ETV Bharat / bharat

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা গাড়ির, মৃত এক পরিবারের 7 - maharashtra accident

নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কে গাছে ধাক্কা মারে । দুর্ঘটনায় প্রাণ হারান 7 জন ।

দুর্ঘটনা
author img

By

Published : Jul 31, 2019, 1:40 PM IST

বেঙ্গালুরু, 31 জুলাই : অত্যধিক গতি ছিল গাড়িটার ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে সেটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কে ৷

পুলিশ জানিয়েছে, মৃতরা প্রত্যেকে একই পরিবারের সদস্য ৷ মৃতদের মধ্যে রয়েছে এক নাবালিকাও ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অত্যধিক গতি থাকার জন্যই এই দুর্ঘটনা ৷ নিহতরা কর্নাটকের বাসিন্দা ৷

বেঙ্গালুরু, 31 জুলাই : অত্যধিক গতি ছিল গাড়িটার ৷ হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে সেটি ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ছ'জনের ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও একজনের ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পুনে-বেঙ্গালুরু জাতীয় সড়কে ৷

পুলিশ জানিয়েছে, মৃতরা প্রত্যেকে একই পরিবারের সদস্য ৷ মৃতদের মধ্যে রয়েছে এক নাবালিকাও ৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, অত্যধিক গতি থাকার জন্যই এই দুর্ঘটনা ৷ নিহতরা কর্নাটকের বাসিন্দা ৷


Rajouri (JandK), Jul 31 (ANI): Pakistan violated ceasefire along the Line of Control (LoC) in Jammu and Kashmir's Rajouri. The ceasefire violation was done in Nowshera Sector at around 12:30 am today. Indian Army is retaliating effectively. No injuries have been reported so far. More details are awaited.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.