ETV Bharat / bharat

নিরুত্তর পশ্চিমবঙ্গ সরকার ? 600 বাঙালি পর্যটককে ফেরাতে পারছে না উত্তরাখণ্ড

author img

By

Published : May 11, 2020, 3:15 PM IST

উত্তরাখণ্ডে আটকে পড়া পশ্চিমবঙ্গের 600 জনকে ফেরানোর চেষ্টা করছে উত্তরাখণ্ড সরকার । কিন্তু এবিষয়ে পশ্চিমবঙ্গ সরকার কোনও উত্তর দিচ্ছে না বলে অভিযোগ তুললেন উত্তরাখণ্ডের এক মন্ত্রী ।

ফাইল ফোটো
ফাইল ফোটো

দেরাদুন, 11 মে : লকডাউনে উত্তরাখণ্ডে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের 600 জন পর্যটক । তাঁদের ফেরানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ তুললেন উত্তরাখণ্ডের মন্ত্রী মদন কৌশিক । তিনি জানান, এই 600 জনকে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে যাবতীয় সুবিধা দেওয়া হলেও তাঁরা এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে চান । ফলে, এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় । কিন্তু তাদের কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি ।

লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়েছেন দেশের শ্রমিকরা । দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন পর্যটক, তীর্থযাত্রীরাও । কেউ আবার আটকে পড়েছেন চিকিৎসা করাতে গিয়ে । এই পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে নিজের রাজ্যের লোকজনকে ফেরাতে অল্প- বিস্তর চেষ্টা করছে সব সরকারই । কিন্তু এক্ষেত্রে বার বার আঙুল উঠছে পশ্চিমবঙ্গের দিকে । যেমন- মুম্বই থেকে পশ্চিমবঙ্গের জন্য সাতটি ট্রেনের ব্যবস্থা করেছে রেল । কিন্তু রাজ্যের তরফে এখনও পর্যন্ত কোনও সম্মতি দেওয়া হয়নি । এই নিয়ে গতকালই টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রেনের অনুমতি চেয়ে আবেদন করেন দেবেন্দ্র ফড়নবিশ । এবার কিছুটা একই অভিযোগ করেন উত্তরাখণ্ডের মন্ত্রী মদন কৌশিক । গতকাল একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "উত্তরাখণ্ডে আটকে পড়া বাংলার মানুষদের ফেরাতে রাজ্য সরকারের তরফে অনেক চেষ্টা করা হচ্ছে । তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে । কিন্তু সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি । এদিকে এই 600 জন মানুষের মানসিক চাপ বাড়ছে ।"

এই সংক্রান্ত আরও খবর : মুম্বই থেকে সাতটি ট্রেন ছাড়ার অনুমতি দিন, মমতাকে আবেদন ফড়নবিশের

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য সম্প্রতি কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার । তাতে ভিনরাজ্যের শ্রমিকরা বাড়ি ফেরেন । কিন্তু তীর্থযাত্রী, পর্যটক বা অন্যান্যদের জন্য সেভাবে কোনও ট্রেনের ব্যবস্থা করা হয়নি । যার ফলে প্রায় দেড় মাস ধরে কেউ হোটেলে তো কেউ মন্দিরে আটকে রয়েছেন । বুধবার ঘরে ফেরার দাবিতে উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গার ঘাটে বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গের শতাধিক পর্যটক । এরপর রোজই তাঁরা ফেরার চেষ্টায় প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন । কিন্তু পশ্চিমবঙ্গের তরফে কোনও সাড়া না মেলায় পরবর্তী পদক্ষেপ করতে পারছে না উত্তরাখণ্ড সরকার, এমনই অভিযোগ উঠছে ।

দেরাদুন, 11 মে : লকডাউনে উত্তরাখণ্ডে আটকে পড়েছেন পশ্চিমবঙ্গের 600 জন পর্যটক । তাঁদের ফেরানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর মেলেনি বলে অভিযোগ তুললেন উত্তরাখণ্ডের মন্ত্রী মদন কৌশিক । তিনি জানান, এই 600 জনকে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে যাবতীয় সুবিধা দেওয়া হলেও তাঁরা এই পরিস্থিতিতে বাড়ি ফিরতে চান । ফলে, এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে যোগাযোগ করা হয় । কিন্তু তাদের কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি ।

লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়েছেন দেশের শ্রমিকরা । দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছেন পর্যটক, তীর্থযাত্রীরাও । কেউ আবার আটকে পড়েছেন চিকিৎসা করাতে গিয়ে । এই পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে নিজের রাজ্যের লোকজনকে ফেরাতে অল্প- বিস্তর চেষ্টা করছে সব সরকারই । কিন্তু এক্ষেত্রে বার বার আঙুল উঠছে পশ্চিমবঙ্গের দিকে । যেমন- মুম্বই থেকে পশ্চিমবঙ্গের জন্য সাতটি ট্রেনের ব্যবস্থা করেছে রেল । কিন্তু রাজ্যের তরফে এখনও পর্যন্ত কোনও সম্মতি দেওয়া হয়নি । এই নিয়ে গতকালই টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রেনের অনুমতি চেয়ে আবেদন করেন দেবেন্দ্র ফড়নবিশ । এবার কিছুটা একই অভিযোগ করেন উত্তরাখণ্ডের মন্ত্রী মদন কৌশিক । গতকাল একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "উত্তরাখণ্ডে আটকে পড়া বাংলার মানুষদের ফেরাতে রাজ্য সরকারের তরফে অনেক চেষ্টা করা হচ্ছে । তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে । কিন্তু সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি । এদিকে এই 600 জন মানুষের মানসিক চাপ বাড়ছে ।"

এই সংক্রান্ত আরও খবর : মুম্বই থেকে সাতটি ট্রেন ছাড়ার অনুমতি দিন, মমতাকে আবেদন ফড়নবিশের

ভিনরাজ্যে আটকে পড়া শ্রমিকদের জন্য সম্প্রতি কিছু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিল কেন্দ্রীয় সরকার । তাতে ভিনরাজ্যের শ্রমিকরা বাড়ি ফেরেন । কিন্তু তীর্থযাত্রী, পর্যটক বা অন্যান্যদের জন্য সেভাবে কোনও ট্রেনের ব্যবস্থা করা হয়নি । যার ফলে প্রায় দেড় মাস ধরে কেউ হোটেলে তো কেউ মন্দিরে আটকে রয়েছেন । বুধবার ঘরে ফেরার দাবিতে উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গার ঘাটে বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গের শতাধিক পর্যটক । এরপর রোজই তাঁরা ফেরার চেষ্টায় প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন । কিন্তু পশ্চিমবঙ্গের তরফে কোনও সাড়া না মেলায় পরবর্তী পদক্ষেপ করতে পারছে না উত্তরাখণ্ড সরকার, এমনই অভিযোগ উঠছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.