ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত 7,998 জন,মৃত 61

অন্ধ্রপ্রদেশ রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক স্বাস্থ্য বুলেটিন অনুসারে, অন্ধ্রপ্রদেশের তিনটি জেলায় সর্বাধিক সংখ্যক কোরোনা রোগী রয়েছেন ।রাজ্য এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72,711জন । এখনও অবধি মোট 884 জন রোগী মারা গেছেন।

কোরোনা
কোরোনা
author img

By

Published : Jul 24, 2020, 12:38 AM IST

হায়দরাবাদ,23 জুলাই: অন্ধ্রপ্রদেশ সরকারকে উদ্বেগে ফেলেছে রাজ্য জুড়ে ক্রমশ বাড়তে থাকা নতুন কোরোনা রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে,রাজ্যে গত 24 ঘন্টার মধ্যে 7,998 জন নতুন করে কোরোনা পজ়়িটিভ । সরকারি হিসেব বলছে,তাঁর মধ্যে মৃত্যু হয়েছে 61 জনের। গত 24 ঘন্টা রাজ্যে 58,052 জনের সোয়াব পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। রাজ্য এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72,711জন । এখনও অবধি মোট 884 জন রোগী মারা গেছেন।37,555 জন রোগী সুস্থ হয়েছেন এবং তাঁদেরকে ইতিমধ্যে ছেড়েও দেওয়া হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক স্বাস্থ্য বুলেটিন অনুসারে, অন্ধ্রপ্রদেশের তিনটি জেলায় সর্বাধিক সংখ্যক কোরোনা রোগী রয়েছেন । আর এই জেলাগুলি হল- পূর্ব গোদাবরী(1391 ),গুন্টুরে (1184 )এবং অনন্তপুরে( 1016)। আর জেলাগুলিতে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলহল- চিত্তুর( 271 )কদপা(224), নেল্লোর (438), কৃষ্ণ(230 ), প্রকাশম(271), শ্রীকাকুলাম (360), বিজয়নগরম(277), পশ্চিম গোদাবরী (748), বিশাখাপত্তনম (684)।

আজ অবধি রাজ্যে 14,93,879 জনের সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছিল। তার মধ্যে 72,711 জন কোরোনা পজ়়িটিভ। ইতিমধ্যে সুস্থ হয়েছেন 37,555 জন । এখনও 34,272 জন রোগী হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারে ওষুধের আওতায় রয়েছেন। আজ অবধি মোট মৃত্যুর সংখ্যা 884 জন।

হায়দরাবাদ,23 জুলাই: অন্ধ্রপ্রদেশ সরকারকে উদ্বেগে ফেলেছে রাজ্য জুড়ে ক্রমশ বাড়তে থাকা নতুন কোরোনা রোগীর সংখ্যা। পরিসংখ্যান বলছে,রাজ্যে গত 24 ঘন্টার মধ্যে 7,998 জন নতুন করে কোরোনা পজ়়িটিভ । সরকারি হিসেব বলছে,তাঁর মধ্যে মৃত্যু হয়েছে 61 জনের। গত 24 ঘন্টা রাজ্যে 58,052 জনের সোয়াব পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। রাজ্য এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 72,711জন । এখনও অবধি মোট 884 জন রোগী মারা গেছেন।37,555 জন রোগী সুস্থ হয়েছেন এবং তাঁদেরকে ইতিমধ্যে ছেড়েও দেওয়া হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক স্বাস্থ্য বুলেটিন অনুসারে, অন্ধ্রপ্রদেশের তিনটি জেলায় সর্বাধিক সংখ্যক কোরোনা রোগী রয়েছেন । আর এই জেলাগুলি হল- পূর্ব গোদাবরী(1391 ),গুন্টুরে (1184 )এবং অনন্তপুরে( 1016)। আর জেলাগুলিতে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলহল- চিত্তুর( 271 )কদপা(224), নেল্লোর (438), কৃষ্ণ(230 ), প্রকাশম(271), শ্রীকাকুলাম (360), বিজয়নগরম(277), পশ্চিম গোদাবরী (748), বিশাখাপত্তনম (684)।

আজ অবধি রাজ্যে 14,93,879 জনের সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছিল। তার মধ্যে 72,711 জন কোরোনা পজ়়িটিভ। ইতিমধ্যে সুস্থ হয়েছেন 37,555 জন । এখনও 34,272 জন রোগী হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারে ওষুধের আওতায় রয়েছেন। আজ অবধি মোট মৃত্যুর সংখ্যা 884 জন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.