ETV Bharat / bharat

18 বছর পর পাকিস্তানের জেল থেকে মুক্তি পেয়ে 'স্বর্গে' ফিরলেন হাসিনা

author img

By

Published : Jan 27, 2021, 8:02 AM IST

18 বছর আগে স্বামী দিলশাদ আহমেদের এক আত্মীয়র সঙ্গে দেখা করতে পাকিস্তানে যান ৷ সেখান পাসপোর্ট হারিয়ে যাওয়ায় পাকিস্তানের জেলে বন্দী করে রাখা হয় হাসিনা বেগমকে ৷

হাসিনা বেগম
হাসিনা বেগম

ঔরাঙ্গাবাদ, 27 জানুয়ারি : 18 বছর পর মুক্তি পেয়েছেন পাকিস্তানের জেল থেকে ৷ ফিরেছেন দেশে । আর দেশের মাটিতে পা দিয়েই উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা হাসিনা বেগম বলেন, "যেন স্বর্গে ফিরে এসেছি " ৷

65 বছরের হাসিনা বেগমকে গতকাল ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন পাকিস্তান প্রশাসন ৷ দেশে ফিরেই আবেগাপ্লুত হয়ে পড়েন হাসিনা ৷ ধন্যবাদ জানাবন ঔরাঙ্গাবাদ পুলিশকে ৷

সাহারানপুরের হাসিনার সঙ্গে দিলশাদ আহমেদ নামে এক ব্যক্তির নিকাহ হয়েছিল ৷ নিকাহর কিছু বছর পর পাকিস্তানে যান তিনি ৷ হাসিনা বেগম বলেন, দিলশাদ আহমেদের এক আত্মীয়র সঙ্গে দেখা করতেই তিনি সে দেশে যান ৷ সেখানে যাওয়ার পর তিনি পাসপোর্ট হারিয়ে ফেলেন ৷ অভিযোগ, এরপরই তাঁকে জোর করে পাকিস্তানের জেলে বন্দী করে রাখা হয় ৷ পরে তাঁর পরিবারের তরফে ঔরাঙ্গাবাদ পুলিশকে বিষয়টি জানানো হয় ।

আরও পড়ুন : কৃষক বিক্ষোভ : কে পেল অক্সিজেন... কে গেল ব্যাকফুটে

ঔরাঙ্গাবাদ পুলিশের তরফে পাকিস্তান সরকারের কাছে হাসিনার বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয় ৷ 18 বছরের টালবাহানার পর অবশেষে গত সপ্তাহে হাসিনাকে মুক্তির সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার ৷ 18 বছর বাদে দেশে ফিরতে পারায় ঔরাঙ্গাবাদ পুলিশকে ধন্যবাদ জানান হাসিনা ৷ বলেন, "পাকিস্তানের জেলে আমাকে জোর করে আটকে রাখা হয়েছিল ৷ নিজের দেশে ফিরে শান্তি পাচ্ছি ৷ মনে হচ্ছে স্বর্গে এসেছি আমি ৷ ঔরাঙ্গাবাদ পুলিশকে ধন্যবাদ জানাই ৷ "

ঔরাঙ্গাবাদ, 27 জানুয়ারি : 18 বছর পর মুক্তি পেয়েছেন পাকিস্তানের জেল থেকে ৷ ফিরেছেন দেশে । আর দেশের মাটিতে পা দিয়েই উত্তরপ্রদেশের সাহারানপুরের বাসিন্দা হাসিনা বেগম বলেন, "যেন স্বর্গে ফিরে এসেছি " ৷

65 বছরের হাসিনা বেগমকে গতকাল ভারতীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেন পাকিস্তান প্রশাসন ৷ দেশে ফিরেই আবেগাপ্লুত হয়ে পড়েন হাসিনা ৷ ধন্যবাদ জানাবন ঔরাঙ্গাবাদ পুলিশকে ৷

সাহারানপুরের হাসিনার সঙ্গে দিলশাদ আহমেদ নামে এক ব্যক্তির নিকাহ হয়েছিল ৷ নিকাহর কিছু বছর পর পাকিস্তানে যান তিনি ৷ হাসিনা বেগম বলেন, দিলশাদ আহমেদের এক আত্মীয়র সঙ্গে দেখা করতেই তিনি সে দেশে যান ৷ সেখানে যাওয়ার পর তিনি পাসপোর্ট হারিয়ে ফেলেন ৷ অভিযোগ, এরপরই তাঁকে জোর করে পাকিস্তানের জেলে বন্দী করে রাখা হয় ৷ পরে তাঁর পরিবারের তরফে ঔরাঙ্গাবাদ পুলিশকে বিষয়টি জানানো হয় ।

আরও পড়ুন : কৃষক বিক্ষোভ : কে পেল অক্সিজেন... কে গেল ব্যাকফুটে

ঔরাঙ্গাবাদ পুলিশের তরফে পাকিস্তান সরকারের কাছে হাসিনার বাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া হয় ৷ 18 বছরের টালবাহানার পর অবশেষে গত সপ্তাহে হাসিনাকে মুক্তির সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার ৷ 18 বছর বাদে দেশে ফিরতে পারায় ঔরাঙ্গাবাদ পুলিশকে ধন্যবাদ জানান হাসিনা ৷ বলেন, "পাকিস্তানের জেলে আমাকে জোর করে আটকে রাখা হয়েছিল ৷ নিজের দেশে ফিরে শান্তি পাচ্ছি ৷ মনে হচ্ছে স্বর্গে এসেছি আমি ৷ ঔরাঙ্গাবাদ পুলিশকে ধন্যবাদ জানাই ৷ "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.