ETV Bharat / bharat

গুজরাতে ভূমিকম্প, কাঁপল জম্মু-কাশ্মীরও - জোড়া ভূমিকম্প উত্তর ভারতে

গুজরাতে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল রাজকোট থেকে 118 কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে । রাত 8.13 মিনিটে গুজরাতের রাজকোটে ভূকম্পন অনুভূত হয় ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 14, 2020, 11:17 PM IST

দিল্লি, 14 জুন : গুজরাতে ভূমিকম্প । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5 । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আজ রাত প্রায় 8.13 নাগাদ গুজরাতের রাজকোটে ভূকম্পন অনুভূত হয় । ভূমিকম্পের উপকেন্দ্র ছিল রাজকোট থেকে 118 কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে । তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি ।

কম্পন অনুভূত হয়েছে আহমেদাবাদেও । সংবাদসংস্থা ANI-এর তরফে প্রকাশ করা ভিডিয়োতে দেখা গেছে আহমেদাবাদের প্রহ্লাদনগর এলাকায় বহুতলগুলি থেকে আবাসিকদের বাইরে চলে আসতে দেখা যায় । রাজকোট, আহমেদাবাদ ছাড়াও কচ্ছ, পাটান ও অন্য শহরগুলিতেও কম্পন অনুভূত হয়েছে ।

ভূকম্পনের এলাকাটি ছিল ভূজ থেকে প্রায় 85 কিলোমিটার দূরে । 2001 সালের 26 জানুয়ারি এই ভূজেই 7.7 রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়েছিল । প্রাণ কেড়েছিল 20 হাজারেরও বেশি মানুষের । আহত হয়েছিল আরও দেড় লাখ মানুষ ।

গুজরাতে ভূমিকম্পের আধ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প হয় । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 2.9 । কাটরা থেকে 90 কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয় ।

বিগত কিছুদিন ধরেই দিল্লিসহ উত্তর ভারতের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হচ্ছিল । তারই নবতম সংযোজন আজকের গুজরাত ও জম্মু-কাশ্মীরের ভূমিকম্প । এর আগে হরিয়ানার গুরুগ্রামে কম্পন অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে তীব্রতা ছিল 2.1 । এখনও পর্যন্ত রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা মিলে শেষ দুই মাসে 14 টি ভূমিকম্প অনুভূত হয়েছে । এর মধ্যে তীব্রতা সবথেকে বেশি ছিল হরিয়ানার রোহতাকের ভূমিকম্পে । রিখটার স্কেলে 4.5 ।

উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাগুলিতে একের পর এক ভূমিকম্পের ঘটনায় চিন্তা বাড়ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির । উত্তর ভারত ছাড়াও সম্প্রতি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ডিগলিপুরেও কম্পণ অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে তীব্রতা ছিল 4.3 । এছাড়া গত মঙ্গলবার শ্রীনগর থেকে 14 কিলোমিটার দূরেও কম্পন অনুভূত হয়েছিল । তীব্রতা ছিল 3.9 ।

দিল্লি, 14 জুন : গুজরাতে ভূমিকম্প । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল 5.5 । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, আজ রাত প্রায় 8.13 নাগাদ গুজরাতের রাজকোটে ভূকম্পন অনুভূত হয় । ভূমিকম্পের উপকেন্দ্র ছিল রাজকোট থেকে 118 কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে । তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির খবর পাওয়া যায়নি ।

কম্পন অনুভূত হয়েছে আহমেদাবাদেও । সংবাদসংস্থা ANI-এর তরফে প্রকাশ করা ভিডিয়োতে দেখা গেছে আহমেদাবাদের প্রহ্লাদনগর এলাকায় বহুতলগুলি থেকে আবাসিকদের বাইরে চলে আসতে দেখা যায় । রাজকোট, আহমেদাবাদ ছাড়াও কচ্ছ, পাটান ও অন্য শহরগুলিতেও কম্পন অনুভূত হয়েছে ।

ভূকম্পনের এলাকাটি ছিল ভূজ থেকে প্রায় 85 কিলোমিটার দূরে । 2001 সালের 26 জানুয়ারি এই ভূজেই 7.7 রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়েছিল । প্রাণ কেড়েছিল 20 হাজারেরও বেশি মানুষের । আহত হয়েছিল আরও দেড় লাখ মানুষ ।

গুজরাতে ভূমিকম্পের আধ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে জম্মু ও কাশ্মীরেও ভূমিকম্প হয় । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 2.9 । কাটরা থেকে 90 কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয় ।

বিগত কিছুদিন ধরেই দিল্লিসহ উত্তর ভারতের একাধিক এলাকায় ভূমিকম্প অনুভূত হচ্ছিল । তারই নবতম সংযোজন আজকের গুজরাত ও জম্মু-কাশ্মীরের ভূমিকম্প । এর আগে হরিয়ানার গুরুগ্রামে কম্পন অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে তীব্রতা ছিল 2.1 । এখনও পর্যন্ত রাজধানী ও পার্শ্ববর্তী এলাকা মিলে শেষ দুই মাসে 14 টি ভূমিকম্প অনুভূত হয়েছে । এর মধ্যে তীব্রতা সবথেকে বেশি ছিল হরিয়ানার রোহতাকের ভূমিকম্পে । রিখটার স্কেলে 4.5 ।

উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাগুলিতে একের পর এক ভূমিকম্পের ঘটনায় চিন্তা বাড়ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির । উত্তর ভারত ছাড়াও সম্প্রতি আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের ডিগলিপুরেও কম্পণ অনুভূত হয়েছিল । রিখটার স্কেলে তীব্রতা ছিল 4.3 । এছাড়া গত মঙ্গলবার শ্রীনগর থেকে 14 কিলোমিটার দূরেও কম্পন অনুভূত হয়েছিল । তীব্রতা ছিল 3.9 ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.