ETV Bharat / bharat

দেশে কমল সক্রিয় আক্রান্তের সংখ্যা, একদিনে মৃত 501 - কোরোনা

গত তিনদিন ধরেই আক্রান্তের সংখ্যা রয়েছে 40 হাজারের নিচে । কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যা ।

দেশে দৈনিক সংক্রমণের সূচক নিচের দিকেই, মৃত 501
দেশে দৈনিক সংক্রমণের সূচক নিচের দিকেই, মৃত 501
author img

By

Published : Dec 2, 2020, 12:44 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 36 হাজার 604 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 94 লাখ 99 হাজার 414 ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 501 জনের মৃত্যু হয়েছে । সোমবার মৃতের সংখ্যা ছিল 486 । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 38 হাজার 122 জনের ।

গত 24 ঘণ্টায় 43 হাজার 62 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 89 লাখ 32 হাজার 647 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 28 হাজার 644 ।

  • With 36,604 new #COVID19 infections, India's total cases rise to 94,99,414

    With 501 new deaths, toll mounts to 1,38,122. Total active cases at 4,28,644

    Total discharged cases at 89,32,647 with 43,062 new discharges in last 24 hrs pic.twitter.com/b1kdAsuFzx

    — ANI (@ANI) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 18 লাখ 28 হাজার 826 জন । সুস্থ হয়ে উঠেছে 16 লাখ 91 হাজার 412 জন । এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত হয়েছে 8 লাখ 86 হাজার 227 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 50 হাজার 707 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 68 হাজার 749 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 54 হাজার 326 জন ।

24 ঘণ্টায় মোট 10 লাখ 96 হাজার 651 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এতদিনে মোট 14 কোটি 24 লাখ 45 হাজার 949 সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

দিল্লি, 2 ডিসেম্বর : দেশে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হল 36 হাজার 604 জন । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 94 লাখ 99 হাজার 414 ।

এদিকে গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়ে 501 জনের মৃত্যু হয়েছে । সোমবার মৃতের সংখ্যা ছিল 486 । এনিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে মোট 1 লাখ 38 হাজার 122 জনের ।

গত 24 ঘণ্টায় 43 হাজার 62 জন সুস্থ হয়ে উঠেছে । এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে 89 লাখ 32 হাজার 647 জন । মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 4 লাখ 28 হাজার 644 ।

  • With 36,604 new #COVID19 infections, India's total cases rise to 94,99,414

    With 501 new deaths, toll mounts to 1,38,122. Total active cases at 4,28,644

    Total discharged cases at 89,32,647 with 43,062 new discharges in last 24 hrs pic.twitter.com/b1kdAsuFzx

    — ANI (@ANI) December 2, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দেশে কোরোনায় আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । দিন দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা । মোট আক্রান্ত হয়েছে 18 লাখ 28 হাজার 826 জন । সুস্থ হয়ে উঠেছে 16 লাখ 91 হাজার 412 জন । এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন কর্নাটক ও তৃতীয় স্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশ । কর্নাটকে মোট আক্রান্ত হয়েছে 8 লাখ 86 হাজার 227 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 50 হাজার 707 জন । যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা 8 লাখ 68 হাজার 749 জন । সুস্থ হয়ে উঠেছে 8 লাখ 54 হাজার 326 জন ।

24 ঘণ্টায় মোট 10 লাখ 96 হাজার 651 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এতদিনে মোট 14 কোটি 24 লাখ 45 হাজার 949 সোয়াবের নমুনা পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR) ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.