সাতনা, 9 নভেম্বর : মধ্যপ্রদেশের সাতনায় গাড়ির সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল সাতজনের । মৃতদের মধ্যে তিন মহিলা ও একটি শিশুও রয়েছে । আহত পাঁচজনকে রেওয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে ।
গতরাতে একটি পারিবারিক অনুষ্ঠান সেরে ওই গাড়িটিতে ফিরছিলেন বেশ কয়েকজন । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার পিছন দিক থেকে ওই গাড়িটিতে ধাক্কা মারে । ঘটনাস্থানেই মৃত্যু হয় সাতজনের । আহত হন আরও 5 জন । আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য রেওয়া মেডিকেল কলেজে ভরতি করা হয়েছে ।
মৃতরা প্রত্যেকেই রেওয়া জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ ।