দিল্লি, 30 জুলাই : অতি উচ্চতায় অবস্থিত লাদাখে চরম ঠান্ডার সঙ্গে লড়াইয়ে প্রস্তুত ভারতীয় সেনাবাহিনী। ইতিমধ্যেই 35 হাজার সেনা উত্তর লাদাখে পাঠানো হয়েছে, যারা অতি উচ্চতায় ও প্রবল ঠান্ডায় কর্তব্য পালনে অভ্যস্ত।
সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, লাদাখে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনী চরম ঠান্ডার সঙ্গে লড়তে মানসিকভাবে প্রস্তুত। অন্যদিকে, লাদাখে LAC-তে যেসকল চিনা সেনা মোতায়েন রয়েছে, তাদের চিনের মূলকেন্দ্র থেকে আনা হয়েছে, ফলে তারা অতি উচ্চতায় ঠান্ডা পরিস্থিতির সঙ্গে অভ্যস্ত নয়।
সরকারি সূত্রে সংবাদ মাধ্যমে জানানো হয়, পূর্ব লাদাখ সেক্টরে 35 হাজার সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অত্যন্ত ঠান্ডায় তাদের থাকার জন্য পরিবেশ অনুযায়ী ছোট কেবিন তৈরি করা হয়েছে। আমাদের সেনারা ইতিমধ্যেই সিয়াচেন, লাদাখ ও উত্তর-পূর্ব ভারতে কর্তব্যরত ছিল। ফলে তারা এই পরিস্থিতির সঙ্গে লড়তে ও দীর্ঘ সময়ের জন্য সীমান্তে মোতায়েন থাকতে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত।
অন্যদিকে, চিনা সেনারা, যারা সীমান্তে মোতায়েন রয়েছে তারা মাত্র দুই-তিন বছর সেনাবাহিনীতে যোগ দিয়েছে এবং মূলত তারা কয়েক বছর বাদেই সাধারণ জীবনে ফিরে যায়।
LACতে ভারত ও চিন -দুই পক্ষের তরফ থেকেই প্রায় 40 হাজার সেনা মোতায়েন রয়েছে। পেট্রলিং পয়েন্ট 14, 15, 17 এবং 17A এই সংঘর্ষস্থলগুলি থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। পেট্রলিং পয়েন্ট 17 এবং 17A-তে চিনা সেনাবাহিনীর প্রায় 50 জনের একটি দল মোতায়েন রয়েছে।
সূত্র অনুযায়ী, সীমান্তে চিনা ছাউনি নিয়ে ভারতীয় সেনা একটা চিন্তিত নয়, কারণ চিনা সেনাবাহিনীর তুলনায় ভারতীয় সেনার সংখ্যা অনেক বেশি।
ঠান্ডার সঙ্গে লড়াই করার জন্য সেনাবাহিনীর কাছে ইতিমধ্যেই প্রয়োজনীয় শীতের পোশাক রয়েছে এবং সিয়াচেন হিমবাহে কর্তব্যরত সেনা জওয়ানদের প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র ব্যবহৃত হয়, তা লাদাখ সীমান্তে নিয়োজিত সেনাবাহিনীদের কাছেও পাঠানো হয়েছে। সেনাবাহিনীর তরফ থেকে অতিরিক্ত তাবু ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলিও দেশীয় ও বিদেশি বিক্রেতাদের কাছে অর্ডার দেওয়া হয়েছে।
মূলত জুন, জুলাই এবং অগাস্ট মাসেই শীতের জন্য প্রয়োজনীয় রেশন সামগ্রী ও অন্যান্য জিনিসগুলি জড়ো করা হয়। ইতিমধ্যেই পূর্ব লাদাখ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে এবং শীঘ্রই তুষারপাত শুরু হতে পারে।
ভারত সরকারের তরফ থেকে সেনাবাহিনীতে অস্ত্র, খাদ্য সামগ্রী ও বসবাসের প্রয়োজনীয় সামগ্রীর জন্য 500 কোটির আর্থিক সাহায্য দেওয়া হয়েছে।