বেঙ্গালুরু (কর্ণাটক), 24 জুলাই : নবনির্বাচিত 90 জন পুলিশ অফিসারের শরীরে কোরোনার হদিস মিলেছে । তারা বেঙ্গালুরুতে প্রশিক্ষণের অধীনে ছিলেন বলে জানা গিয়েছে ।
বেঙ্গালুরুর থানিসান্দ্রা শহরের কাছে পুলিশ ট্রেনিং স্কুলটি অবস্থিত । 500-রও বেশি পুলিশ এখানে প্রশিক্ষণাধীন রয়েছেন । শুক্রবার তাঁদের মধ্যে 90 জনের শরীরে কোরোনা ধরা পড়েছে । করোনা আক্রান্তদের হাসপাতালে ভরতি করানো হয়েছে । ওই বিভাগে ধারাবাহিকভাবে কোরোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে । তার মধ্যে কিছু নমুনার রিপোর্ট নেগেটিভ এসেছে । এখনও বেশ কয়েকটি রিপোর্ট আসতে বাকি রয়েছে ।
বর্তমানে ওই পুলিশ ট্রেনিং স্কুলটি বন্ধ করে দেওয়া হয়েছে । আজ থেকে প্রশিক্ষণ দেওয়া বন্ধ করা হয়েছে । ইতিমধ্যে শহরে 1,084 জন পুলিশ কোরোনায় আক্রান্ত । 414 কোরোনা আক্রান্ত পুলিশের চিকিৎসা চলছে । 799 আক্রান্ত পুলিশ কোয়ারানটিনে রয়েছেন । 661 জন সুস্থ হয়ে উঠেছেন ।