ETV Bharat / bharat

370 প্রত্যাহার নিয়ে পুনর্মূল্যায়ন, কেন্দ্রকে নোটিশ দেবে সুপ্রিম কোর্ট - Amit Shah

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা তুলে নেওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছে তার উত্তর জানতে চাইল সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্ট কেন্দ্রকে নির্দেশ পাঠিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে একটি পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ গঠন হবে ৷ সেই বেঞ্চ 370 ধারা প্রত্যাহারের বিষয়ে সমস্ত আবেদন শুনবে ৷

সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 28, 2019, 12:26 PM IST

Updated : Aug 28, 2019, 5:00 PM IST

দিল্লি, 28 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সাংবিধানিক বৈধতা পুনর্মূল্যায়ন করতে চলেছে সুপ্রিম কোর্ট । অক্টোবর থেকে এনিয়ে শুনানি শুরু হবে । আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন এক বেঞ্চ এই কথা জানায় । এই বিষয়ে সরকারের মত জানতে চেয়ে নোটিশ পাঠাবে বলে জানায় শীর্ষ আদালত । আজ 370 ধারা প্রত্যাহার সহ কাশ্মীরে চলতে থাকা গতিবিধি সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলির যৌথ শুনানি চলাকালীন এ কথা জানায় শীর্ষ আদালত ।

370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এম এল শর্মা, ন্য্শনাল কনফারেন্স সাংসদ মহম্মদ আকবর লোন ও অবসরপ্রাপ্ত বিচারক হসনেইন মাসুদি । তাঁদের যুক্তি ছিল সরকারের এই পদক্ষেপ অসাংবিধানিক । একই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন IAS অফিসার শাহ ফৈজ়ল ও JNU-র ছাত্রনেতা সইলা রশিদ । সবগুলি আবেদনের যৌথ শুনানির সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত । সেই শুনানি চলাকালীন আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, বিষয়টি পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠানো হবে ।

যদিও সরকারকের পক্ষে এই নোটিশ পাঠানোর বিরোধিতা করা হয় । সরকার পক্ষের আইনজীবী জানান, এই নোটিশ পাঠানোর জেরে সীমান্তপারে অস্থিরতা বাড়তে পারে । সরকার এই বিষয়ে রাষ্ট্রসংঘকে যা বলেছে আদালতকেও তাই জানাচ্ছে । তবে এই যুক্তি খণ্ডন করে আদালত । এই প্রসঙ্গে বিচারপতি এস এ বোবদে এবং এস এ নাজ়ির বলেন, "আমরা জানি কী করতে হবে । আমরা ইতিমধ্যেই একটি নির্দেশ দিয়েছি । আমরা তা বদল করব না ।"

এদিকে কাশ্মীরের এক দৈনিক পত্রিকার এগজ়িকিউটিভ এডিটর অনুরাধা বসিন কাশ্মীরে সরকার নিয়ন্ত্রিত গতিবিধির বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন । তাঁর অভিযোগ, এই বিধিনিষেধের জেরে তিনি তাঁর পত্রিকা প্রকাশ করতে পারছেন না । পাশাপাশি তিনি দাবি করেন, কাশ্মীরজুড়ে সাংবাদিকদের গতিবিধি অবাধ করুক সরকার । সেই সংক্রান্ত বিষয়েও সরকারের কাছে জানতে চেয়েছে আদালত ।

দিল্লি, 28 অগাস্ট : জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সাংবিধানিক বৈধতা পুনর্মূল্যায়ন করতে চলেছে সুপ্রিম কোর্ট । অক্টোবর থেকে এনিয়ে শুনানি শুরু হবে । আজ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন এক বেঞ্চ এই কথা জানায় । এই বিষয়ে সরকারের মত জানতে চেয়ে নোটিশ পাঠাবে বলে জানায় শীর্ষ আদালত । আজ 370 ধারা প্রত্যাহার সহ কাশ্মীরে চলতে থাকা গতিবিধি সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলির যৌথ শুনানি চলাকালীন এ কথা জানায় শীর্ষ আদালত ।

370 ধারা প্রত্যাহারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী এম এল শর্মা, ন্য্শনাল কনফারেন্স সাংসদ মহম্মদ আকবর লোন ও অবসরপ্রাপ্ত বিচারক হসনেইন মাসুদি । তাঁদের যুক্তি ছিল সরকারের এই পদক্ষেপ অসাংবিধানিক । একই দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন IAS অফিসার শাহ ফৈজ়ল ও JNU-র ছাত্রনেতা সইলা রশিদ । সবগুলি আবেদনের যৌথ শুনানির সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত । সেই শুনানি চলাকালীন আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, বিষয়টি পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের কাছে পাঠানো হবে ।

যদিও সরকারকের পক্ষে এই নোটিশ পাঠানোর বিরোধিতা করা হয় । সরকার পক্ষের আইনজীবী জানান, এই নোটিশ পাঠানোর জেরে সীমান্তপারে অস্থিরতা বাড়তে পারে । সরকার এই বিষয়ে রাষ্ট্রসংঘকে যা বলেছে আদালতকেও তাই জানাচ্ছে । তবে এই যুক্তি খণ্ডন করে আদালত । এই প্রসঙ্গে বিচারপতি এস এ বোবদে এবং এস এ নাজ়ির বলেন, "আমরা জানি কী করতে হবে । আমরা ইতিমধ্যেই একটি নির্দেশ দিয়েছি । আমরা তা বদল করব না ।"

এদিকে কাশ্মীরের এক দৈনিক পত্রিকার এগজ়িকিউটিভ এডিটর অনুরাধা বসিন কাশ্মীরে সরকার নিয়ন্ত্রিত গতিবিধির বিরুদ্ধে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন । তাঁর অভিযোগ, এই বিধিনিষেধের জেরে তিনি তাঁর পত্রিকা প্রকাশ করতে পারছেন না । পাশাপাশি তিনি দাবি করেন, কাশ্মীরজুড়ে সাংবাদিকদের গতিবিধি অবাধ করুক সরকার । সেই সংক্রান্ত বিষয়েও সরকারের কাছে জানতে চেয়েছে আদালত ।

Bilaspur (Chhattisgarh), Aug 28 (ANI): Amit Jogi, son of former Chhattisgarh chief minister Ajit Jogi, has responded to the high-powered committee set up to probe Ajit Jogi's caste status says he isn't a tribal. Amit Jogi said, "Caste of a son used to be identified by that of his father. But it's the opposite in Bhupesh Baghel's rule." Former CM Ajit Jogi said on August 28 that he will approach the court against the high-power government committee's finding that declared him a non-tribal.
Last Updated : Aug 28, 2019, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.