ETV Bharat / bharat

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত একই পরিবারের 4 - accident

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের চারজনের ।

রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের চারজনের
author img

By

Published : Jun 10, 2019, 11:03 AM IST

এটাওয়া, 10 জুন : রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের চারজনের । আজ সকালে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় কানপুর-দিল্লি লাইনে বলরাই স্টেশনের কাছে এটাওয়ায় দুর্ঘটনাটি ঘটে । আহত অন্ততপক্ষে আরও 12 জন । তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

জানা গেছে ওই 4 জন অবধ এক্সপ্রেসের যাত্রী ছিলেন । রাজধানী এক্সপ্রেসের ক্রসিংয়ের জন্য অবধ এক্সপ্রেসকে দাঁড় করানো হয়েছিল । অবধ এক্সপ্রেসের সাধারণ কামরার কয়েকজন যাত্রী গরমের জন্য ট্রেন থেকে নেমে লাইনের পাশে দাঁড়িয়েছিলেন । তখন ওই লাইন দিয়ে রাজধানী এক্সপ্রেস যাওয়ায় দুর্ঘটনা ঘটে ।

এটাওয়া, 10 জুন : রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল একই পরিবারের চারজনের । আজ সকালে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় কানপুর-দিল্লি লাইনে বলরাই স্টেশনের কাছে এটাওয়ায় দুর্ঘটনাটি ঘটে । আহত অন্ততপক্ষে আরও 12 জন । তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

জানা গেছে ওই 4 জন অবধ এক্সপ্রেসের যাত্রী ছিলেন । রাজধানী এক্সপ্রেসের ক্রসিংয়ের জন্য অবধ এক্সপ্রেসকে দাঁড় করানো হয়েছিল । অবধ এক্সপ্রেসের সাধারণ কামরার কয়েকজন যাত্রী গরমের জন্য ট্রেন থেকে নেমে লাইনের পাশে দাঁড়িয়েছিলেন । তখন ওই লাইন দিয়ে রাজধানী এক্সপ্রেস যাওয়ায় দুর্ঘটনা ঘটে ।

Bengaluru (Karnataka), May 02 (ANI): Meet this Bengaluru-based architect Vishwanath, who took 'water-saving' to another level. He uses rain water for drinking, cooking and other daily chores. His house is synonym to nature and has lots of green plants in the yard. There is also a composting toilet that doesn't use any water and the material generated is used as fertilisers for the rooftop garden. He uses old concept of reduce, reuse and recycle and rainwater harvesting too. This architect from Bengaluru is truly an inspiration for many.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.