ETV Bharat / bharat

প্রয়াগরাজে গাড়ি দুর্ঘটনা, অগ্নিদগ্ধ হয়ে মৃত 4 - prayagraj

জনবসতি থেকে দূরে দুর্ঘটনাটি ঘটায় কেউ টের পাননি । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে গাড়িটি । তারপরই সেটিতে আগুন লেগে যায় ।

৪ person died after private car catches fire in prayagraj
প্রয়াগরাজে গাড়িতে আগুন লেগে মৃত চার
author img

By

Published : Nov 18, 2020, 9:58 AM IST

প্রয়াগরাজ, 18 নভেম্বর : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের । মৃতদের পরিচয় পাওয়া যায়নি বলে স্থানীয় পুলিশ সূত্রে খবর ।

আজ সকালে প্রয়াগরাজ জেলার জাভাই ও পাসানা গ্রামের মাঝে পুড়ে যাওয়া গাড়িটি দেখতে পান বাসিন্দারা । পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে ওই গাড়িটি । সঙ্গে সঙ্গে তাতে তাতে আগুন লেগে যায় ।

জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় বিষয়টি কেউ টের পাননি । সকালে পুড়ে যাওয়া গাড়িটি দেখে থানায় খবর দেন স্থানীয়রা । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে । মৃতদের শনাক্ত করা যায়নি ।

প্রয়াগরাজ, 18 নভেম্বর : উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের । মৃতদের পরিচয় পাওয়া যায়নি বলে স্থানীয় পুলিশ সূত্রে খবর ।

আজ সকালে প্রয়াগরাজ জেলার জাভাই ও পাসানা গ্রামের মাঝে পুড়ে যাওয়া গাড়িটি দেখতে পান বাসিন্দারা । পুলিশ সূত্রে খবর, নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে ওই গাড়িটি । সঙ্গে সঙ্গে তাতে তাতে আগুন লেগে যায় ।

জনবসতি থেকে কিছুটা দূরে হওয়ায় বিষয়টি কেউ টের পাননি । সকালে পুড়ে যাওয়া গাড়িটি দেখে থানায় খবর দেন স্থানীয়রা । পুলিশ ঘটনাস্থানে পৌঁছে গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে । মৃতদের শনাক্ত করা যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.