ETV Bharat / bharat

পঞ্জাবে স্কুলভ্যানে আগুন, মৃত 4 পড়ুয়া

author img

By

Published : Feb 15, 2020, 4:37 PM IST

Updated : Feb 15, 2020, 6:03 PM IST

স্কুলভ্যানটিতে যখন আগুন লাগে তখন সেখানে 12 জন পড়ুয়া ছিল ৷ এদের মধ্যে 4 জন মারা যায় ৷

PUNJAB 4 KID DIED
পঞ্জাবে স্কুলভ্যানে আগুন

পঞ্জাব, 15 ফেব্রুয়ারি : পঞ্জাবে স্কুলভ্যানে আগুন ৷ পুড়ে মারা গেল চার নাবালক ৷ পঞ্জাবের সাঙ্গরুরের লোঙ্গোওয়াল শহরের ঘটনা ৷ সাঙ্গরুরের লোঙ্গওয়াল-সিদসমাচার সড়কে এই দুর্ঘটনাটি ঘটে । ঘটনার সময় ভ্যানটিতে মোট 12 জন পড়ুয়া ছিল ৷ তবে স্কুলভ্যানে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত চলছে ৷

জানা গেছে, স্কুলভ্যানটি সাঙ্গরুরের সিমরন পাবলিক স্কুলের ৷ স্কুল থেকে বাচ্চাদের বাড়ি ফিরিয়ে আনার সময় ওই ভ্যানে আগুন লাগে ৷ ঘটনার সময় মোট 12 জন ছিল ভ্যানটিতে ৷

পুলিশ জানিয়েছে, আট জন নাবালককে ওই ভ্যান থেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ৷ অ্যাম্বুলেন্স এসে আহতদের হাসপাতালে নিয়ে যায় ৷ যে চার জন মারা গেছে তাদের প্রত্যেকের বয়স 10 থেকে 12 বছরের মধ্যে ৷ আট জনকে বাঁচানো গেলেও ভ্যানের অন্য পাশের দরজায় আটকে যাওয়া বাকি পড়ুয়াদের বাঁচানো সম্ভব হয়নি ৷ মৃত চার জনের মধ্যে দুইজন একই পরিবারের ছিল ৷

PUNJAB 4 KID DIED
আগুনে পুড়ে যাওয়া স্কুল ভ্যান

স্থানীয়রা জানিয়েছে, স্কুল ভ্যানটিতে যখন আগুন লাগে তখন সেটি স্কুল থেকে কয়েক মিটার দূরে এগিয়ে গিয়েছিল ৷ আগুন দেখতে পেয়ে এক পথচারী ড্রাইভারকে ভ্যান থামাতে বলে ৷ এরপর ভ্যানচালকের চিৎকারে পাশেই একটি মাঠে কর্মরত লোকজন ঘটনাস্থানে এসে ভ্যানের দরজা ভেঙে 8 জনকে উদ্ধার করে ৷

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তিনি টুইটে লেখেন, "সাঙ্গরুরের দুর্ঘটনার খবর জানতে পেরে খুবই শোকাহত ৷ স্কুলভ্যানে আগুন লাগায় সেখানে আমরা 4 জন শিশুকে হারিয়েছি ৷ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । DC ও SSP ঘটনাস্থানে গিয়েছেন ৷ আমি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি । দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে ৷ "

  • Very sad to learn of the news from Sangrur, where we lost 4 children because their school van caught fire. Injured have been rushed to the hospital. DC & SSP Sangrur are on the spot & I have ordered a magisterial enquiry. Guilty will be strictly punished.

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) February 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রের খবর, স্কুল প্রশাসন গতরাতেই ওই ভ্যানটি কিনেছিল । ভ্যানটির 8 জন শিশুকেই বহন করার ক্ষমতা ছিল ৷

পঞ্জাব, 15 ফেব্রুয়ারি : পঞ্জাবে স্কুলভ্যানে আগুন ৷ পুড়ে মারা গেল চার নাবালক ৷ পঞ্জাবের সাঙ্গরুরের লোঙ্গোওয়াল শহরের ঘটনা ৷ সাঙ্গরুরের লোঙ্গওয়াল-সিদসমাচার সড়কে এই দুর্ঘটনাটি ঘটে । ঘটনার সময় ভ্যানটিতে মোট 12 জন পড়ুয়া ছিল ৷ তবে স্কুলভ্যানে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত চলছে ৷

জানা গেছে, স্কুলভ্যানটি সাঙ্গরুরের সিমরন পাবলিক স্কুলের ৷ স্কুল থেকে বাচ্চাদের বাড়ি ফিরিয়ে আনার সময় ওই ভ্যানে আগুন লাগে ৷ ঘটনার সময় মোট 12 জন ছিল ভ্যানটিতে ৷

পুলিশ জানিয়েছে, আট জন নাবালককে ওই ভ্যান থেকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ৷ অ্যাম্বুলেন্স এসে আহতদের হাসপাতালে নিয়ে যায় ৷ যে চার জন মারা গেছে তাদের প্রত্যেকের বয়স 10 থেকে 12 বছরের মধ্যে ৷ আট জনকে বাঁচানো গেলেও ভ্যানের অন্য পাশের দরজায় আটকে যাওয়া বাকি পড়ুয়াদের বাঁচানো সম্ভব হয়নি ৷ মৃত চার জনের মধ্যে দুইজন একই পরিবারের ছিল ৷

PUNJAB 4 KID DIED
আগুনে পুড়ে যাওয়া স্কুল ভ্যান

স্থানীয়রা জানিয়েছে, স্কুল ভ্যানটিতে যখন আগুন লাগে তখন সেটি স্কুল থেকে কয়েক মিটার দূরে এগিয়ে গিয়েছিল ৷ আগুন দেখতে পেয়ে এক পথচারী ড্রাইভারকে ভ্যান থামাতে বলে ৷ এরপর ভ্যানচালকের চিৎকারে পাশেই একটি মাঠে কর্মরত লোকজন ঘটনাস্থানে এসে ভ্যানের দরজা ভেঙে 8 জনকে উদ্ধার করে ৷

পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তিনি টুইটে লেখেন, "সাঙ্গরুরের দুর্ঘটনার খবর জানতে পেরে খুবই শোকাহত ৷ স্কুলভ্যানে আগুন লাগায় সেখানে আমরা 4 জন শিশুকে হারিয়েছি ৷ আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । DC ও SSP ঘটনাস্থানে গিয়েছেন ৷ আমি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছি । দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে ৷ "

  • Very sad to learn of the news from Sangrur, where we lost 4 children because their school van caught fire. Injured have been rushed to the hospital. DC & SSP Sangrur are on the spot & I have ordered a magisterial enquiry. Guilty will be strictly punished.

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) February 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সূত্রের খবর, স্কুল প্রশাসন গতরাতেই ওই ভ্যানটি কিনেছিল । ভ্যানটির 8 জন শিশুকেই বহন করার ক্ষমতা ছিল ৷

Last Updated : Feb 15, 2020, 6:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.