ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে পথ দুর্ঘটনায় মৃত 7 - গাড়ির সঙ্গে ডাম্পার ট্রাকের সংঘর্ষ

সাতনায় গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত সাত । আহত আরও পাঁচজন ।

Road accident in MP
Road accident in MP
author img

By

Published : Nov 9, 2020, 1:37 PM IST

সাতনা, 9 নভেম্বর : মধ্যপ্রদেশের সাতনায় গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল সাতজনের । মৃতদের মধ্যে তিন মহিলা ও একটি শিশুও রয়েছে । আহত পাঁচজনকে রেওয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ।

গতরাতে একটি পারিবারিক অনুষ্ঠান সেরে ওই গাড়িটিতে ফিরছিলেন বেশ কয়েকজন । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার পিছন দিক থেকে ওই গাড়িটিতে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় সাতজনের । আহত হন আরও 5 জন । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রেওয়া মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে ।

মৃতরা প্রত্যেকেই রেওয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ।

সাতনা, 9 নভেম্বর : মধ্যপ্রদেশের সাতনায় গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল সাতজনের । মৃতদের মধ্যে তিন মহিলা ও একটি শিশুও রয়েছে । আহত পাঁচজনকে রেওয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ।

গতরাতে একটি পারিবারিক অনুষ্ঠান সেরে ওই গাড়িটিতে ফিরছিলেন বেশ কয়েকজন । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার পিছন দিক থেকে ওই গাড়িটিতে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় সাতজনের । আহত হন আরও 5 জন । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রেওয়া মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে ।

মৃতরা প্রত্যেকেই রেওয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.