্যদিকে দেশে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৷ আগের দিন সংখ্যাটা ছিল 10 লাখ 13 হজার 964 ৷ বর্তমানে দেশে সক্রিয় আক্রান্ত রয়েছে 10 লাখ 10 হাজার 824 জন ৷

সেইসঙ্গে বাড়ছে সুস্থের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় আক্রান্তের থেকে সুস্থ হয়েছে বেশি ৷ একদিনে দেশে সুস্থ হয়েছে 94 হাজার 612 জন ৷ মোট সুস্থ হয়েছে 43 লাখ 3 হাজার 44 জন ৷ সংক্রমণের নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । দেশে সংক্রমণের তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে আক্রান্তের সংখ্যা 11 লাখ ছাড়িয়ে গেছে । মহারাষ্ট্রে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 11 লাখ 88 হাজার 15 । সংক্রমণের নিরিখে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু । এই দুই রাজ্যে কোরোনায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে 6 লাখ 17 হাজার 776 জন এবং 5 লাখ 36 হাজার 477 জন ৷

24 ঘণ্টায় দেশে মোট 12 লাখ 6 হাজার 806 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ 19 সেপ্টেম্বর পর্যন্ত দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে মোট 6 কোটি 36 লাখ 61 হাজার 60 জনের ৷ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)।

Last Updated : Sep 20, 2020, 10:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.