ETV Bharat / bharat

পুঞ্চে 4 কেজি মাদক উদ্ধার - 4 kg narcotics seized

পুঞ্চ থেকে উদ্ধার প্যাকেটজাত বিপুল পরিমাণে মাদক ৷ তদন্ত শুরু করেছে গুরসাই থানার পুলিশ ৷

পুঞ্চে 4 কেজি মাদক উদ্ধার
পুঞ্চে 4 কেজি মাদক উদ্ধার
author img

By

Published : Nov 3, 2020, 10:32 PM IST

পুঞ্চ, 3 নভেম্বর : পুঞ্চে উদ্ধার 4 কেজি মাদক ৷ জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার ধারলুন এলাকা থেকে সুরক্ষা বাহিনী আজ বিপুল পরিমাণে মাদক উদ্ধার করে ৷

আধিকারিকরা আরও বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে কয়েকদিন ধরেই গুরসাই থানার পুলিশ ও ভারতীয় সেনাবাহিনীর তরফে ধারলুন এলাকায় অভিযান চালায় ৷ আজ সেখান থেকেই 4 কেজি হেরোইনের মতো মাদক উদ্ধার হয় ৷ তদন্তে নেমেছে গুরসাই থানার পুলিশ ৷

আধিকারিকদের অনুমান, যেহেতু মাদক উদ্ধার স্থানটি নিয়ন্ত্রণ রেখার নিকটে অবস্থিত সেহেতু এই মাদক সীমান্ত পার করে পাচারের উদ্দেশ্য ছিল চোরাচালান কারবারিদের ৷

গুরসাই থানার পুলিশ NDPS আইনে মামলা দায়ের করেছে ৷ 20 দিনের মধ্যে এই নিয়ে চার বার মাদক উদ্ধার হল পুঞ্চের ধারলুন এলাকা থেকে ৷

পুঞ্চ, 3 নভেম্বর : পুঞ্চে উদ্ধার 4 কেজি মাদক ৷ জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার ধারলুন এলাকা থেকে সুরক্ষা বাহিনী আজ বিপুল পরিমাণে মাদক উদ্ধার করে ৷

আধিকারিকরা আরও বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে কয়েকদিন ধরেই গুরসাই থানার পুলিশ ও ভারতীয় সেনাবাহিনীর তরফে ধারলুন এলাকায় অভিযান চালায় ৷ আজ সেখান থেকেই 4 কেজি হেরোইনের মতো মাদক উদ্ধার হয় ৷ তদন্তে নেমেছে গুরসাই থানার পুলিশ ৷

আধিকারিকদের অনুমান, যেহেতু মাদক উদ্ধার স্থানটি নিয়ন্ত্রণ রেখার নিকটে অবস্থিত সেহেতু এই মাদক সীমান্ত পার করে পাচারের উদ্দেশ্য ছিল চোরাচালান কারবারিদের ৷

গুরসাই থানার পুলিশ NDPS আইনে মামলা দায়ের করেছে ৷ 20 দিনের মধ্যে এই নিয়ে চার বার মাদক উদ্ধার হল পুঞ্চের ধারলুন এলাকা থেকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.