ETV Bharat / bharat

মহারাষ্ট্রে কোরোনায় আক্রান্ত আরও 87 জন পুলিশকর্মী

মহারাষ্ট্রের আরও 87 জন পুলিশকর্মীর শরীরে মিলল কোরোনা ভাইরাস । সব মিলিয়ে রাজ্যে কোরোনা আক্রান্ত পুলিশ কর্মী-আধিকারিকের সংখ্যা বেড়ে হল 1 হাজার 758 ।

ছবি
ছবি
author img

By

Published : May 24, 2020, 2:11 PM IST

মুম্বই, 24 মে : মহারাষ্ট্রে আরও 87 জন পুলিশকর্মীর শরীরে মিলল কোরোনা ভাইরাস। সব মিলিয়ে রাজ্যে 1 হাজার 758 জন পুলিশ কর্মী-আধিকারিক কোরোনায় আক্রান্ত । পুলিশ সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে 183 জন পুলিশ অফিসার ও অন্যান্য পদের 1,575 জন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, শেষ 24 ঘণ্টায় রাজ্যে 87 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । বর্তমানে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 1,758-তে। এর মধ্যে 18 জন মারা গেছেন । সুস্থ হয়ে উঠেছেন 673 জন ।

রাজ্যের রিপোর্ট অনুযায়ী , মহারাষ্ট্রে 47,190 জন কোরোনায় আক্রান্ত । তার মধ্যে 13 হাজার 404 জন সুস্থ হয়েছেন । 1 হাজার 577 জনের মৃত্যু হয়েছে ।

মুম্বই, 24 মে : মহারাষ্ট্রে আরও 87 জন পুলিশকর্মীর শরীরে মিলল কোরোনা ভাইরাস। সব মিলিয়ে রাজ্যে 1 হাজার 758 জন পুলিশ কর্মী-আধিকারিক কোরোনায় আক্রান্ত । পুলিশ সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে 183 জন পুলিশ অফিসার ও অন্যান্য পদের 1,575 জন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, শেষ 24 ঘণ্টায় রাজ্যে 87 জন পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হয়েছেন । বর্তমানে সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে 1,758-তে। এর মধ্যে 18 জন মারা গেছেন । সুস্থ হয়ে উঠেছেন 673 জন ।

রাজ্যের রিপোর্ট অনুযায়ী , মহারাষ্ট্রে 47,190 জন কোরোনায় আক্রান্ত । তার মধ্যে 13 হাজার 404 জন সুস্থ হয়েছেন । 1 হাজার 577 জনের মৃত্যু হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.