ETV Bharat / bharat

প্রায় তিনমাস পর দেশে দৈনিক সংক্রমণ নামল 50 হাজারের নিচে - দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা

গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 46 হাজার 791 জন । মোট সুস্থ হয়েছে 67 লাখ 33 হাজার 329 জন ।

Corona
ছবিটি প্রতীকী
author img

By

Published : Oct 20, 2020, 10:25 AM IST

Updated : Oct 20, 2020, 10:52 AM IST

দিল্লি, 19 অক্টোবর : দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা । গত কয়েকদিনের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা অনেকটাই কম । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 46 হাজার 791 জন এবং মৃত্যু হয়েছে 587 জনের ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 75 লাখ 97 হাজার 64 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট মৃত্যু হয়েছে 1 লাখ 15 হাজার 197 জনের । অন্যদিকে , সক্রিয় আক্রান্ত রয়েছে 7 লাখ 48 হাজার 538 । এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে ভারত প্রথম স্থানে রয়েছে ৷ 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 69 হাজার 720 । মোট সুস্থ হয়েছে 67 লাখ 33 হাজার 328 জন ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 16 লাখ 1 হাজার 365 জন । মৃত্যু হয়েছে 42 হাজার 240 জনের ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক । সেখানে মোট আক্রান্তের সংখ্যা যথাক্রমে 7 লাখ 86 হাজার 50 ও 7 লাখ 70 হাজার 604 জন । অন্ধ্রপ্রদেশে মোট মৃত্যু হয়েছে 6 হাজার 453 জনের ও কর্নাটকে মৃত্যু হয়েছে 10 হাজার 542 জনের । অন্যদিকে , তামিলনাড়ু , কেরালা উত্তরপ্রদেশে সংক্রমণ বাড়ছে ।

দিল্লি, 19 অক্টোবর : দেশে কমল দৈনিক আক্রান্তের সংখ্যা । গত কয়েকদিনের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা অনেকটাই কম । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 46 হাজার 791 জন এবং মৃত্যু হয়েছে 587 জনের ৷ এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 75 লাখ 97 হাজার 64 জন ৷

স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে মোট মৃত্যু হয়েছে 1 লাখ 15 হাজার 197 জনের । অন্যদিকে , সক্রিয় আক্রান্ত রয়েছে 7 লাখ 48 হাজার 538 । এখনও পর্যন্ত সুস্থতার দিক থেকে ভারত প্রথম স্থানে রয়েছে ৷ 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 69 হাজার 720 । মোট সুস্থ হয়েছে 67 লাখ 33 হাজার 328 জন ।

সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । সেখানে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 16 লাখ 1 হাজার 365 জন । মৃত্যু হয়েছে 42 হাজার 240 জনের ৷ দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ ও কর্নাটক । সেখানে মোট আক্রান্তের সংখ্যা যথাক্রমে 7 লাখ 86 হাজার 50 ও 7 লাখ 70 হাজার 604 জন । অন্ধ্রপ্রদেশে মোট মৃত্যু হয়েছে 6 হাজার 453 জনের ও কর্নাটকে মৃত্যু হয়েছে 10 হাজার 542 জনের । অন্যদিকে , তামিলনাড়ু , কেরালা উত্তরপ্রদেশে সংক্রমণ বাড়ছে ।

Last Updated : Oct 20, 2020, 10:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.