অন্ধ্রপ্রদেশ, 7 জুন : অন্ধ্রপ্রদেশে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত 8 ।
চিত্তোরের পোটালাপাট্টুতে গাড়ি ও লরির সংঘর্ষে মৃত 5 । আহত হয়েছে আরও 5 । তিরুমালার দিকে যাচ্ছিল গাড়িটি । সেই সময় উলটো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে । দুর্ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয় । খবর পেয়ে পৌঁছয় পুলিশ । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের সবার বাড়ি গুন্টুরের রুদ্রাভারম গ্রামে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।
অন্যদিকে গুন্টুরের কাজাতে দুটি গাড়ির সংঘর্ষে মৃত 3 ।