ETV Bharat / bharat

রাজ্যের শিশুস্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্রের সমীক্ষা - জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা

পশ্চিমবঙ্গের জন্য 21 জুন, 2019 থেকে 8 নভেম্বর, 2019 পর্যন্ত এই সমীক্ষা পরিচালনা করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ (আইআইএইচএমআর) । 1 হাজার 187টি পরিবার, 21 হাজার 408 জন মহিলা এবং 3 হাজার 21 জন পুরুষের উপর সমীক্ষা চালানো হয় ।

5th National Family Health Survey
5th National Family Health Survey
author img

By

Published : Dec 23, 2020, 7:52 PM IST

কলকাতা, 23 ডিসেম্বর : জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (এনএফএইচএস-5)-র প্রকাশিত রিপোর্টের প্রথম দফায় রয়েছে পশ্চিমবঙ্গের নাম । শনিবারই এই ফ্যাক্ট শিটটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । 2019-20 সালের নিরিখে করা এই সমীক্ষার রিপোর্টে বিভিন্ন মূল সূচক এবং প্রবণতার ভিত্তিতে পশ্চিমবঙ্গের তথ্যও প্রকাশিত হয়েছে । প্রকাশিত সমীক্ষায় দেখা গিয়েছে, বিগত চার বছরে বাংলায় শিশুদের সুস্বাস্থ্য হার নিম্নমুখী । বিশেষ করে গ্রামাঞ্চলে ছবিটা আশঙ্কার বলেও দেখানো হয়েছে । অপুষ্টি এবং রক্তাল্পতার মতো রোগে অনেক ক্ষেত্রেই শিশুরা আক্রান্ত হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর প্রকাশিত সমীক্ষা-রিপোর্টে দাবি করা হয়েছে । যদিও এই দাবি, রাজ্য প্রশাসনের তরফে অস্বীকার করা হয়েছে । তাদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলেই নবান্নের দাবি ।

পশ্চিমবঙ্গের জন্য 21 জুন, 2019 থেকে 8 নভেম্বর, 2019 পর্যন্ত এই সমীক্ষা পরিচালনা করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ (আইআইএইচএমআর) । 1 হাজার 187টি পরিবার, 21 হাজার 408 জন মহিলা এবং 3 হাজার 21 জন পুরুষের মধ্যে সমীক্ষা চালানো হয় ।

কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ (সিএপিআই) ব্যবহার করে চারটি মূল সূচক - পরিবার, মহিলা, পুরুষ এবং বায়ো-মার্কার - সম্পর্কে স্থানীয় ভাষায় তথ্য সংগ্রহ করা হয়েছিল । পাশাপাশি পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য বীমা কভারেজ, জমির মালিকানা, বিগত তিন বছরে পরিবারে মৃত্যুর সংখ্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান এবং রাজ্যের ফলাফল প্রকাশিত হয়েছে । এছাড়াও ল্যাবরেটরিতে এইচবিএ1সি, ম্যালেরিয়া প্যারাসাইটস ও ভিটামিন ডি3 পরীক্ষার জন্য সমীক্ষা চলাকালীন মহিলা এবং পুরুষদের রক্তের নমুনাও সংগ্রহ করা হয় ।

জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 2019-20 (এনএফএইচএস-5), এনএফএইচএস সিরিজ়ের পঞ্চম সমীক্ষা জনসংখ্যা, স্বাস্থ্য এবং দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুষ্টি সম্পর্কিত তথ্য সরবরাহ করে । এনএফএইচএস-4 এর মতো, এনএফএইচএস-5-ও অনেক গুরুত্বপূর্ণ সূচকের জন্য জেলাস্তরের তথ্য প্রকাশ করেছে ।

5th National Family Health Survey
প্রকাশিত পশ্চিমবঙ্গের রিপোর্ট

আরও পড়ুন : কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে সতর্ক ভারত, ভয়ের কিছু নেই : হর্ষ বর্ধন

এই সমীক্ষার প্রথম পর্যায়ে 17টি রাজ্য এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চল (অসম, বিহার, মণিপুর, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গুজরাত, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ , মিজ়োরাম, কেরালা, লাক্ষাদ্বীপ, দাদরা ও নগর হাভেলি এবং দমন-দিউ)-র ফলাফল প্রকাশিত হয়েছে । বাকি 12টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের ফলাফল দ্বিতীয় পর্যায়ে প্রকাশিত হবে । তবে কোরানা সংক্রমণের জেরে সমীক্ষার দ্বিতীয় পর্যায়ের কাজ স্থগিত করা হয়েছিল যা নভেম্বর থেকে ফের শুরু হয়েছে এবং 2021 সালের মধ্যেই সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে ।

