শ্রীনগর, 28 অগাস্ট : কারোর প্রাণহানি হোক আমরা চাই না । কাশ্মীরিদের জীবন আমাদের কাছে মূল্যবান । আজ সাংবাদিক বৈঠক থেকে একথা বলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক ।
সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বলেন, "আপাতত আমরা কুপওয়ারা ও হান্দওয়ারায় মোবাইল পরিষেবা চালু করছি । শীঘ্রই অন্য জেলাতেও এই পরিষেবা চালু হবে ।" সেইসঙ্গে কাশ্মীরি যুবদের চাকরির বিষয়েও আশ্বাস দেন তিনি । বলেন, "জম্মু ও কাশ্মীর প্রশাসনে 50 হাজার চাকরি দেওয়া হবে । যুব সমাজের কাছে আবেদন জানাচ্ছি, ওরা কাজের জন্য ঝাঁপিয়ে পড়ুক । 2-3 মাসের মধ্যে শূন্যপদে নিয়োগ হবে ।"
-
#WATCH: J&K Governor Satya Pal Malik, says,"the medium of phone and internet is used less by us and mostly by terrorists and Pakistanis as well as for mobilisation & indoctrination. It is a kind of weapon used against us so we have stopped it. Services will be resumed gradually." pic.twitter.com/0AqzW1Of6e
— ANI (@ANI) August 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH: J&K Governor Satya Pal Malik, says,"the medium of phone and internet is used less by us and mostly by terrorists and Pakistanis as well as for mobilisation & indoctrination. It is a kind of weapon used against us so we have stopped it. Services will be resumed gradually." pic.twitter.com/0AqzW1Of6e
— ANI (@ANI) August 28, 2019#WATCH: J&K Governor Satya Pal Malik, says,"the medium of phone and internet is used less by us and mostly by terrorists and Pakistanis as well as for mobilisation & indoctrination. It is a kind of weapon used against us so we have stopped it. Services will be resumed gradually." pic.twitter.com/0AqzW1Of6e
— ANI (@ANI) August 28, 2019
রাজ্যপাল সত্যপাল মালিক আরও বলেন, "প্রত্যেক কাশ্মীরির জীবন আমাদের কাছে মূল্যবান । একটাও জীবন চলে যাক আমরা চাই না । এখনও পর্যন্ত একজন সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়নি । কয়েকজন হিংসায় মদতদাতা আহত হয়েছে ।"