ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে ট্রাক-স্করপিও সংঘর্ষ, মৃত 9 - 9 died in collision of scorpio with truck in pratapgarh, uttar pradesh

রাজস্থান থেকে ফেরার পথে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে মৃত 9 ৷ পুলিশ ঘটনাস্থানে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে ৷

9 died in collision of scorpio with truck in pratapgarh, uttar pradesh
উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মারা গেলেন 9 জন
author img

By

Published : Jun 5, 2020, 10:24 AM IST

প্রতাপগড়, 5 জুন : উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 9 ৷ আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে লখনউ - প্রয়াগরাজ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে ৷ হাইওয়েতে একটি স্করপিও গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ নিহতদের মধ্যে 4 জন পুরুষ, 3 জন মহিলা ও 2 জন শিশু ৷

জানা গেছে, দুর্ঘটনায় মৃত সকলেই রাজস্থানে থাকতেন কর্মসূত্রে ৷ তাঁরা ওই গাড়িতে করে বিহারে নিজেদের বাড়িতে ফিরছিলেন ৷ পথে দুর্ঘটনা হয় ৷ দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ দেহগুলিকে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয় ৷ পুলিশ জানায়, দুর্ঘটনায় দেহগুলি বিকৃত হয়ে গেছে ৷

পুলিশের অনুমান, আজ ভোরে হাইওয়েতে ওই এলাকায় ব্যাপক বৃষ্টি হয় ৷ ফলে দ্রুতগতিতে আসতে থাকা ওই স্করপিও গাড়িরচালক গতি সামলাতে না পেরে উলটো দিক থেকে আসা ট্রাকটিকে ধাক্কা মারে ৷

প্রতাপগড়, 5 জুন : উত্তরপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 9 ৷ আজ উত্তরপ্রদেশের প্রতাপগড়ে লখনউ - প্রয়াগরাজ হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে ৷ হাইওয়েতে একটি স্করপিও গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ৷ নিহতদের মধ্যে 4 জন পুরুষ, 3 জন মহিলা ও 2 জন শিশু ৷

জানা গেছে, দুর্ঘটনায় মৃত সকলেই রাজস্থানে থাকতেন কর্মসূত্রে ৷ তাঁরা ওই গাড়িতে করে বিহারে নিজেদের বাড়িতে ফিরছিলেন ৷ পথে দুর্ঘটনা হয় ৷ দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে পুলিশ ৷ দেহগুলিকে উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ময়নাতদন্তে পাঠানো হয় ৷ পুলিশ জানায়, দুর্ঘটনায় দেহগুলি বিকৃত হয়ে গেছে ৷

পুলিশের অনুমান, আজ ভোরে হাইওয়েতে ওই এলাকায় ব্যাপক বৃষ্টি হয় ৷ ফলে দ্রুতগতিতে আসতে থাকা ওই স্করপিও গাড়িরচালক গতি সামলাতে না পেরে উলটো দিক থেকে আসা ট্রাকটিকে ধাক্কা মারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.