ETV Bharat / bharat

বিশেষ বিমানে কুয়েত থেকে ফিরলেন 580 জন ভারতীয় - হরদীপ সিং পুরি

কুয়েত এয়ারওয়েজ়-এর দু'টি বিশেষ বিমানে করে দেশে ফেরানো হল 580 জন ভারতীয়কে ।

বন্দে ভারত
বিমান
author img

By

Published : Jun 13, 2020, 4:26 PM IST

দিল্লি, 13 জুন : কুয়েতে আটকে থাকা প্রায় 600 ভারতীয়কে আজ দেশে ফেরাল কেন্দ্র । বন্দে ভারত মিশনের আওতায় বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে । আজ কুয়েতের দু'টি বিশেষ বিমানে সেদেশে আটকে পড়া 580 জন ভারতীয়কে দেশে ফেরানো হয় ।

ওই দুই বিশেষ বিমানে আজ যাঁদের ফেরানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের নেল্লোরসহ বিভিন্ন এলাকার মানুষ । বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন ও কাস্টমস্ এর বিষয়গুলি খতিয়ে দেখা হয় ও তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করা হয় । এরপরই অন্ধ্রপ্রদেশ সরকারের বিশেষ বাসে তাঁদের সংশ্লিষ্ট জেলায় ফেরানার ব্যবস্থা করা হয় ।

কুয়েত এয়ারওয়েজ়-এর দু'টি বিশেষ বিমানে করে তাঁদের দেশে ফেরানো হয় । অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী রাজ্যগুলির বাসিন্দা ছিলেন এই দুই বিমানে । বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানানো হয়েছে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কাজ করা হয়েছে এবং সকলকে হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে ।

কিছুদিন আগেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে আরও 58টি বিমান চালাবে কেন্দ্র । 30 জুন পর্যন্ত ‘বন্দে ভারত মিশন’-এর অধীনে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হবে দেশে ।

এর আগে দুই দফায় বন্দে ভারত মিশনে’র অধীনে বিদেশ থেকে প্রায় 70 হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে । 11 জুন থেকে তৃতীয় দফায় ফের বিদেশে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে । যা চলবে 30 জুন পর্যন্ত ।

এদিকে আজ কর্নাটকে আটকে পড়া মঙ্গোলিয়ার 241 জন বৌদ্ধ সন্ন্যাসীকে সেদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানে তাঁদের মঙ্গোলিয়ায় ফেরত পাঠানো হয়েছে । বিমানবন্দরের তরফে সংবাদসংস্থা PTI-কে জানানো হয়েছে, এই বৌদ্ধ সন্ন্যাসীরা লকডাউনের কারণে কর্নাটকের হুবলিতে আটকে পড়েছিলেন ।

দিল্লি, 13 জুন : কুয়েতে আটকে থাকা প্রায় 600 ভারতীয়কে আজ দেশে ফেরাল কেন্দ্র । বন্দে ভারত মিশনের আওতায় বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে । আজ কুয়েতের দু'টি বিশেষ বিমানে সেদেশে আটকে পড়া 580 জন ভারতীয়কে দেশে ফেরানো হয় ।

ওই দুই বিশেষ বিমানে আজ যাঁদের ফেরানো হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন অন্ধ্রপ্রদেশের নেল্লোরসহ বিভিন্ন এলাকার মানুষ । বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশন ও কাস্টমস্ এর বিষয়গুলি খতিয়ে দেখা হয় ও তাঁদের স্বাস্থ্যপরীক্ষা করা হয় । এরপরই অন্ধ্রপ্রদেশ সরকারের বিশেষ বাসে তাঁদের সংশ্লিষ্ট জেলায় ফেরানার ব্যবস্থা করা হয় ।

কুয়েত এয়ারওয়েজ়-এর দু'টি বিশেষ বিমানে করে তাঁদের দেশে ফেরানো হয় । অন্ধ্রপ্রদেশ ও পার্শ্ববর্তী রাজ্যগুলির বাসিন্দা ছিলেন এই দুই বিমানে । বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে সর্বভারতীয় এক সংবাদসংস্থাকে জানানো হয়েছে, সমস্ত স্বাস্থ্যবিধি মেনে কাজ করা হয়েছে এবং সকলকে হোম কোয়ারানটিনে থাকতে বলা হয়েছে ।

কিছুদিন আগেই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে আরও 58টি বিমান চালাবে কেন্দ্র । 30 জুন পর্যন্ত ‘বন্দে ভারত মিশন’-এর অধীনে বিভিন্ন দেশে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনা হবে দেশে ।

এর আগে দুই দফায় বন্দে ভারত মিশনে’র অধীনে বিদেশ থেকে প্রায় 70 হাজার ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে । 11 জুন থেকে তৃতীয় দফায় ফের বিদেশে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে । যা চলবে 30 জুন পর্যন্ত ।

এদিকে আজ কর্নাটকে আটকে পড়া মঙ্গোলিয়ার 241 জন বৌদ্ধ সন্ন্যাসীকে সেদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে । গোয়ার ডাবোলিম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বিমানে তাঁদের মঙ্গোলিয়ায় ফেরত পাঠানো হয়েছে । বিমানবন্দরের তরফে সংবাদসংস্থা PTI-কে জানানো হয়েছে, এই বৌদ্ধ সন্ন্যাসীরা লকডাউনের কারণে কর্নাটকের হুবলিতে আটকে পড়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.