ETV Bharat / bharat

দেশে কমবয়সিদের মধ্যেই সংক্রমণের প্রবণতা বেশি

COVID 19 প্যানডেমিকের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আপাতভাবে বয়স্কদের শরীরে সংক্রমণের প্রবণতা বেশি দেখা গেছিল । কিন্তু আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, সেই ছবিটা কিন্তু পুরোপুরিই আলাদা । দেশে ষাটোর্ধ্ব মানুষদের মধ্যে সংক্রমিত হয়েছে মাত্র 17 শতাংশ ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 4, 2020, 8:52 PM IST

দিল্লি, 4 এপ্রিল : দেশে এখনও পর্যন্ত যতজন মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছে, তাদের বেশিরভাগেরই বয়স 21-40 বছরের মধ্যে । স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশে 42 শতাংশ সংক্রমিতের বয়সই 21 থেকে 40 বছরের মধ্যে । আর এই পরিসংখ্যানই নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে স্বাস্থ্যমন্ত্রকের কপালে । দ্বিতীয় সবথেকে বেশি সংক্রমণ ঘটেছে 41-60 বছরের মানুষের মধ্যে । সংক্রমিতদের 33 শতাংশ মানুষই রয়েছে এই বয়সের মধ্যে ।

COVID 19 প্যানডেমিকের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আপাতভাবে বয়স্কদের শরীরে সংক্রমণের প্রবণতা বেশি দেখা গেছিল । কিন্তু আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, সেই ছবিটা কিন্তু পুরোপুরিই আলাদা । দেশে ষাটোর্ধ্ব মানুষদের মধ্যে সংক্রমিত হয়েছে মাত্র 17 শতাংশ ।

স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী,

  • সংক্রমিতদের মধ্যে 9 বছরের কম বয়সি রয়েছে 2.5 শতাংশ ।
  • 10 বছর থেকে 19 বছর পর্যন্ত রয়েছে 5 শতাংশ ।
  • 20 বছর থেকে 29 বছরের মধ্যে রয়েছে 20.8 শতাংশ ।
  • 30 বছর থেকে 39 বছর বয়সের সংক্রমিত রয়েছে 21.7 শতাংশ ।
  • 40-49 বছর বয়সের মধ্যে রয়েছে 17.4 শতাংশ ।
  • 50-59 বছর বয়সের মানুষের মধ্যে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছে 13.3 শতাংশ ।
  • 60 বছর থেকে 69 বছরের মধ্যে রয়েছে 13.2 শতাংশ ।
  • 70 বছর থেকে 79 বছরের মধ্যে রয়েছে 4.3 শতাংশ ।
  • 80 বছর থেকে 89 বছরের মধ্যে রয়েছে 1.1 শতাংশ ।
  • 90-99 বছর বয়সের মধ্যে রয়েছে 0.1 শতাংশ ।

কিছুদিন আগেই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ করা হয়েছিল, ষাটের কম বয়সি মানুষরা অর্থাৎ যে মানুষরা এখনও বিভিন্ন পেশা কর্মরত, তাদের মধ্যেই এই সংক্রমণের প্রবণতা বেশি । আজ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট কার্যত সেই পরিসংখ্যানেই সিলমোহর দিল ।

  • Till now we have found cases related to Tableeghi Jamaat from 17 states, 1023 #COVID19 positive cases have been found to be linked to this event. Out of the total cases in the country, around 30% are linked to one particular place: Lav Aggarwal, Joint Secretary, Health Ministry pic.twitter.com/4Jtzpc4u5k

    — ANI (@ANI) April 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে কোরোনায় এখনও পর্যন্ত যতজন সংক্রমিত হয়েছে, তার 30 শতাংশই ছড়িয়েছে একটি নির্দিষ্ট জায়গা থেকে । নিজ়ামউদ্দিনের ধর্মীয় সমাবেশ প্রসঙ্গ আজ এমনই বললেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল । স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত নিজ়ামউদ্দিনে গেছিলেন এমন মোট 1023 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িতদের একাংশের মতে, অনেকক্ষেত্রেই এই ভাইরাস শরীরে থাকলেই তার কোনও উপসর্গ বাইরে থেকে বোঝা যায় না । এক্ষেত্রে ওই সংক্রমিত ব্যক্তির শরীর ভাইরাস সংক্রমণের এক মাধ্যম হিসেবে কাজ করে । ওই ব্যক্তির অন্যদের শরীরে সংক্রমণ ছড়ায় । এই কারণেই বার বার সকলকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলছে স্বাস্থ্যমন্ত্রক । যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাই ভাইরাস মোকাবিলার একমাত্র উপায় ।

