ETV Bharat / bharat

আক্রান্তের সংখ্যা ছাড়াল 66 লাখ, 24 ঘণ্টায় মৃত 903 - ভারতের কোরোনা আপডেট

দেশে গত 24 ঘণ্টায় কমল আক্রান্তের সংখ্যা ৷ কোরোনায় আক্রান্ত হয়েছেন 74 হাজার 442 জন । মোট আক্রান্তের সংখ্যা 66 লাখ ছাড়াল ৷ ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 903 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 940 জনের ৷

ছবি
ছবি
author img

By

Published : Oct 5, 2020, 10:48 AM IST

দিল্লি, 5 অক্টোবর : গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কমল দেশে । সঙ্গে কমল মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 74 হাজার 442 জন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 75 হাজার 829 ৷ মোট আক্রান্তের সংখ্যা 66 লাখ ছাড়াল ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 903 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 940 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ রিপোর্ট অনুযায়ী , দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 66 লাখ 23 হাজার 816 জন । মৃত্যু হয়েছে 1 লাখ 2 হাজার 685 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 34 হাজার 427 । সুস্থতার দিক থেকে ভারত এখন প্রথম স্থানে রয়েছে । 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 76 হাজার 737 জন । দেশে মোট কোরোনা মুক্ত হয়েছে 55 লাখ 86 হাজার 704 জন ।

আক্রান্তের দিক থেকে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে । দেশে সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 14 লাখ 43 হাজার 409 জন । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক । এখানে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে 7 লাখ 19 হাজার 256 ও 6 লাখ 40 হাজার 661 । সংক্রমণ বাড়ছে তামিলনাড়ু ও উত্তরপ্রদেশেও ।

4 অক্টোবর পর্যন্ত দেশে 7 কোটি 99 লাখ 82 হাজার 394 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল 9 লাখ 49 হাজার 860টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

দিল্লি, 5 অক্টোবর : গতকালের চেয়ে আক্রান্তের সংখ্যা কমল দেশে । সঙ্গে কমল মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 74 হাজার 442 জন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 75 হাজার 829 ৷ মোট আক্রান্তের সংখ্যা 66 লাখ ছাড়াল ৷ শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 903 জনের ৷ গতকাল মৃত্যু হয়েছিল 940 জনের ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ রিপোর্ট অনুযায়ী , দেশে মোট কোরোনায় আক্রান্ত হয়েছে 66 লাখ 23 হাজার 816 জন । মৃত্যু হয়েছে 1 লাখ 2 হাজার 685 জনের । সক্রিয় আক্রান্তের সংখ্যা 9 লাখ 34 হাজার 427 । সুস্থতার দিক থেকে ভারত এখন প্রথম স্থানে রয়েছে । 24 ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছে 76 হাজার 737 জন । দেশে মোট কোরোনা মুক্ত হয়েছে 55 লাখ 86 হাজার 704 জন ।

আক্রান্তের দিক থেকে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে । দেশে সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । প্রতিদিনই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 14 লাখ 43 হাজার 409 জন । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক । এখানে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে 7 লাখ 19 হাজার 256 ও 6 লাখ 40 হাজার 661 । সংক্রমণ বাড়ছে তামিলনাড়ু ও উত্তরপ্রদেশেও ।

4 অক্টোবর পর্যন্ত দেশে 7 কোটি 99 লাখ 82 হাজার 394 টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল 9 লাখ 49 হাজার 860টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.