জম্মু, 24 ডিসেম্বর : উপত্যকায় শীঘ্রই চালু করা হবে 4 জি ৷ জানালেন জম্মু ও কাশ্মীরের নির্বাচন আধিকারিক কে কে শর্মা ৷ ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, " ইন্টারনেট পরিষেবা বন্ধ করা উচিত ছিল ৷ একমাত্র তাহলেই ডিডিসি পোলে কোনওরকম সমস্যা হয়নি ৷ "
শর্মা বলেন, " কিছু মানুষ নির্বাচন প্রক্রিয়ায় সমস্যা তৈরির চেষ্ঠা করছিল ৷ সেই কারণে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল ৷ বহু ভোটার এ বছর ভোট দিতে এসেছেন ৷ মানুষ আগ্রহের সঙ্গে ডিডিসি নির্বাচনে অংশ নিয়েছেন ৷ জম্মু-কাশ্মীরে শান্তিপূর্ণভাবে ডিডিসি পোল হয়েছে ৷ প্রায় 31 শতাংশ ভোটগ্রহণ হয়েছে উপত্যকায় ৷ "
এই সংক্রান্ত খবর : কাশ্মীরে জয় গুপকর জোটের, জম্মুতে জিতল বিজেপি
আরও পড়ুন : প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা
2019 সালের 5 অগাস্ট জম্মু-কাশ্মীরে কেন্দ্র 370 ধারা প্রত্যাহার করে ৷ এরপর এই ডিডিসি পোলই উপত্যকায় প্রথম সব থেকে বড় ভোট প্রক্রিয়া ৷ 280 টি জেলার মধ্যে পিপলস অ্যালায়েন্স ফর গুপকর ডিক্ল্যারেশন 110 টি আসন পেয়ে নির্বাচনে জেতে ৷ অন্যদিকে, বিজেপি একক দল হিসেবে পায় 74 টি আসন ৷