ETV Bharat / bharat

আবারও নলকূপের গর্তে শিশু মৃত্যু, এবার হরিয়ানায় - Haryana accident news

তামিলনাড়ু, অমৃতসর, পুনের পর এবার হরিয়ানা ৷ ঘটনাস্থান হরিয়ানার কারনাল জেলার ঘরাউন্ডা সংলগ্ন হরসিংপুরা গ্রাম ৷ 50 ফুট গভীর নলকূপে পরে যায় 5 বছরের শিবানি ৷ সময়টা তখন ছিল প্রায় দুপুর 3টে ৷ দু'ঘন্টা পর খোঁজ শুরু হয় শিবানির ৷ অবশেষে প্রায় 5 ঘন্টা পর খোঁজ মিলল তার ৷ ঘটনাস্থানে আসে পুলিশ ও NDRF -এর বাহিনী ৷ শুরু হয় উদ্ধার কাজ ৷

আবারও নলকূপের গর্তে শিশু, এবার হরিয়ানায়
author img

By

Published : Nov 4, 2019, 10:36 AM IST

Updated : Nov 4, 2019, 11:15 AM IST

কারনাল, 4 নভেম্বর : আবারও নলকূপ খননের কাজে দুর্ঘটনা ৷ আবারও নলকূপের ফাঁদে মৃত্যু হল শিশুর ৷ ঘটনাস্থান হরিয়ানার কারনাল জেলার ঘরাউন্ডা সংলগ্ন হরসিংপুরা গ্রাম ৷ ঘরের থেকে মাত্র 20 ফুট দূড়েই ছিল নলকূপের গর্তটি ৷ গতকাল ওই নলকূপে পড়ে যায় 5 বছরের শিবানী ৷ আর পাঁচটা দিনের মতো কালও ঘরের সামনে খেলছিল শিবানী ৷ খেলতে খেলতেই ওই গর্তে পড়ে যায় সে ৷ নলকূপটির গভীরতা ছিল 50 ফুট ৷ ঘটনা জানাজানি হয় প্রায় 5 ঘন্টা পরে ৷ গভীর রাতে শুরু হয় উদ্ধার কাজ ৷ কিন্তু বাঁচানো গেল না তাঁকে ৷

সময়তখন প্রায় দুপুর 3টে ৷ দু'ঘন্টা পর খোঁজ শুরু হয় শিবানীর ৷ অবশেষে প্রায় 5 ঘন্টা পর খোঁজ মিলল তার ৷ ঘটনাস্থানে আসে পুলিশ ও NDRF -এর বাহিনী ৷ শুরু হয়েছে উদ্ধার কাজ ৷ নলকূপের থেকে কিছু দূরে JCB দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয় ৷ লাগাতার বালি পড়তে থাকার জন্য উদ্ধার কাজে বাধার সৃষ্টি হচ্ছে ৷ নলকূপের গভীরে মোবাইল পাঠিয়ে শিবানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷

image
শুরু হয় উদ্ধার কাজ ৷

হরিয়ানায় এই ধরনের ঘটনা এটিই প্রথম নয় ৷ এর আগেও নলকূপ খননের কাজে অবহেলার কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে ৷ শুধুমাত্র হরিয়ানাই নয় ৷ সারা দেশ জুড়েই নলকূপ খননের কাজে গাফিলতির ঘটনা ঘটছে ৷ কিছুদিন আগেই তামিলনাড়ুতে প্রাণ হারায় 2 বছরের সুজিত উইলসন, অমৃতসরে 2 বছরের ফতেহবীর, পুনের 6 বছরের রবি ৷ বারবার নলকূপের কাজে গাফিলতির ছবি উঠে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৷

কারনাল, 4 নভেম্বর : আবারও নলকূপ খননের কাজে দুর্ঘটনা ৷ আবারও নলকূপের ফাঁদে মৃত্যু হল শিশুর ৷ ঘটনাস্থান হরিয়ানার কারনাল জেলার ঘরাউন্ডা সংলগ্ন হরসিংপুরা গ্রাম ৷ ঘরের থেকে মাত্র 20 ফুট দূড়েই ছিল নলকূপের গর্তটি ৷ গতকাল ওই নলকূপে পড়ে যায় 5 বছরের শিবানী ৷ আর পাঁচটা দিনের মতো কালও ঘরের সামনে খেলছিল শিবানী ৷ খেলতে খেলতেই ওই গর্তে পড়ে যায় সে ৷ নলকূপটির গভীরতা ছিল 50 ফুট ৷ ঘটনা জানাজানি হয় প্রায় 5 ঘন্টা পরে ৷ গভীর রাতে শুরু হয় উদ্ধার কাজ ৷ কিন্তু বাঁচানো গেল না তাঁকে ৷

সময়তখন প্রায় দুপুর 3টে ৷ দু'ঘন্টা পর খোঁজ শুরু হয় শিবানীর ৷ অবশেষে প্রায় 5 ঘন্টা পর খোঁজ মিলল তার ৷ ঘটনাস্থানে আসে পুলিশ ও NDRF -এর বাহিনী ৷ শুরু হয়েছে উদ্ধার কাজ ৷ নলকূপের থেকে কিছু দূরে JCB দিয়ে মাটি খোঁড়ার কাজ শুরু হয় ৷ লাগাতার বালি পড়তে থাকার জন্য উদ্ধার কাজে বাধার সৃষ্টি হচ্ছে ৷ নলকূপের গভীরে মোবাইল পাঠিয়ে শিবানীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় ৷ কিন্তু শেষরক্ষা হল না ৷

image
শুরু হয় উদ্ধার কাজ ৷

হরিয়ানায় এই ধরনের ঘটনা এটিই প্রথম নয় ৷ এর আগেও নলকূপ খননের কাজে অবহেলার কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে ৷ শুধুমাত্র হরিয়ানাই নয় ৷ সারা দেশ জুড়েই নলকূপ খননের কাজে গাফিলতির ঘটনা ঘটছে ৷ কিছুদিন আগেই তামিলনাড়ুতে প্রাণ হারায় 2 বছরের সুজিত উইলসন, অমৃতসরে 2 বছরের ফতেহবীর, পুনের 6 বছরের রবি ৷ বারবার নলকূপের কাজে গাফিলতির ছবি উঠে এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৷


New Delhi, Nov 4 (ANI): 'Hygiene is two-thirds of health' is a well-known proverb and when it comes to female hygiene it becomes a serious concern. Feminine hygiene products have no doubt become a must-have for several women today, but have you ever spared a thought if they are really true to their purpose? If not, here's the answer! Women's feminine hygiene practices particularly vaginal douching and use of feminine powder - may be associated with higher levels of volatile organic compounds (VOCs) in their blood, according to a new study published in the Journal of Women's Healthy. The study used biomarkers to link the use of feminine hygiene products to VOC exposure. Feminine hygiene products also included tampons, sanitary napkins, sprays, wipes, and other products. Moreover, researchers showed that black women used vaginal douching significantly more and had significantly higher whole blood concentrations of 1,4-dichlorobenzene (DCB). The use of feminine powder was significantly associated with higher blood concentrations of ethylbenzene. These products may be a direct source of VOC exposure or they may be related to other activities that increase exposure. "Based on the findings of this study, feminine hygiene products that expose the vulvovaginal tissue to harmful VOCs should be avoidedh, especially during pregnancy," suggested Susan G. Kornstein, MD, Editor-in-Chief of Journal of Women's Health and Executive Director of the Virginia Commonwealth University Institute for Women's Health, Richmond, VA.

Last Updated : Nov 4, 2019, 11:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.