ETV Bharat / bharat

বিষমদ পান করে উজ্জৈনে মৃত 7

সকালে 5 যুবককে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার মানুষ । হাসপাতালে নিয়ে যাওয়া হলে 2 জনকে মৃত ঘোষণা করা হয় । বেলা যত বাড়ে আরও অনেককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 7 জন ।

Poisonous liquor , death
Poisonous liquor , death
author img

By

Published : Oct 15, 2020, 12:28 PM IST

Updated : Oct 15, 2020, 1:06 PM IST

উজ্জৈন, 15 অক্টোবর : বিষমদ পান করে মৃত 7 শ্রমিক । আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । মধ্যপ্রদেশের উজ্জৈন জেলার গোপাল মন্দির এলাকার ছাত্রি চকের ঘটনা ।

আজ সকালে 5 যুবককে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার মানুষ । পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । যুবকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । তাদের মধ্যে দু'জনকে তখনই মৃত বলে ঘোষণা করা হয় । মৃতদের নাম শংকর লাল, পিপলদা-র বাসিন্দা এবং বিজয়, ভেরুপুরার বাসিন্দা । পরে আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় । সময় যত গড়াতে থাকে মৃতের সংখ্যা বাড়তে থাকে ।

ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । পুলিশ জানিয়েছে, 2 জনের ময়নাতদন্ত হয়েছে । বাকিদের চলছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে । তবে প্রাথমিক অনুমান বিষমদ পান করার কারণেই এই ঘটনা ।

উজ্জৈন, 15 অক্টোবর : বিষমদ পান করে মৃত 7 শ্রমিক । আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । মধ্যপ্রদেশের উজ্জৈন জেলার গোপাল মন্দির এলাকার ছাত্রি চকের ঘটনা ।

আজ সকালে 5 যুবককে রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকার মানুষ । পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । যুবকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । তাদের মধ্যে দু'জনকে তখনই মৃত বলে ঘোষণা করা হয় । মৃতদের নাম শংকর লাল, পিপলদা-র বাসিন্দা এবং বিজয়, ভেরুপুরার বাসিন্দা । পরে আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় । সময় যত গড়াতে থাকে মৃতের সংখ্যা বাড়তে থাকে ।

ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । পুলিশ জানিয়েছে, 2 জনের ময়নাতদন্ত হয়েছে । বাকিদের চলছে । ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে । তবে প্রাথমিক অনুমান বিষমদ পান করার কারণেই এই ঘটনা ।

Last Updated : Oct 15, 2020, 1:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.