ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশে দুর্ঘটনায় মৃত 8 - death of 5

অন্ধ্রপ্রদেশের দুটি পৃথক দুর্ঘটনায় মৃত মোট 8 জন ।

গাড়ি ও লরির সংঘর্ষ
author img

By

Published : Jun 7, 2019, 8:14 AM IST

Updated : Jun 7, 2019, 11:26 AM IST

অন্ধ্রপ্রদেশ, 7 জুন : অন্ধ্রপ্রদেশে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত 8 ।

চিত্তোরের পোটালাপাট্টুতে গাড়ি ও লরির সংঘর্ষে মৃত 5 । আহত হয়েছে আরও 5 । তিরুমালার দিকে যাচ্ছিল গাড়িটি । সেই সময় উলটো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে । দুর্ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয় । খবর পেয়ে পৌঁছয় পুলিশ । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের সবার বাড়ি গুন্টুরের রুদ্রাভারম গ্রামে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

অন্যদিকে গুন্টুরের কাজাতে দুটি গাড়ির সংঘর্ষে মৃত 3 ।

অন্ধ্রপ্রদেশ, 7 জুন : অন্ধ্রপ্রদেশে দুটি পৃথক দুর্ঘটনায় মৃত 8 ।

চিত্তোরের পোটালাপাট্টুতে গাড়ি ও লরির সংঘর্ষে মৃত 5 । আহত হয়েছে আরও 5 । তিরুমালার দিকে যাচ্ছিল গাড়িটি । সেই সময় উলটো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িতে ধাক্কা মারে । দুর্ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয় । খবর পেয়ে পৌঁছয় পুলিশ । আহতদের হাসপাতালে ভরতি করা হয়েছে । তাঁদের সবার বাড়ি গুন্টুরের রুদ্রাভারম গ্রামে । দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

অন্যদিকে গুন্টুরের কাজাতে দুটি গাড়ির সংঘর্ষে মৃত 3 ।


Bettiah (Bihar), June 07 (ANI): Bharatiya Janata Party (BJP) National vice president and former Bihar minister Renu Devi's brother Pinu assaulted a chemist in Bihar's Bettiah on June 03. He apparently got miffed, when one of the staff members remained seated and did not stand up to greet him. Incident was caught on CCTV camera. A case has been registered in this regard. Further investigation is underway. While speaking to ANI, Bettiah Superintendent of Police Jayant Kant said, "A case has been registered. Victim's family has been provided with police security. We've seized a 4-wheeler that was used to abduct the victim and take him to some other place."
Last Updated : Jun 7, 2019, 11:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.