ETV Bharat / bharat

একদিনে আক্রান্ত 63 হাজার 489, মৃত্যুর হার 2 শতাংশের কম - ভারতে কোরোনা আক্রান্ত

দেশে কোরোনা আক্রান্ত আরও 63 হাজার 489 জন । ভারতে COVID-19 সংক্রমণে মৃত্যুর হার 2 শতাংশেরও নিচে । 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 944জনের । মোট মৃতের সংখ্যা 49হাজার 980 ।

মৃত্যুর হার নামল 2 শতাংশের নিচে
covid
author img

By

Published : Aug 16, 2020, 10:43 AM IST

দিল্লি, 16 অগাস্ট : দেশে কোরোনা আক্রান্ত আরও 63 হাজার 489জন । এখনও পর্যন্ত মোট সংক্রমিত 25 লাখ 89হাজার 682 । তবে মৃত্যুর হার দুই শতাংশেরও নিচে বলে আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে ।

বিশ্বে সর্বাধিক কোরোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত । কিন্তু মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম । 23দিনে অ্যামেরিকায় মৃতের সংখ্যা 50 হাজার ছাড়িয়েছিল । ব্রাজিলে 95দিনেই । কিন্তু ভারতে 156দিন পরে মৃত্যু 50 হাজারের গণ্ডি ছোঁয় । আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে COVID-19 সংক্রমণে মৃত্যুর হার 2 শতাংশেরও নিচে । 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 944জনের । মোট মৃতের সংখ্যা 49হাজার 980 ।

তবে সুস্থের হারও কম নয় । বরং সুস্থ হয়েছেন অধিকাংশ কোরোনা আক্রান্তই । 24 ঘণ্টায় কোরোনা মুক্ত হয়েছেন 53হাজার 322জন । ফলত, 18 লাখ 62হাজার 258জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন । সক্রিয় কোরোনা আক্রান্ত 6 লাখ 77হাজার 444 ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 84 হাজার 754 । সক্রিয় আক্রান্ত 1লাখ 56হাজার 719 । শীর্ষ তালিকায় মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3লাখ 32 হাজার 105 । সক্রিয় আক্রান্ত 54হাজার 213 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 2লাখ 81 হাজার 817 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । সক্রিয় আক্রান্ত 88হাজার 138 ।

একদিনে 7লাখ 46 হাজার 608জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত 2 কোটি 93 লাখ 9 হাজার 703 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

দিল্লি, 16 অগাস্ট : দেশে কোরোনা আক্রান্ত আরও 63 হাজার 489জন । এখনও পর্যন্ত মোট সংক্রমিত 25 লাখ 89হাজার 682 । তবে মৃত্যুর হার দুই শতাংশেরও নিচে বলে আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে ।

বিশ্বে সর্বাধিক কোরোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে ভারত । কিন্তু মৃত্যুর হার অন্যান্য দেশের তুলনায় কম । 23দিনে অ্যামেরিকায় মৃতের সংখ্যা 50 হাজার ছাড়িয়েছিল । ব্রাজিলে 95দিনেই । কিন্তু ভারতে 156দিন পরে মৃত্যু 50 হাজারের গণ্ডি ছোঁয় । আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ভারতে COVID-19 সংক্রমণে মৃত্যুর হার 2 শতাংশেরও নিচে । 24 ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে 944জনের । মোট মৃতের সংখ্যা 49হাজার 980 ।

তবে সুস্থের হারও কম নয় । বরং সুস্থ হয়েছেন অধিকাংশ কোরোনা আক্রান্তই । 24 ঘণ্টায় কোরোনা মুক্ত হয়েছেন 53হাজার 322জন । ফলত, 18 লাখ 62হাজার 258জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন । সক্রিয় কোরোনা আক্রান্ত 6 লাখ 77হাজার 444 ।

সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 84 হাজার 754 । সক্রিয় আক্রান্ত 1লাখ 56হাজার 719 । শীর্ষ তালিকায় মহারাষ্ট্রের পরই রয়েছে তামিলনাড়ু । সংশ্লিষ্ট রাজ্যে মোট সংক্রমিত 3লাখ 32 হাজার 105 । সক্রিয় আক্রান্ত 54হাজার 213 । আক্রান্তের নিরিখে পিছিয়ে নেই অন্ধ্রপ্রদেশও । সেখানে এখনও পর্যন্ত 2লাখ 81 হাজার 817 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । সক্রিয় আক্রান্ত 88হাজার 138 ।

একদিনে 7লাখ 46 হাজার 608জনের নমুনা পরীক্ষা করা হয়েছে । ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের তরফে জানানো হয়েছে, গতকাল পর্যন্ত 2 কোটি 93 লাখ 9 হাজার 703 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.