ETV Bharat / bharat

নীরব মোদির ৫৫টি পেইন্টিং নিলামে তুলল আয়কর দপ্তর - auction

গতকাল মুম্বইয়ে নীরব মোদির শিল্প সংগ্রহ থেকে ৬৮টি পেইন্টিং নিলামে তুলল আয়কর দফতর। যার মধ্যে ৫৫টি বিক্রি হয়েছে। বিক্রি বাবদ পাওয়া গেছে মোট ৫৪.৮৪ কোটি টাকা।

নীরব মোদি
author img

By

Published : Mar 27, 2019, 3:12 AM IST

মুম্বই, ২৭ মার্চ : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,০০০ কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত নীরব মোদি এখন লন্ডনের জেলে। চেষ্টা চলছে তাকে দেশে ফেরানোর। আর তারই মাঝে গতকাল মুম্বইয়ে তার শিল্প সংগ্রহ থেকে ৬৮টি পেইন্টিং নিলামে তুলল আয়কর দফতর। যার মধ্যে ৫৫টি বিক্রি হয়েছে। বিক্রি বাবদ পাওয়া গেছে মোট ৫৪.৮৪ কোটি টাকা।

ravi verma
চিত্রকর রাজা রবি বর্মার একটি তৈলচিত্র

নিলামে ওঠা পেইন্টিংগুলোর মধ্যে অন্যতম ছিল ১৯ শতকের প্রখ্যাত চিত্রকর রাজা রবি বর্মার একটি তৈলচিত্র। সেই পেইন্টিংটিতে দেখা যাচ্ছে ত্রাভাঙ্কোরের মহারাজা ও তাঁর ভাইরা বাকিংহামের তৃতীয় ডিউক রিচার্ড গ্রেনভিলকে স্বাগত জানাচ্ছেন। পেইন্টিংটি নিলামে প্রায় ১৪ কোটি টাকায় বিক্রি হয়েছে।

এছাড়াও, ভি এস গাইতোন্ডের একটি নামহীন তৈলচিত্র বিক্রি হয়েছে ২২ কোটি টাকায়। নিলামে এই ছবিটি সব থেকে বেশি দামে কেনা হয়। তাছাড়া শিল্পী যোগেন চৌধুরির একটি পেইন্টিং বিক্রি হয়েছে গতকালের নিলামে। নীরব মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করার সময়ই এই পেইন্টিংগুলি উদ্ধার করেছিল আয়কর আধিকারিকরা।

মুম্বই, ২৭ মার্চ : পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,০০০ কোটি টাকা প্রতারণায় অভিযুক্ত নীরব মোদি এখন লন্ডনের জেলে। চেষ্টা চলছে তাকে দেশে ফেরানোর। আর তারই মাঝে গতকাল মুম্বইয়ে তার শিল্প সংগ্রহ থেকে ৬৮টি পেইন্টিং নিলামে তুলল আয়কর দফতর। যার মধ্যে ৫৫টি বিক্রি হয়েছে। বিক্রি বাবদ পাওয়া গেছে মোট ৫৪.৮৪ কোটি টাকা।

ravi verma
চিত্রকর রাজা রবি বর্মার একটি তৈলচিত্র

নিলামে ওঠা পেইন্টিংগুলোর মধ্যে অন্যতম ছিল ১৯ শতকের প্রখ্যাত চিত্রকর রাজা রবি বর্মার একটি তৈলচিত্র। সেই পেইন্টিংটিতে দেখা যাচ্ছে ত্রাভাঙ্কোরের মহারাজা ও তাঁর ভাইরা বাকিংহামের তৃতীয় ডিউক রিচার্ড গ্রেনভিলকে স্বাগত জানাচ্ছেন। পেইন্টিংটি নিলামে প্রায় ১৪ কোটি টাকায় বিক্রি হয়েছে।

এছাড়াও, ভি এস গাইতোন্ডের একটি নামহীন তৈলচিত্র বিক্রি হয়েছে ২২ কোটি টাকায়। নিলামে এই ছবিটি সব থেকে বেশি দামে কেনা হয়। তাছাড়া শিল্পী যোগেন চৌধুরির একটি পেইন্টিং বিক্রি হয়েছে গতকালের নিলামে। নীরব মোদির সম্পত্তি বাজেয়াপ্ত করার সময়ই এই পেইন্টিংগুলি উদ্ধার করেছিল আয়কর আধিকারিকরা।

Intro:মেলেনি চাকরি। তাই নিজেদের বাড়িতে নিজেরাই পোস্টার দিয়ে ভোট বয়কটের ডাক দিল।১৫০ টি পরিবারের প্রায় ৪০০ জন এবারের নির্বাচনে অংশ নেবেন না বলে দাবী দুই চাকুরীপ্রার্থীর।

দুর্গাপুরে সর্বপ্রথম রাজ্যসরকারের উদ্যোগে গড়ে ওঠে তাপবিদ্যুত কেন্দ্র দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড (ডিপিএল)।এই কারখানার কর্মরত মৃত কর্মীদের পোষ্যদের চাকরি মেলেনি দীর্ঘ ৬ বছর যাবত।এই মৃত কর্মীর সংখ্যা প্রায় ১৫০ জন।তাদের পোষ্যরা বহুবার চাকরির দাবীতে আন্দোলন করে।গত ২৪ শে ফেব্রুয়ারি থেকে একটানা প্রায় ২০-২১ দিন অবস্থান বিক্ষোভে সামিল হয় চাকুরীপ্রার্থীরা।ডিপিএল এর মৃতদের পোষ্যরা সর্বস্তরে তাদের চাকরির দাবী জানিয়েও চাকরি পায়নি।এদের সাথে দেখা করতে আসে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।কিন্তু সর্বস্তরে আবেদন নিবেদন করেও এই ১৫০ জন চাকরি পায়নি, পেয়েছে শুধুই আশ্বাস।এবার তাই এই চাকরি প্রার্থীদের একত্রিত সিদ্ধান্ত যে তাদের পরিবারের ৪০০ জন ভোটার আগামী লোকসভা নির্বাচনে অংশ নেবে না তারা ভোট বয়কট করবে।দুই চাকরি প্রার্থী অরিন্দম চৌধুরী ও নীলিমা কুমারী ভুঁই জানাল এই ভোট বয়কটের কারন।প্রত্যেক চাকুরী প্রার্থীরা তাদের বাড়ির দেওয়ালে কেনও তারা ভোটদান থেকে বিরত থাকবে তা পোষ্টার দিয়ে জানিয়েছে।।Body:CopyConclusion:Copy
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.