ETV Bharat / bharat

সংবিধানের যে সংশোধনীগুলি জনজীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে

আমাদের সংবিধানে এখনও পর্যন্ত 103টি সংশোধনী হয়েছে । এই সংশোধনীগুলির লক্ষ্য, সমাজ যাতে সংবিধানের মূল ধারাকে অক্ষুণ্ণ রেখে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন সমস্যার মোকাবিলা করতে পারে ।

Constitutional Amendments
সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী
author img

By

Published : Nov 26, 2019, 7:18 PM IST

আমাদের সংবিধানে এখনও পর্যন্ত 103টি সংশোধনী হয়েছে । এই সংশোধনীগুলির লক্ষ্য, সমাজ যাতে সংবিধানের মূল ধারাকে অক্ষুণ্ণ রেখে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন সমস্যার মোকাবিলা করতে পারে ।

গুরুত্বপূর্ণ সংশোধনীগুলি নিচে দেওয়া হল :

প্রথম সংশোধনী (1951)

বিচার ব্যবস্থার হস্তক্ষেপ থেকে জমি সংস্কার ও অন্য আইনগুলিকে সুরক্ষা কবচ প্রদান ।

নাগরিকের অন্যতম মৌলিক অধিকার 'মত প্রকাশের স্বাধীনতা'-কে তিনটি শর্তসাপেক্ষ সীমাবদ্ধতা দ্বারা নতুন করে সংজ্ঞায়িত করা ।

সপ্তম সংশোধনী (1956)

ভাষার ভিত্তিতে দেশকে 14টি রাজ্য ও 6টি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করা হয় । বুনিয়াদি শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষায় শিক্ষাদানের জন্য 350-এ ধারা সংবিধানে যুক্ত করা হয় ।

24 তম সংশোধনী (1971)

সংবিধানের যে কোনও অংশ সংশোধনের ক্ষমতা রয়েছে লোকসভার হাতে । সংবিধানের কোনও সংশোধনীতে যদি সংসদের দুই কক্ষই সম্মতি দেয়, তবে রাষ্ট্রপতিকে অনিবার্যভাবে তা অনুমোদন করতে হবে ।

42 তম সংশোধনী (1976)

সংবিধানের প্রস্তাবনায় 'সোশালিস্ট, সেকুলার ও ইন্টেগ্রিটি' শব্দ তিনটি যুক্ত করা হয় ।

নাগরিক কর্তব্যর তালিকা তৈরি করা হয় ।

রিট পিটিশন ও বিচার ব্যবস্থার পর্যবেক্ষণের ক্ষেত্রে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সীমা নিয়ন্ত্রণ ।

ন্যাশনাল লিগাল সার্ভিস ফার্ম প্রতিষ্ঠা ।

44 তম সংশোধনী (1978)

জরুরি অবস্থা জারির ক্ষেত্রে 'সশস্ত্র বিদ্রোহ' শব্দটির পরিবর্তে 'অভ্যন্তরীণ গোলযোগ' শব্দ দু'টি ব্যবহার করা হবে ।

রাষ্ট্রপতি নিজে দেশে জরুরি অবস্থা জারি করতে পারবেন না । কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতিকে জানালে তবেই তিনি জরুরি অবস্থা জারি করতে পারবেন ।

মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হল ।

73 ও 74 তম সংশোধনী

স্থানীয় প্রতিষ্ঠানগুলিকে স্বায়ত্ত শাসনের অধিকার প্রদান ।

গ্রাম পঞ্চায়েত ও পৌর সংস্থাগুলিকে সাংবিধানিক মর্যাদা প্রদান ।

'মিউনিসিপ্যালিটি'-তে নতুন অংশ যুক্ত করা হল ।

সমস্ত স্থানীয় সংস্থাগুলিতে সরাসরি নির্বাচনের অধিকার ।

86 তম সংশোধনী

6 থেকে 14 বছরের শিশুদের জন্য শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্গত ।

শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক ।

101 তম সংশোধনী (2016)

269-এ ও 279-এ ধারায় GST (গুডস সার্ভিসেস ট্যাক্স) চালু ।

102 তম সংশোধনী (2018)

পশ্চাদপদ শ্রেণির জন্য গঠিত হল জাতীয় কমিশন এবং তাকে সাংবিধানিক মর্যাদা প্রদান ।

103 তম সংশোধনী (2019)

শিক্ষা ও চাকরিতে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির জন্য 10 শতাংশ সংরক্ষণ ।

ভোটদানের বয়সসীমা কমিয়ে 18 বছর

1988 সালে রাজীব গান্ধি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন 61 তম সংশোধনীতে ভোটদানের ন্যূনতম বয়স কমিয়ে 18 বছর করা হয় । এই বয়সসীমা আগে ছিল 21 বছর । এই সংশোধনীর ফলে দেশের নবীন প্রজন্ম ব্যালটে তাদের মতামত জানিয়ে নেতা নির্বাচনের সুযোগ পেল ।

