ETV Bharat / bharat

ওড়িশার বাস দুর্ঘটনায় মৃত 7, আহত কমপক্ষে 30 - পাতাপুর থানা

ওড়িশার গঞ্জাম জেলায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত 7 ৷ আহত 30 ৷ আহতদের দিগপাহানদি ও বেরহামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

accident
ওড়িশার বাস দুর্ঘটনা
author img

By

Published : Jan 29, 2020, 8:34 AM IST

Updated : Jan 29, 2020, 12:00 PM IST

গঞ্জাম, 29 জানুয়ারি : ওড়িশায় বাস দুর্ঘটনায় মৃত 7 ৷ আহত 30 ৷ আহতদের দিগপাহানদি ও বেরহামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ আজ ভোরে ওড়িশার গঞ্জাম জেলার তপ্তপানি ঘাটের কাছে পালুখোলায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায় ৷

দুর্ঘটনাস্থানে এখনও অনেকে আটকে রয়েছে ৷ উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ বাসটি টিকরি থেকে বেরহামপুরের দিকে যাচ্ছিল ৷ পাতাপুর থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে ৷

গঞ্জাম জেলার SP ব্রিজেশ রাই জানিয়েছেন, "বেরহামপুরগামী একটি বেসরকারি বাস ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পড়ে যায় ৷ " দুর্ঘটনাস্থানে এখনও উদ্ধারকাজ চলছে ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

Intro:Body:

Ganjam: In a tragic incident, 7 persons were killed and over 30 got injured after a bus skidded off a bridge near Taptapani Ghat of the district. The injured have been rushed to Hospital.Police and fire services personnel are engaged in rescue operation.

Conclusion:
Last Updated : Jan 29, 2020, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.