ETV Bharat / bharat

কোরোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দরিদ্র ও শ্রমিকরা : প্রধানমন্ত্রী - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

আজ মন কি বাত-এর 65 তম পর্বে দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে কোরোনা নিয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী । বলেন, "ধীরে ধীরে ছন্দে ফিরেছে দেশ । কোরোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে । "

narendra Modi
প্রধানমন্ত্রী
author img

By

Published : May 31, 2020, 11:38 AM IST

Updated : May 31, 2020, 1:51 PM IST

দিল্লি, 31 মে : অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম মৃত্যুর হার দেশে । আজ মন কি বাত-এর 65 তম পর্বে দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, "সংকটকালে উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে দেশবাসী । অন্য দেশের তুলনায় ভারতে মৃত্যুর হার অনেকটাই কম । আগের থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে ।" পাশাপাশি মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তাঁর বার্তা, "আর্থিক ক্ষেত্রে একটা বড় অংশ খুলে গেছে । ধীরে ধীরে ছন্দে ফিরেছে দেশ । তবে, আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে । কোরোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে ।"

লকডাউনের শুরু থেকেই একে একে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র সামনে এসেছে, মৃত্যুও বেড়েছে সমান তালে । এই পরিস্থিতিতে অনেকেই লকডাউনর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন । আজ এই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, "গরিব ও শ্রমিকরা সবচেয়ে আঘাত পেয়েছে । পরিযায়ীদের কষ্টের কথা ভাবতে হবে । তাঁদের পাশে আমাদের দাঁড়াতে হবে । এখনও শ্রমিক স্পেশাল ট্রেন চলছে দেশে । যা ক্ষতি হয়েছে তার জন্য দুঃখিত ।"

কোরোনা পরিস্থিতিতে যেখানে দেশের বেশিরভাগ মানুষই কোনও না কোনও সমস্যায় জর্জরিত, সেখানে মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সেবা করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী । আজ তিনি বলেন, "এই পরিস্থিতিতে নিরলস কাজ করেছেন বেশ কয়েকজন মানুষজন । সেবাই পরম ধর্ম তা মেনে চলতে হবে ।" তিনি আরও বলেন, "আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে । আত্মনির্ভর মন্ত্র ইতিমধ্যেই সাড়া ফেলেছে ।"

একদিকে যখন কোরোনার থাবায় কাঁপছে দেশ, তখন 20 তারিখ সুপার সাইক্লোন আমফানের জেরে কার্যত বিধ্বস্ত পশ্চিমবঙ্গ । ক্ষতি হয়েছে ওড়িশারও । পরিস্থিতি খতিয়ে দেখতে এই দুই রাজ্যে যান প্রধানমন্ত্রী । মন কি বাত-এ আজ এই বিষয়টি জানিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের লড়াইয়ের প্রশংসা করেন তিনি । বলেন, "আমফানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ । চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । ওড়িশাও ক্ষতিগ্রস্ত । আমি পরিস্থিতি খতিয়ে দেখতে গেছিলাম । ওখানকার মানুষ যেভাবে লড়ছেন তা প্রশংসনীয় ।" চাষিদের ক্ষতি নিয়ে তিনি বলেন, "একদিকে পূর্বভারত যখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত, সেখানে উত্তর ভারতও পঙ্গপালের জেরে ক্ষতিগ্রস্ত । সবদিক থেকে চাষিদের অবস্থা খারাপ । এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে হবে ।"

রেল পরিষেবা নিয়ে বলতে গিয়ে শেষে তিনি বলেন, "সামনের সারিতে থেকে লড়ছেন রেলকর্মীরা । কোরোনা যোদ্ধাদের কুর্নিশ । "

দিল্লি, 31 মে : অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম মৃত্যুর হার দেশে । আজ মন কি বাত-এর 65 তম পর্বে দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । বললেন, "সংকটকালে উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়েছে দেশবাসী । অন্য দেশের তুলনায় ভারতে মৃত্যুর হার অনেকটাই কম । আগের থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে ।" পাশাপাশি মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তাঁর বার্তা, "আর্থিক ক্ষেত্রে একটা বড় অংশ খুলে গেছে । ধীরে ধীরে ছন্দে ফিরেছে দেশ । তবে, আমাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে । কোরোনার বিরুদ্ধে লড়াই জারি রয়েছে ।"

লকডাউনের শুরু থেকেই একে একে পরিযায়ী শ্রমিকদের দুর্দশার চিত্র সামনে এসেছে, মৃত্যুও বেড়েছে সমান তালে । এই পরিস্থিতিতে অনেকেই লকডাউনর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন । আজ এই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, "গরিব ও শ্রমিকরা সবচেয়ে আঘাত পেয়েছে । পরিযায়ীদের কষ্টের কথা ভাবতে হবে । তাঁদের পাশে আমাদের দাঁড়াতে হবে । এখনও শ্রমিক স্পেশাল ট্রেন চলছে দেশে । যা ক্ষতি হয়েছে তার জন্য দুঃখিত ।"

কোরোনা পরিস্থিতিতে যেখানে দেশের বেশিরভাগ মানুষই কোনও না কোনও সমস্যায় জর্জরিত, সেখানে মানুষের পাশে দাঁড়াতে, মানুষের সেবা করার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী । আজ তিনি বলেন, "এই পরিস্থিতিতে নিরলস কাজ করেছেন বেশ কয়েকজন মানুষজন । সেবাই পরম ধর্ম তা মেনে চলতে হবে ।" তিনি আরও বলেন, "আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে । আত্মনির্ভর মন্ত্র ইতিমধ্যেই সাড়া ফেলেছে ।"

একদিকে যখন কোরোনার থাবায় কাঁপছে দেশ, তখন 20 তারিখ সুপার সাইক্লোন আমফানের জেরে কার্যত বিধ্বস্ত পশ্চিমবঙ্গ । ক্ষতি হয়েছে ওড়িশারও । পরিস্থিতি খতিয়ে দেখতে এই দুই রাজ্যে যান প্রধানমন্ত্রী । মন কি বাত-এ আজ এই বিষয়টি জানিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের লড়াইয়ের প্রশংসা করেন তিনি । বলেন, "আমফানে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ । চাষের ব্যাপক ক্ষতি হয়েছে । ওড়িশাও ক্ষতিগ্রস্ত । আমি পরিস্থিতি খতিয়ে দেখতে গেছিলাম । ওখানকার মানুষ যেভাবে লড়ছেন তা প্রশংসনীয় ।" চাষিদের ক্ষতি নিয়ে তিনি বলেন, "একদিকে পূর্বভারত যখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত, সেখানে উত্তর ভারতও পঙ্গপালের জেরে ক্ষতিগ্রস্ত । সবদিক থেকে চাষিদের অবস্থা খারাপ । এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে হবে ।"

রেল পরিষেবা নিয়ে বলতে গিয়ে শেষে তিনি বলেন, "সামনের সারিতে থেকে লড়ছেন রেলকর্মীরা । কোরোনা যোদ্ধাদের কুর্নিশ । "

Last Updated : May 31, 2020, 1:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.