ETV Bharat / bharat

দূষণের জেরে দিল্লিতে 32টি বিমানের যাত্রাপথ ঘোরানো হল, রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের - দিল্লিতে বাতিল 32 টি বিমান

দিল্লির বাতাসের দূষণ সূচক 600 পার করায় আজ 32 টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হল ৷ গতকাল বায়ু দূষণের সূচক ছিল 407, যা আজ বেড়ে দাড়ায় 625-এ ৷ রবিবারও ধোঁয়াশায় ঢাকা ছিল দিল্লির আকাশ ৷ তাই দৃশ্যমানতা কম থাকায় বিমানগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয় ৷

দিল্লিতে বাতিল 32 টি বিমান, নয়ডায় বন্ধ স্কুলও
author img

By

Published : Nov 3, 2019, 5:27 PM IST

দিল্লি, 3 নভেম্বর : দিল্লির বাতাসের দূষণ সূচক 600 পার করায় আজ 32 টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হল ৷ গতকাল বায়ু দূষণের সূচক ছিল 407, যা আজ বেড়ে দাড়ায় 625-এ ৷ রবিবারও ধোঁয়াশায় ঢাকা ছিল দিল্লির আকাশ ৷ তাই দৃশ্যমানতা কম থাকায় বিমানগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয় ৷ দূষণের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় মঙ্গলবার অবধি নয়ডায় বন্ধ থাকছে সব স্কুল ৷ সোমবার সুপ্রিম কোর্টে দূষণের বিষয়টি শুনবে ৷

দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, "উত্তর ভারতে বায়ু দূষণ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে ৷ দিল্লি সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে ৷" এছাড়া তিনি কেন্দ্রের কাছে পরিস্থিতির মোকাবিলায় সাহায্যের আবেদন করেন । আজ দৃশ্যমানতা খারাপ থাকায় মোট 32 টি বিমানের যাত্রাপথ ঘোরানো হয়েছে যার মধ্যে 12 টি এয়ার ইন্ডিয়ার বিমান ৷

আগামীকাল সুপ্রিমকোর্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অথরিটি (EPCA)-কে দিল্লির বাতাসের মান ও বায়ুদূষণের কারণ জানতে চেয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে ৷

দিল্লি, 3 নভেম্বর : দিল্লির বাতাসের দূষণ সূচক 600 পার করায় আজ 32 টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হল ৷ গতকাল বায়ু দূষণের সূচক ছিল 407, যা আজ বেড়ে দাড়ায় 625-এ ৷ রবিবারও ধোঁয়াশায় ঢাকা ছিল দিল্লির আকাশ ৷ তাই দৃশ্যমানতা কম থাকায় বিমানগুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয় ৷ দূষণের পরিমাণ মাত্রাতিরিক্ত হওয়ায় মঙ্গলবার অবধি নয়ডায় বন্ধ থাকছে সব স্কুল ৷ সোমবার সুপ্রিম কোর্টে দূষণের বিষয়টি শুনবে ৷

দিল্লির প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট করেছেন, "উত্তর ভারতে বায়ু দূষণ অতিরিক্ত মাত্রায় বেড়ে গেছে ৷ দিল্লি সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে ৷" এছাড়া তিনি কেন্দ্রের কাছে পরিস্থিতির মোকাবিলায় সাহায্যের আবেদন করেন । আজ দৃশ্যমানতা খারাপ থাকায় মোট 32 টি বিমানের যাত্রাপথ ঘোরানো হয়েছে যার মধ্যে 12 টি এয়ার ইন্ডিয়ার বিমান ৷

আগামীকাল সুপ্রিমকোর্ট পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অথরিটি (EPCA)-কে দিল্লির বাতাসের মান ও বায়ুদূষণের কারণ জানতে চেয়ে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে ৷

Mumbai, Nov 02 (ANI): Bollywood actresses Sara Ali Khan and Janhvi Kapoor were spotted outside gym in Mumbai on November 01. They both were spotted in Khar area of Mumbai. Janhvi Kapoor was spotted carrying black sling bag in white and blue sportswear, while Sara was wearing black colour attire. Veteran actor Anil Kapoor was also spotted outside a hospital in Mumbai yesterday. He posed for the camera with a smile.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.