আমাদের সংবিধানে এখনও পর্যন্ত 103টি সংশোধনী হয়েছে । এই সংশোধনীগুলির লক্ষ্য, সমাজ যাতে সংবিধানের মূল ধারাকে অক্ষুণ্ণ রেখে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন সমস্যার মোকাবিলা করতে পারে ।

গুরুত্বপূর্ণ সংশোধনীগুলি নিচে দেওয়া হল :

প্রথম সংশোধনী (1951)

বিচার ব্যবস্থার হস্তক্ষেপ থেকে জমি সংস্কার ও অন্য আইনগুলিকে সুরক্ষা কবচ প্রদান ।

নাগরিকের অন্যতম মৌলিক অধিকার 'মত প্রকাশের স্বাধীনতা'-কে তিনটি শর্তসাপেক্ষ সীমাবদ্ধতা দ্বারা নতুন করে সংজ্ঞায়িত করা ।

সপ্তম সংশোধনী (1956)

ভাষার ভিত্তিতে দেশকে 14টি রাজ্য ও 6টি কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করা হয় । বুনিয়াদি শিক্ষা ব্যবস্থায় মাতৃভাষায় শিক্ষাদানের জন্য 350-এ ধারা সংবিধানে যুক্ত করা হয় ।

24 তম সংশোধনী (1971)

সংবিধানের যে কোনও অংশ সংশোধনের ক্ষমতা রয়েছে লোকসভার হাতে । সংবিধানের কোনও সংশোধনীতে যদি সংসদের দুই কক্ষই সম্মতি দেয়, তবে রাষ্ট্রপতিকে অনিবার্যভাবে তা অনুমোদন করতে হবে ।

42 তম সংশোধনী (1976)

সংবিধানের প্রস্তাবনায় 'সোশালিস্ট, সেকুলার ও ইন্টেগ্রিটি' শব্দ তিনটি যুক্ত করা হয় ।

নাগরিক কর্তব্যর তালিকা তৈরি করা হয় ।

রিট পিটিশন ও বিচার ব্যবস্থার পর্যবেক্ষণের ক্ষেত্রে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের সীমা নিয়ন্ত্রণ ।

ন্যাশনাল লিগাল সার্ভিস ফার্ম প্রতিষ্ঠা ।

44 তম সংশোধনী (1978)

জরুরি অবস্থা জারির ক্ষেত্রে 'সশস্ত্র বিদ্রোহ' শব্দটির পরিবর্তে 'অভ্যন্তরীণ গোলযোগ' শব্দ দু'টি ব্যবহার করা হবে ।

রাষ্ট্রপতি নিজে দেশে জরুরি অবস্থা জারি করতে পারবেন না । কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতিকে জানালে তবেই তিনি জরুরি অবস্থা জারি করতে পারবেন ।

মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হল ।

73 ও 74 তম সংশোধনী

স্থানীয় প্রতিষ্ঠানগুলিকে স্বায়ত্ত শাসনের অধিকার প্রদান ।

গ্রাম পঞ্চায়েত ও পৌর সংস্থাগুলিকে সাংবিধানিক মর্যাদা প্রদান ।

'মিউনিসিপ্যালিটি'-তে নতুন অংশ যুক্ত করা হল ।

সমস্ত স্থানীয় সংস্থাগুলিতে সরাসরি নির্বাচনের অধিকার ।

86 তম সংশোধনী

6 থেকে 14 বছরের শিশুদের জন্য শিক্ষার অধিকার মৌলিক অধিকারের অন্তর্গত ।

শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক ।

101 তম সংশোধনী (2016)

269-এ ও 279-এ ধারায় GST (গুডস সার্ভিসেস ট্যাক্স) চালু ।

102 তম সংশোধনী (2018)

পশ্চাদপদ শ্রেণির জন্য গঠিত হল জাতীয় কমিশন এবং তাকে সাংবিধানিক মর্যাদা প্রদান ।

103 তম সংশোধনী (2019)

শিক্ষা ও চাকরিতে আর্থিকভাবে অনগ্রসর শ্রেণির জন্য 10 শতাংশ সংরক্ষণ ।

ভোটদানের বয়সসীমা কমিয়ে 18 বছর

1988 সালে রাজীব গান্ধি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন 61 তম সংশোধনীতে ভোটদানের ন্যূনতম বয়স কমিয়ে 18 বছর করা হয় । এই বয়সসীমা আগে ছিল 21 বছর । এই সংশোধনীর ফলে দেশের নবীন প্রজন্ম ব্যালটে তাদের মতামত জানিয়ে নেতা নির্বাচনের সুযোগ পেল ।

Mumbai, Nov 26 (ANI): In another twist in Maharashtra, Chief Minister Devendra Fadnavis announced his resignation. He announced his resignation while addressing a press conference. "After this I'll go to Raj Bhavan and tender my resignation. I wish them all the best whoever will form the govt. But that will be a very unstable govt as there is huge difference of opinions," said Fadnavis during a press conference. This development has come just a day before the floor test ordered by the Supreme Court. Recently, Ajit Pawar stunned the NCP by engineering an alliance and a midnight coup with the BJP which saw Devendra Fadnavis. The setback to the BJP as the party was confident of winning the floor test on November 27.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.