মুসৌরি , 15 অক্টোবর : গভীর খাদে গাড়ি পড়ে একই পরিবারের 5 জনের মৃত্যু ৷ মৃতদের মধ্যে এক বছরের শিশুও রয়েছে ৷ দুর্ঘটনাটি উত্তরাখণ্ডের তেহরি জেলার চল্লিশ কিলোমিটার দূরের নৈনবাগের ৷
উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-র মুখপাত্র বিজয় উনিয়াল বলেন, তেহরি গাড়ওয়ালে নৈনবাগ-বিকাশনগর রোডে দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে সাতটা নাগাদ ৷ আটটা নাগাদ খবর পায় স্থানীয় থানা ৷ এরপর SDRF কর্মীদের নিয়ে দুর্ঘটনাস্থানে যায় পুলিশ ৷ গাড়িতে সাতজন ছিল ৷ দুর্ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয় ৷
ওই সাতজনের বাড়ি দেরাদুন জেলার লখামণ্ডল এলাকার ৷ দেরাদুন থেকে তারা লখামণ্ডল যাচ্ছিল ৷ পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোয় 300 মিটার গভীর খাদে পড়ে যায়টি গাড়িটি ৷ আহত দু'জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে তাদের দেরাদুনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
এর আগে রবিবার চামোলি জেলায় 500 মিটার গভীর খাদে গাড়ি পড়ে 8 জনের মৃত্যু হয় ৷ 5 জন আহত হন ৷ এবং একজনকে খুঁজে পাওয়া যায়নি ৷