ETV Bharat / bharat

আক্রান্তের সংখ্যা ছাড়াল 70 লাখ, 24 ঘণ্টায় সুস্থ 89,154

দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 70 লাখ 53 হাজার 807 । 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্তের সংখ্যা 74 হাজার 383।

Corona Tracker
Corona Tracker
author img

By

Published : Oct 11, 2020, 10:29 AM IST

দিল্লি, 11 অক্টোবর : আবারও দৈনিক সংক্রমণের হারকে ছাপিয়ে গেল সুস্থের সংখ্যা । 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 89 হাজার 154 জন । কোরোনায় আক্রান্তের সংখ্যা 74 হাজার 383 ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 70 লাখ 53 হাজার 807 । মোট সুস্থের সংখ্যা 60 লাখ 77 হাজার 977 ।

কোরোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 918 জনের । মোট মৃতের সংখ্যা 1 লাখ 8 হাজার 334 । বর্তমানে সক্রিয় আক্রান্ত 8 লাখ 67 হাজার 496 ।

গতকালের থেকে আজ আক্রান্তের সংখ্যা সামান্য হলেও বেশি । গতকাল সংক্রমিত হয়েছিলেন 73 হাজার 272 জন । আজ আক্রান্তের সংখ্যা 74 হাজারের বেশি । এইদিকে গতকালের থেকে আজ মৃত্যুর পরিসংখ্যান কম । গতকাল 926 জনের মৃত্যু হয়েছিল ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 17 হাজার 434 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 21 হাজার 615 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7 লাখ 50 হাদার 517 । সক্রিয় আক্রান্ত 46 হাজার 624 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 786 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 20 হাজার 948 ।

24 ঘণ্টায় 10 লাখ 78 হাজার 544 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 10 অক্টোবর পর্যন্ত মোট 8 কোটি 68 লাখ 77 হাজার 242 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

দিল্লি, 11 অক্টোবর : আবারও দৈনিক সংক্রমণের হারকে ছাপিয়ে গেল সুস্থের সংখ্যা । 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 89 হাজার 154 জন । কোরোনায় আক্রান্তের সংখ্যা 74 হাজার 383 ।

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 70 লাখ 53 হাজার 807 । মোট সুস্থের সংখ্যা 60 লাখ 77 হাজার 977 ।

কোরোনায় আক্রান্ত হয়ে 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 918 জনের । মোট মৃতের সংখ্যা 1 লাখ 8 হাজার 334 । বর্তমানে সক্রিয় আক্রান্ত 8 লাখ 67 হাজার 496 ।

গতকালের থেকে আজ আক্রান্তের সংখ্যা সামান্য হলেও বেশি । গতকাল সংক্রমিত হয়েছিলেন 73 হাজার 272 জন । আজ আক্রান্তের সংখ্যা 74 হাজারের বেশি । এইদিকে গতকালের থেকে আজ মৃত্যুর পরিসংখ্যান কম । গতকাল 926 জনের মৃত্যু হয়েছিল ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । মোট আক্রান্তের সংখ্যা 15 লাখ 17 হাজার 434 । সক্রিয় আক্রান্ত 2 লাখ 21 হাজার 615 । এরপরই রয়েছে অন্ধ্রপ্রদেশ । মোট আক্রান্ত 7 লাখ 50 হাদার 517 । সক্রিয় আক্রান্ত 46 হাজার 624 । কর্নাটক রয়েছে তৃতীয় স্থানে । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 7 লাখ 786 । সক্রিয় আক্রান্ত 1 লাখ 20 হাজার 948 ।

24 ঘণ্টায় 10 লাখ 78 হাজার 544 জনের সোয়াব নমুনা পরীক্ষা করা হয়েছে । 10 অক্টোবর পর্যন্ত মোট 8 কোটি 68 লাখ 77 হাজার 242 নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.