ETV Bharat / bharat

তাবলিঘি জামাতে যোগদানকারী 8 ইন্দোনেশিয়ান গ্রেপ্তার

কোয়ারানটিনের মেয়াদ শেষ হওয়ার পরই তাবলিঘি জামাতে যোগদানকারী ইন্দোনেশিয়ার 8 ব্যক্তিকে গ্রেপ্তার করা হল ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 30, 2020, 2:37 PM IST

মোরাদাবাদ ( উত্তরপ্রদেশ), 30 এপ্রিল : দিল্লির তাবলিঘি জামাতে যোগদানকারী ইন্দোনেশিয়ার 8 নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে । গতকাল তাঁদের কোয়ারানটিনের মেয়াদ শেষ হয় । তারপরই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ।

এই বিষয়ে মোরদাবাদের ঠাকুরদারার ডেপুটি SP বিশাল যাদব বলেন, " 1 এপ্রিল তাবলিঘি জামাতে যোগদানকারী 8 ইন্দোনেশিয়ানকে খুঁজে পাওয়া যায় । তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে । গতকাল এঁদের কোয়ারানটিনে থাকার মেয়াদ শেষ হয়ে যায় । আজ তাঁদের আদালতে পেশ করার পর জেলে নিয়ে যাওয়া হয় । "

মার্চের মাঝামাঝি সময়ে দিল্লির নিজা়মউদ্দিনে তাবলিঘি জামাতের একটি ধর্মীয় সভা অনুষ্ঠিত হয় । সেখানে লকডাউন বিধি উপেক্ষা করে জড়ো হয়েছিলেন দেশ বিদেশের হাজার হাজার মানুষ । অভিযোগ ওঠে, এরপর থেকেই দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ।

মোরাদাবাদ ( উত্তরপ্রদেশ), 30 এপ্রিল : দিল্লির তাবলিঘি জামাতে যোগদানকারী ইন্দোনেশিয়ার 8 নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে । গতকাল তাঁদের কোয়ারানটিনের মেয়াদ শেষ হয় । তারপরই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ।

এই বিষয়ে মোরদাবাদের ঠাকুরদারার ডেপুটি SP বিশাল যাদব বলেন, " 1 এপ্রিল তাবলিঘি জামাতে যোগদানকারী 8 ইন্দোনেশিয়ানকে খুঁজে পাওয়া যায় । তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে । গতকাল এঁদের কোয়ারানটিনে থাকার মেয়াদ শেষ হয়ে যায় । আজ তাঁদের আদালতে পেশ করার পর জেলে নিয়ে যাওয়া হয় । "

মার্চের মাঝামাঝি সময়ে দিল্লির নিজা়মউদ্দিনে তাবলিঘি জামাতের একটি ধর্মীয় সভা অনুষ্ঠিত হয় । সেখানে লকডাউন বিধি উপেক্ষা করে জড়ো হয়েছিলেন দেশ বিদেশের হাজার হাজার মানুষ । অভিযোগ ওঠে, এরপর থেকেই দেশে লাফিয়ে লাফিয়ে বেড়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.