ETV Bharat / bharat

বেঙ্গালুরুর হাসপাতালে আত্মহত্যা কোরোনা আক্রান্ত বৃদ্ধার - কে সি জেনারেল হাসপাতাল

বেঙ্গালুরুর কে সি জেনেরাল হাসপাতালের শৌচাগারে আত্মহত্যা করলেন এক বৃদ্ধা । তিনি সম্প্রতি কোরোনা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ।

60 year old COVID-19 patient commits suicide in Bengaluru hospital
60 year old COVID-19 patient commits suicide in Bengaluru hospital
author img

By

Published : Jun 26, 2020, 5:38 PM IST

বেঙ্গালুরু, 26জুন : বেঙ্গালুরুর হাসপাতালে আত্মহত্যা করলেন কোরোনা আক্রান্ত বৃদ্ধা । গতরাতে বেঙ্গালুরুর কে সি জেনেরাল হাসপাতালের শৌচালয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই বৃদ্ধা । তাঁর বয়স হয়েছিল 60 বছর ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 18 জুন ওই বৃদ্ধা, তাঁর পুত্রবধূ ও নাতি কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন। সেখানেই গতরাতে তিনি আত্মহত্যা করেন । তবে, আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।

বেঙ্গালুরু পুলিশের তরফ থেকে জানানো হয়, "গতরাত দুটো নাগাদ 60 বছর বয়সী ওই বৃদ্ধা শৌচালয় যান। বহুক্ষণ কেটে যাওয়ার পরও তিনি শৌচালয় থেকে না ফেরায় পুত্রবধূ তার খোঁজে শৌচালয় যান । সেখানে গিয়ে ওই বৃদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। "

পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বেঙ্গালুরু, 26জুন : বেঙ্গালুরুর হাসপাতালে আত্মহত্যা করলেন কোরোনা আক্রান্ত বৃদ্ধা । গতরাতে বেঙ্গালুরুর কে সি জেনেরাল হাসপাতালের শৌচালয় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ওই বৃদ্ধা । তাঁর বয়স হয়েছিল 60 বছর ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, 18 জুন ওই বৃদ্ধা, তাঁর পুত্রবধূ ও নাতি কোরোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন। সেখানেই গতরাতে তিনি আত্মহত্যা করেন । তবে, আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।

বেঙ্গালুরু পুলিশের তরফ থেকে জানানো হয়, "গতরাত দুটো নাগাদ 60 বছর বয়সী ওই বৃদ্ধা শৌচালয় যান। বহুক্ষণ কেটে যাওয়ার পরও তিনি শৌচালয় থেকে না ফেরায় পুত্রবধূ তার খোঁজে শৌচালয় যান । সেখানে গিয়ে ওই বৃদ্ধাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। "

পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.