ETV Bharat / bharat

ভারতের মর্টারে নিহত পাকিস্তানের একাধিক সেনা, ধ্বংস 7টি ছাউনি - pakistan

পাকিস্তানের মর্টারের জবাবে তাদের ৭টি সেনাছাউনি গুঁড়িয়ে দেয় ভারত। পাকিস্তানের রাখচিকরি ও রাওয়ালকোটে পাক সেনাঘাঁটি লক্ষ্য করে মর্টার ছোড়ে ভারতীয় সেনাবাহিনী।

৭টি সেনাঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত
author img

By

Published : Apr 2, 2019, 5:40 PM IST

Updated : Apr 2, 2019, 7:14 PM IST

শ্রীনগর, ২ এপ্রিল : পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘনের জবাব দিল ভারত। আজ সকাল থেকে কাশ্মীরের শাহপুর সাব-সেক্টর এবং নওসেরাতে মর্টার ছোড়া শুরু করে পাকিস্তান। পাকিস্তানের মর্টারের জবাবে তাদের ৭টি সেনাছাউনি গুঁড়িয়ে দেয় ভারত। পাকিস্তানের রাখচিকরি ও রাওয়ালকোটে পাক সেনাঘাঁটি লক্ষ্য করে মর্টার ছোড়ে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের একাধিক সেনা ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের তরফে জানানো হয়েছে তাদের তিন সেনা মারা গেছে ভারতের মর্টারে।

বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। গতকাল কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ ও রাজৌরি জেলায় ভারতীয় সেনার ঘাঁটি লক্ষ্য করে মর্টার ছোড়ে পাকিস্তান। তাতে মৃত্যু হয় পাঁচ বছরের এক শিশু সহ BSF-এর এক ইন্সপেক্টরের। এছাড়া ২৪ জন জখম হয়। তার জবাব দিতেই আজ সকালে পাকিস্তানি সেনাছাউনিগুলিকে নিশানা করে পালটা মর্টার ছোড়ে ভারতীয় সেনা।

ভারতীয় সেনাছাউনিগুলির পাশাপাশি বসতি এলাকাগুলি লক্ষ্য করেও মর্টার ও গুলি চালাচ্ছিল পাক সেনা। এর জেরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় পুঞ্চ ও রাজৌরিতে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। জনসাধারণকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শ্রীনগর, ২ এপ্রিল : পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘনের জবাব দিল ভারত। আজ সকাল থেকে কাশ্মীরের শাহপুর সাব-সেক্টর এবং নওসেরাতে মর্টার ছোড়া শুরু করে পাকিস্তান। পাকিস্তানের মর্টারের জবাবে তাদের ৭টি সেনাছাউনি গুঁড়িয়ে দেয় ভারত। পাকিস্তানের রাখচিকরি ও রাওয়ালকোটে পাক সেনাঘাঁটি লক্ষ্য করে মর্টার ছোড়ে ভারতীয় সেনাবাহিনী। পাকিস্তানের একাধিক সেনা ঘটনায় নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের তরফে জানানো হয়েছে তাদের তিন সেনা মারা গেছে ভারতের মর্টারে।

বালাকোটে ভারতীয় বায়ুসেনার অভিযানের পর একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। গতকাল কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর পুঞ্চ ও রাজৌরি জেলায় ভারতীয় সেনার ঘাঁটি লক্ষ্য করে মর্টার ছোড়ে পাকিস্তান। তাতে মৃত্যু হয় পাঁচ বছরের এক শিশু সহ BSF-এর এক ইন্সপেক্টরের। এছাড়া ২৪ জন জখম হয়। তার জবাব দিতেই আজ সকালে পাকিস্তানি সেনাছাউনিগুলিকে নিশানা করে পালটা মর্টার ছোড়ে ভারতীয় সেনা।

ভারতীয় সেনাছাউনিগুলির পাশাপাশি বসতি এলাকাগুলি লক্ষ্য করেও মর্টার ও গুলি চালাচ্ছিল পাক সেনা। এর জেরে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় পুঞ্চ ও রাজৌরিতে সব স্কুল বন্ধ রাখা হয়েছে। জনসাধারণকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


Nagpur (Maharashtra), Apr 02 (ANI): Union Transport Minister Nitin Gadkari on Tuesday conducted a roadshow in Maharashtra's North Nagpur as part of his election campaign. Thousands of people turned up in North Nagpur for Gadkari's rally. As India is heading towards Lok Sabha polls, all the political leaders are traveling across the country seeking support from the voters.
Last Updated : Apr 2, 2019, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.