কলকাতা, 23 ডিসেম্বর : জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা (এনএফএইচএস-5)-র প্রকাশিত রিপোর্টের প্রথম দফায় রয়েছে পশ্চিমবঙ্গের নাম । শনিবারই এই ফ্যাক্ট শিটটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন । 2019-20 সালের নিরিখে করা এই সমীক্ষার রিপোর্টে বিভিন্ন মূল সূচক এবং প্রবণতার ভিত্তিতে পশ্চিমবঙ্গের তথ্যও প্রকাশিত হয়েছে । প্রকাশিত সমীক্ষায় দেখা গিয়েছে, বিগত চার বছরে বাংলায় শিশুদের সুস্বাস্থ্য হার নিম্নমুখী । বিশেষ করে গ্রামাঞ্চলে ছবিটা আশঙ্কার বলেও দেখানো হয়েছে । অপুষ্টি এবং রক্তাল্পতার মতো রোগে অনেক ক্ষেত্রেই শিশুরা আক্রান্ত হচ্ছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর প্রকাশিত সমীক্ষা-রিপোর্টে দাবি করা হয়েছে । যদিও এই দাবি, রাজ্য প্রশাসনের তরফে অস্বীকার করা হয়েছে । তাদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই এই রিপোর্ট তৈরি করা হয়েছে বলেই নবান্নের দাবি ।

পশ্চিমবঙ্গের জন্য 21 জুন, 2019 থেকে 8 নভেম্বর, 2019 পর্যন্ত এই সমীক্ষা পরিচালনা করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ (আইআইএইচএমআর) । 1 হাজার 187টি পরিবার, 21 হাজার 408 জন মহিলা এবং 3 হাজার 21 জন পুরুষের মধ্যে সমীক্ষা চালানো হয় ।

কম্পিউটার অ্যাসিস্টেড পার্সোনাল ইন্টারভিউ (সিএপিআই) ব্যবহার করে চারটি মূল সূচক - পরিবার, মহিলা, পুরুষ এবং বায়ো-মার্কার - সম্পর্কে স্থানীয় ভাষায় তথ্য সংগ্রহ করা হয়েছিল । পাশাপাশি পরিবারের আর্থ-সামাজিক অবস্থা, জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য বীমা কভারেজ, জমির মালিকানা, বিগত তিন বছরে পরিবারে মৃত্যুর সংখ্যা ইত্যাদি বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান এবং রাজ্যের ফলাফল প্রকাশিত হয়েছে । এছাড়াও ল্যাবরেটরিতে এইচবিএ1সি, ম্যালেরিয়া প্যারাসাইটস ও ভিটামিন ডি3 পরীক্ষার জন্য সমীক্ষা চলাকালীন মহিলা এবং পুরুষদের রক্তের নমুনাও সংগ্রহ করা হয় ।

জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 2019-20 (এনএফএইচএস-5), এনএফএইচএস সিরিজ়ের পঞ্চম সমীক্ষা জনসংখ্যা, স্বাস্থ্য এবং দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুষ্টি সম্পর্কিত তথ্য সরবরাহ করে । এনএফএইচএস-4 এর মতো, এনএফএইচএস-5-ও অনেক গুরুত্বপূর্ণ সূচকের জন্য জেলাস্তরের তথ্য প্রকাশ করেছে ।

5th National Family Health Survey
প্রকাশিত পশ্চিমবঙ্গের রিপোর্ট

আরও পড়ুন : কোরোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে সতর্ক ভারত, ভয়ের কিছু নেই : হর্ষ বর্ধন

এই সমীক্ষার প্রথম পর্যায়ে 17টি রাজ্য এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চল (অসম, বিহার, মণিপুর, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, গুজরাত, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, কর্নাটক, গোয়া, মহারাষ্ট্র, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ , মিজ়োরাম, কেরালা, লাক্ষাদ্বীপ, দাদরা ও নগর হাভেলি এবং দমন-দিউ)-র ফলাফল প্রকাশিত হয়েছে । বাকি 12টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের ফলাফল দ্বিতীয় পর্যায়ে প্রকাশিত হবে । তবে কোরানা সংক্রমণের জেরে সমীক্ষার দ্বিতীয় পর্যায়ের কাজ স্থগিত করা হয়েছিল যা নভেম্বর থেকে ফের শুরু হয়েছে এবং 2021 সালের মধ্যেই সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.