ETV Bharat / bharat

কোকরাঝাড়ে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 6 - অসমে বাস- ট্রাক সংঘর্ষে মৃত 6

দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ছ'জনের । আহত 20 জন ।

Acci
Acci
author img

By

Published : Dec 28, 2020, 2:28 PM IST

গুয়াহাটি, 28 ডিসেম্বর : বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ছ'জনের । অসমের কোকরাঝাড়ে 17 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে । আহত হয়েছে 20 জন ।

বাসটি সপতগ্রম থেকে ধুবড়ির দিকে যাচ্ছিল । বোগরিবাড়ি থানার অন্তর্গত ছাতাগুড়ির কাছে গুয়াহাটি থেকে আসা ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে । যাতে মৃত্যু হয় ছ'জনের । তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি । আহতদের বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ।

গুয়াহাটি, 28 ডিসেম্বর : বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ছ'জনের । অসমের কোকরাঝাড়ে 17 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটেছে । আহত হয়েছে 20 জন ।

বাসটি সপতগ্রম থেকে ধুবড়ির দিকে যাচ্ছিল । বোগরিবাড়ি থানার অন্তর্গত ছাতাগুড়ির কাছে গুয়াহাটি থেকে আসা ট্রাকের মুখোমুখি ধাক্কা লাগে । যাতে মৃত্যু হয় ছ'জনের । তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি । আহতদের বিভিন্ন হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.