দিল্লি, 30 সেপ্টেম্বর : দিন দিন বেড়েই চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ দেশে মোট কোরোনা সংক্রমিতের সংখ্যা ছাড়াল 62 লাখ ৷ 24 ঘণ্টায় দেশে মোট আক্রান্ত হয়েছে 80 হাজার 472 জন ৷ মৃত্যু হয়েছে 1 হাজার 179 জনের ৷ এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যু হয়েছে 97 হাজার 497 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 40 হাজার 441 । গত 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 86 হাজার 428 জন ৷
স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনে রেকর্ড সংক্রমিত হয়েছে মহারাষ্ট্রে ৷ সংক্রমিতের সংখ্যা 14 হাজার 976 এবং মৃত্যু হয়েছে 430 জনের । এ মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা 2 লাখ 60 হাজার 789 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 10 লাখ 69 হাজার 159 জন ৷ এ পর্যন্ত মৃত্যু হয়েছে 36 হাজার 181 জন ৷
সংক্রমণের দিক থেকে কর্নাটকের স্থান দ্বিতীয় ৷ একদিনে আক্রান্ত হয়েছে 10 হাজার 453 জন ৷ এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 92 হাজার 911 জন, সক্রিয় আক্রান্ত 1 লাখ 7 হাজার 756 জন ৷ সুস্থ হয়ে উঠেছে 4 লাখ 76 হাজার 378 জন ৷ মৃত্যু হয়েছে 8 হাজার 777 জনের ৷ আক্রান্তের দিক থেকে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু ৷ অন্ধ্রপ্রদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা 6 হাজার 190, তামিলনাড়ুতে 5 হাজার 546 জন আক্রান্ত ৷
এছাড়া পশ্চিমবঙ্গে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 3 হাজার 188 জন এবং মৃত্যু হয়েছে 62 জনের ৷ এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 2 লাখ 53 হাজার 768 জন, সক্রিয় আক্রান্ত 26 হাজার 64 জন ৷ সুস্থ 2 লাখ 22 হাজার 805 জন ৷
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত দেশে 7 কোটি 41 লাখ 96 হাজার 729 নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 10 লাখ 86 হাজার 688 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