দিল্লি, 4 এপ্রিল : দেশে এখনও পর্যন্ত যতজন মানুষ কোরোনায় সংক্রমিত হয়েছে, তাদের বেশিরভাগেরই বয়স 21-40 বছরের মধ্যে । স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশে 42 শতাংশ সংক্রমিতের বয়সই 21 থেকে 40 বছরের মধ্যে । আর এই পরিসংখ্যানই নতুন করে চিন্তার ভাঁজ ফেলছে স্বাস্থ্যমন্ত্রকের কপালে । দ্বিতীয় সবথেকে বেশি সংক্রমণ ঘটেছে 41-60 বছরের মানুষের মধ্যে । সংক্রমিতদের 33 শতাংশ মানুষই রয়েছে এই বয়সের মধ্যে ।

COVID 19 প্যানডেমিকের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আপাতভাবে বয়স্কদের শরীরে সংক্রমণের প্রবণতা বেশি দেখা গেছিল । কিন্তু আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে, সেই ছবিটা কিন্তু পুরোপুরিই আলাদা । দেশে ষাটোর্ধ্ব মানুষদের মধ্যে সংক্রমিত হয়েছে মাত্র 17 শতাংশ ।

স্বাস্থ্যমন্ত্রকের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী,

  • সংক্রমিতদের মধ্যে 9 বছরের কম বয়সি রয়েছে 2.5 শতাংশ ।
  • 10 বছর থেকে 19 বছর পর্যন্ত রয়েছে 5 শতাংশ ।
  • 20 বছর থেকে 29 বছরের মধ্যে রয়েছে 20.8 শতাংশ ।
  • 30 বছর থেকে 39 বছর বয়সের সংক্রমিত রয়েছে 21.7 শতাংশ ।
  • 40-49 বছর বয়সের মধ্যে রয়েছে 17.4 শতাংশ ।
  • 50-59 বছর বয়সের মানুষের মধ্যে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছে 13.3 শতাংশ ।
  • 60 বছর থেকে 69 বছরের মধ্যে রয়েছে 13.2 শতাংশ ।
  • 70 বছর থেকে 79 বছরের মধ্যে রয়েছে 4.3 শতাংশ ।
  • 80 বছর থেকে 89 বছরের মধ্যে রয়েছে 1.1 শতাংশ ।
  • 90-99 বছর বয়সের মধ্যে রয়েছে 0.1 শতাংশ ।

কিছুদিন আগেই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের রিপোর্টে প্রকাশ করা হয়েছিল, ষাটের কম বয়সি মানুষরা অর্থাৎ যে মানুষরা এখনও বিভিন্ন পেশা কর্মরত, তাদের মধ্যেই এই সংক্রমণের প্রবণতা বেশি । আজ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট কার্যত সেই পরিসংখ্যানেই সিলমোহর দিল ।

  • Till now we have found cases related to Tableeghi Jamaat from 17 states, 1023 #COVID19 positive cases have been found to be linked to this event. Out of the total cases in the country, around 30% are linked to one particular place: Lav Aggarwal, Joint Secretary, Health Ministry pic.twitter.com/4Jtzpc4u5k

    — ANI (@ANI) April 4, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে কোরোনায় এখনও পর্যন্ত যতজন সংক্রমিত হয়েছে, তার 30 শতাংশই ছড়িয়েছে একটি নির্দিষ্ট জায়গা থেকে । নিজ়ামউদ্দিনের ধর্মীয় সমাবেশ প্রসঙ্গ আজ এমনই বললেন স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল । স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত নিজ়ামউদ্দিনে গেছিলেন এমন মোট 1023 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িতদের একাংশের মতে, অনেকক্ষেত্রেই এই ভাইরাস শরীরে থাকলেই তার কোনও উপসর্গ বাইরে থেকে বোঝা যায় না । এক্ষেত্রে ওই সংক্রমিত ব্যক্তির শরীর ভাইরাস সংক্রমণের এক মাধ্যম হিসেবে কাজ করে । ওই ব্যক্তির অন্যদের শরীরে সংক্রমণ ছড়ায় । এই কারণেই বার বার সকলকে সামাজিক দূরত্ব মেনে চলতে বলছে স্বাস্থ্যমন্ত্রক । যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাই ভাইরাস মোকাবিলার একমাত্র উপায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.