ETV Bharat / bharat

মুসৌরিতে খাদে গাড়ি পড়ে মৃত 5 - মুসৌরির গাড়ি দুর্ঘটনা

300 মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি ৷ দুর্ঘটনায় মৃতদের মধ্যে একবছরের শিশুও রয়েছে ৷

ছবি
author img

By

Published : Oct 15, 2019, 4:02 PM IST

Updated : Oct 15, 2019, 4:13 PM IST

মুসৌরি , 15 অক্টোবর : গভীর খাদে গাড়ি পড়ে একই পরিবারের 5 জনের মৃত্যু ৷ মৃতদের মধ্যে এক বছরের শিশুও রয়েছে ৷ দুর্ঘটনাটি উত্তরাখণ্ডের তেহরি জেলার চল্লিশ কিলোমিটার দূরের নৈনবাগের ৷

উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-র মুখপাত্র বিজয় উনিয়াল বলেন, তেহরি গাড়ওয়ালে নৈনবাগ-বিকাশনগর রোডে দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে সাতটা নাগাদ ৷ আটটা নাগাদ খবর পায় স্থানীয় থানা ৷ এরপর SDRF কর্মীদের নিয়ে দুর্ঘটনাস্থানে যায় পুলিশ ৷ গাড়িতে সাতজন ছিল ৷ দুর্ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয় ৷

দেখুন ভিডিয়ো

ওই সাতজনের বাড়ি দেরাদুন জেলার লখামণ্ডল এলাকার ৷ দেরাদুন থেকে তারা লখামণ্ডল যাচ্ছিল ৷ পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোয় 300 মিটার গভীর খাদে পড়ে যায়টি গাড়িটি ৷ আহত দু'জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে তাদের দেরাদুনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এর আগে রবিবার চামোলি জেলায় 500 মিটার গভীর খাদে গাড়ি পড়ে 8 জনের মৃত্যু হয় ৷ 5 জন আহত হন ৷ এবং একজনকে খুঁজে পাওয়া যায়নি ৷

মুসৌরি , 15 অক্টোবর : গভীর খাদে গাড়ি পড়ে একই পরিবারের 5 জনের মৃত্যু ৷ মৃতদের মধ্যে এক বছরের শিশুও রয়েছে ৷ দুর্ঘটনাটি উত্তরাখণ্ডের তেহরি জেলার চল্লিশ কিলোমিটার দূরের নৈনবাগের ৷

উত্তরাখণ্ডের রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF)-র মুখপাত্র বিজয় উনিয়াল বলেন, তেহরি গাড়ওয়ালে নৈনবাগ-বিকাশনগর রোডে দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে সাতটা নাগাদ ৷ আটটা নাগাদ খবর পায় স্থানীয় থানা ৷ এরপর SDRF কর্মীদের নিয়ে দুর্ঘটনাস্থানে যায় পুলিশ ৷ গাড়িতে সাতজন ছিল ৷ দুর্ঘটনাস্থানেই পাঁচজনের মৃত্যু হয় ৷

দেখুন ভিডিয়ো

ওই সাতজনের বাড়ি দেরাদুন জেলার লখামণ্ডল এলাকার ৷ দেরাদুন থেকে তারা লখামণ্ডল যাচ্ছিল ৷ পুলিশের প্রাথমিক ধারণা, চালক নিয়ন্ত্রণ হারানোয় 300 মিটার গভীর খাদে পড়ে যায়টি গাড়িটি ৷ আহত দু'জনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় ৷ সেখান থেকে তাদের দেরাদুনের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷

এর আগে রবিবার চামোলি জেলায় 500 মিটার গভীর খাদে গাড়ি পড়ে 8 জনের মৃত্যু হয় ৷ 5 জন আহত হন ৷ এবং একজনকে খুঁজে পাওয়া যায়নি ৷

Hyderabad, Oct 15 (ANI): Railway Police successfully rescued a two-year-old girl who was kidnapped from Secunderabad railway station on October 14. The police were able to trace the toddler by inspecting CCTV footage. Elaborating on the case, Railway Police inspector Adi Reddy said, "We had received a complaint from a man D Suresh that his daughter was missing. The girl was found from a nearby area and we are now working towards tracing the accused." "The father along with his son Prabhas and daughter Swarnalatha, arrived at Secunderabad Railway Station to board a train to Nellore District on Sunday night. While waiting for the train, all three slept and upon waking up, Suresh discovered that his daughter was missing," he added. In the CCTV footage, an unknown person is seen picking up the girl from the station premises. A case has been registered under Section 36 of the Indian Penal Code (IPC).
Last Updated : Oct 15, 2019, 4:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.