ETV Bharat / bharat

ফেরানোর ব্যবস্থা করুন, মমতাকে আর্জি হরিদ্বারে আটকে পড়া 700 বাঙালির

হরিদ্বারের নগরোন্নয়ন মন্ত্রী মদন কৌশিকের অভিযোগ, আটকে পড়া পর্যটকদের ফেরানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । কিন্তু কোনও সদুত্তর মেলেনি ।

ছবি
ছবি
author img

By

Published : May 12, 2020, 5:28 PM IST

দেরাদুন, 12 মে : লকডাউনের জেরে মাস দেড়েক ধরে হরিদ্বারে আটকে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রায় 700 জন পর্যটক । ইতিমধ্য়েই বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা । হরিদ্বারের গঙ্গার ঘাটে জমায়েত করেছেন । অভিযোগ, এসবের পরও টনক নড়েনি পশ্চিমবঙ্গ সরকারের । রাজ্যের মানুষজনকে ফেরাতে এখনও পর্যন্ত কোনওরকম সদিচ্ছা দেখাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই হরিদ্বারে আটকে পড়া পর্যটকরা ফের একই আবেদনে সরব হয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের আবেদন, এবার যেন মুখ্যমন্ত্রী তাঁদের কথা ভেবে দেখেন । তাঁদের দ্রুত রাজ্য়ে ফেরানোর ব্যবস্থা করেন ।

মাস দেড়েক আগে হরিদ্বারে বেড়াতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রায় 700 পর্যটক। তার মাঝেই কোরোনা সংক্রমণের জেরে লকডাউন শুরু হয়ে যায় দেশে। দফায় দফায় বাড়তে থাকে লকডাউনের মেয়াদ । এর জেরে দেড় মাস ধরে সেখানেই আটকে রয়েছেন তাঁরা। হোটেলের ঘরেই বন্দী হয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের । পর্যটকরা জানান, হোটেল মালিকের তরফে খাবারের ব্যবস্থা করা হয়েছে । তবে, টাকা ফুরিয়ে এসেছে । ইতিমধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে হরিদ্বারের নগরোন্নয়ন মন্ত্রী মদন কৌশিকের অভিযোগ, হরিদ্বারে আটকে পড়া পর্যটকদের ফেরানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর মেলেনি । তিনি জানান, এই পর্যটকদের উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে যাবতীয় সুবিধা দেওয়া হলেও তাঁরা এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে চান । এনিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় । কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি । তাই পরবর্তী পদক্ষেপ করতে পারছে না উত্তরাখণ্ড সরকার ।

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য সম্প্রতি কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার । কিন্তু তীর্থযাত্রী, পর্যটক বা অন্যান্যদের জন্য সেভাবে কোনও ট্রেনের ব্যবস্থা করা হয়নি । ফলে প্রায় দেড় মাস ধরে আটকে রয়েছেন তাঁরা । এদের মধ্য়ে কয়েকজনকে উত্তরাখণ্ড সরকারের তরফে পাস দেওয়া হয়েছে । কয়েকজনকে প্রাইভেট গাড়ি করে ফেরার অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত অনেক যাত্রী রয়েছেন, যাঁদের টাকা-পয়সা ফুরিয়ে এসেছে । তাঁরা ট্রেন চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, এবার তাঁদের ফেরানোর ব্যাপারে বাংলার সরকার নিজের অবস্থান স্পষ্ট করুক । অন্য রাজ্যের লোকজন বাড়ি ফিরে যাচ্ছেন । কিন্তু তাঁরা এখনও আটকে রয়েছেন । এবার যেন মুখ্যমন্ত্রী তাঁদের দিকে তাকান । তাঁদের ফেরানোর ব্যবস্থা করেন ।

দেরাদুন, 12 মে : লকডাউনের জেরে মাস দেড়েক ধরে হরিদ্বারে আটকে রয়েছেন পশ্চিমবঙ্গের প্রায় 700 জন পর্যটক । ইতিমধ্য়েই বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা । হরিদ্বারের গঙ্গার ঘাটে জমায়েত করেছেন । অভিযোগ, এসবের পরও টনক নড়েনি পশ্চিমবঙ্গ সরকারের । রাজ্যের মানুষজনকে ফেরাতে এখনও পর্যন্ত কোনওরকম সদিচ্ছা দেখাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই হরিদ্বারে আটকে পড়া পর্যটকরা ফের একই আবেদনে সরব হয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁদের আবেদন, এবার যেন মুখ্যমন্ত্রী তাঁদের কথা ভেবে দেখেন । তাঁদের দ্রুত রাজ্য়ে ফেরানোর ব্যবস্থা করেন ।

মাস দেড়েক আগে হরিদ্বারে বেড়াতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রায় 700 পর্যটক। তার মাঝেই কোরোনা সংক্রমণের জেরে লকডাউন শুরু হয়ে যায় দেশে। দফায় দফায় বাড়তে থাকে লকডাউনের মেয়াদ । এর জেরে দেড় মাস ধরে সেখানেই আটকে রয়েছেন তাঁরা। হোটেলের ঘরেই বন্দী হয়ে দিন কাটাতে হচ্ছে তাঁদের । পর্যটকরা জানান, হোটেল মালিকের তরফে খাবারের ব্যবস্থা করা হয়েছে । তবে, টাকা ফুরিয়ে এসেছে । ইতিমধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে হরিদ্বারের নগরোন্নয়ন মন্ত্রী মদন কৌশিকের অভিযোগ, হরিদ্বারে আটকে পড়া পর্যটকদের ফেরানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর মেলেনি । তিনি জানান, এই পর্যটকদের উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে যাবতীয় সুবিধা দেওয়া হলেও তাঁরা এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে চান । এনিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় । কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি । তাই পরবর্তী পদক্ষেপ করতে পারছে না উত্তরাখণ্ড সরকার ।

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য সম্প্রতি কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার । কিন্তু তীর্থযাত্রী, পর্যটক বা অন্যান্যদের জন্য সেভাবে কোনও ট্রেনের ব্যবস্থা করা হয়নি । ফলে প্রায় দেড় মাস ধরে আটকে রয়েছেন তাঁরা । এদের মধ্য়ে কয়েকজনকে উত্তরাখণ্ড সরকারের তরফে পাস দেওয়া হয়েছে । কয়েকজনকে প্রাইভেট গাড়ি করে ফেরার অনুমতি দেওয়া হয়েছে । কিন্তু এখনও পর্যন্ত অনেক যাত্রী রয়েছেন, যাঁদের টাকা-পয়সা ফুরিয়ে এসেছে । তাঁরা ট্রেন চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে তাঁদের আবেদন, এবার তাঁদের ফেরানোর ব্যাপারে বাংলার সরকার নিজের অবস্থান স্পষ্ট করুক । অন্য রাজ্যের লোকজন বাড়ি ফিরে যাচ্ছেন । কিন্তু তাঁরা এখনও আটকে রয়েছেন । এবার যেন মুখ্যমন্ত্রী তাঁদের দিকে তাকান । তাঁদের ফেরানোর ব্যবস্থা করেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.