ETV Bharat / bharat

একদিনে আক্রান্ত 78 হাজারের বেশি, সংক্রমণের গণ্ডি ছাড়াল 35 লাখ

author img

By

Published : Aug 30, 2020, 10:27 AM IST

Updated : Aug 30, 2020, 10:54 AM IST

24 ঘণ্টায় 78 হাজার 761জন সংক্রমিত হয়েছে যা একদিনের নিরিখে সর্বোচ্চ ।

covid
covid

দিল্লি, 30 অগাস্ট : একদিনে আবার রেকর্ড সংক্রমণ দেশে । 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 78 হাজারের বেশি । এই নিয়ে মোট 35 লাখ 42 হাজার 734 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় 78 হাজার 761 জন সংক্রমিত হয়েছে । মৃত্যু হয়েছে 948 জনের । মোট 63 হাজার 498 জনের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । সক্রিয় আক্রান্ত 7 লাখ 65 হাজার 302 ।

রেকর্ড হারে সংক্রমণ হলেও সুস্থের সংখ্যাও কম নয় দেশে । সুস্থতার হার 76.6 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 64 হাজার 935জন । এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে 27 লাখ 13 হাজার 933 ।

গত চারদিনে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে দেশে । প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 75 হাজারের বেশি । আজ সেই সংখ্যা 78 হাজার ছাড়িয়েছে । এদিকে মোট আক্রান্তের সংখ্যা 35 লাখ ছাড়িয়েছে । 27 অগাস্ট দেশে দৈনিক সংক্রমণের হার বিশ্বে সর্বাধিক ছিল । যা অ্যামেরিকাকেও ছাড়িয়ে যায় ।

India
আবার রেকর্ড সংক্রমণ দেশে

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 64 হাজার 281 । সক্রিয় আক্রান্ত 1লাখ 85 হাজার 467 । মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 15 হাজার 590 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 726 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 14 হাজার 164 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 97 হাজার 681 জন।

24 ঘণ্টায় 10 লাখ 55 হাজার 27 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । 28 অগাস্ট পর্যন্ত মোট 4 কোটি 14 লাখ 61 হাজার 636 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।

  • The total number of samples tested up to 29th August is 4,14,61,636 including 10,55,027 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/SDg1yVQIzZ

    — ANI (@ANI) August 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 30 অগাস্ট : একদিনে আবার রেকর্ড সংক্রমণ দেশে । 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 78 হাজারের বেশি । এই নিয়ে মোট 35 লাখ 42 হাজার 734 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, 24 ঘণ্টায় 78 হাজার 761 জন সংক্রমিত হয়েছে । মৃত্যু হয়েছে 948 জনের । মোট 63 হাজার 498 জনের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে । সক্রিয় আক্রান্ত 7 লাখ 65 হাজার 302 ।

রেকর্ড হারে সংক্রমণ হলেও সুস্থের সংখ্যাও কম নয় দেশে । সুস্থতার হার 76.6 শতাংশ । 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 64 হাজার 935জন । এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছে 27 লাখ 13 হাজার 933 ।

গত চারদিনে রেকর্ড হারে সংক্রমণ হয়েছে দেশে । প্রতিদিনই আক্রান্তের সংখ্যা 75 হাজারের বেশি । আজ সেই সংখ্যা 78 হাজার ছাড়িয়েছে । এদিকে মোট আক্রান্তের সংখ্যা 35 লাখ ছাড়িয়েছে । 27 অগাস্ট দেশে দৈনিক সংক্রমণের হার বিশ্বে সর্বাধিক ছিল । যা অ্যামেরিকাকেও ছাড়িয়ে যায় ।

India
আবার রেকর্ড সংক্রমণ দেশে

দেশে সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 64 হাজার 281 । সক্রিয় আক্রান্ত 1লাখ 85 হাজার 467 । মহারাষ্ট্রের পরই দ্বিতীয় সর্বাধিক সংক্রমণ তামিলনাড়ুতে । সেখানে মোট সংক্রমিত 4 লাখ 15 হাজার 590 । সক্রিয় আক্রান্ত 52 হাজার 726 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 4 লাখ 14 হাজার 164 জন কোরোনায় আক্রান্ত । সক্রিয় আক্রান্ত 97 হাজার 681 জন।

24 ঘণ্টায় 10 লাখ 55 হাজার 27 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । 28 অগাস্ট পর্যন্ত মোট 4 কোটি 14 লাখ 61 হাজার 636 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ।

  • The total number of samples tested up to 29th August is 4,14,61,636 including 10,55,027 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/SDg1yVQIzZ

    — ANI (@ANI) August 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Last Updated : Aug 30, 2020, 10:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.