ETV Bharat / bharat

মুম্বইয়ে কোরোনা আক্রান্ত সংবাদমাধ্যমের 30 কর্মী

কয়েকদিন আগে মুম্বই প্রেস ক্লাবের কাছে সংবাদমাধ্যমের 171 জন কর্মীর স্ক্রিনিং করানো হয় ৷ তার রিপোর্ট আজ থেকে আসতে শুরু করেছে ৷ এখনও পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, সংবাদমাধ্যমের 30 জন কর্মী কোরোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে ৷

মুম্বইয়ে কোরোনা আক্রান্ত সংবাদমাধ্যমের 30জন কর্মী
মুম্বইয়ে কোরোনা আক্রান্ত সংবাদমাধ্যমের 30জন কর্মী
author img

By

Published : Apr 20, 2020, 5:09 PM IST

মুম্বই, 20 এপ্রিল : মুম্বইয়ে একটি বিশেষ ক্যাম্পে পরীক্ষার পর সংবাদমাধ্যমের কমপক্ষে 30 জন কর্মীর শরীরে মিলল কোরোনা ভাইরাস ৷ তাঁদের বেশিরভাগই বৈদ্যুতিন মাধ্যমে কর্মরত বলে জানা গিয়েছে ৷

টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (TVJA) সভাপতি বিনোদ জগদলে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও পর্যন্ত হওয়া পরীক্ষাগুলির প্রতিটির রিপোর্ট পাওয়া না গেলেও কমপক্ষে 30 জন কোরোনা আক্রান্ত ৷ পরে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ BMC-র একজন আধিকারিক জানান, বেশিরভাগই অ্যাজ়িম্পটোমেটিক কেস ৷ তাঁদের আপাতত হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে ৷ বাকিদের পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে ৷

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে অনুরোধ জানিয়ছিল TVJA ও লেজিসলেটার রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ৷ তাদের অনুরোধের পরই সংবাদমাধ্যমের কর্মীদের জন্য বিশেষ স্ক্রিনিং ক্যাম্প করতে BMC-কে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ 16-17 এপ্রিল মুম্বই প্রেস ক্লাবের কাছে সাংবাদিক ও চিত্রগ্রাহক-সহ সংবাদমাধ্যমের 171 জন কর্মীর স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয় ৷ এই পরীক্ষাগুলিরই রিপোর্ট আসতে শুরু করেছে ৷

এছাড়াও নিজেদের সুরক্ষিত রাখতে সংবাদমাধ্যমের কর্মীদের কয়েকটি টিপস দেওয়া হয়েছিল ৷ কোরোনা সংক্রমণ রুখতে প্রত্যেককে মাস্ক পরতে ও স্যানিটাইজ়ার ব্যবহার করতে বলা হয়েছিল ৷

মুম্বই, 20 এপ্রিল : মুম্বইয়ে একটি বিশেষ ক্যাম্পে পরীক্ষার পর সংবাদমাধ্যমের কমপক্ষে 30 জন কর্মীর শরীরে মিলল কোরোনা ভাইরাস ৷ তাঁদের বেশিরভাগই বৈদ্যুতিন মাধ্যমে কর্মরত বলে জানা গিয়েছে ৷

টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (TVJA) সভাপতি বিনোদ জগদলে বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনও পর্যন্ত হওয়া পরীক্ষাগুলির প্রতিটির রিপোর্ট পাওয়া না গেলেও কমপক্ষে 30 জন কোরোনা আক্রান্ত ৷ পরে এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ BMC-র একজন আধিকারিক জানান, বেশিরভাগই অ্যাজ়িম্পটোমেটিক কেস ৷ তাঁদের আপাতত হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে ৷ বাকিদের পরীক্ষার রিপোর্ট আসার অপেক্ষা করা হচ্ছে ৷

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে অনুরোধ জানিয়ছিল TVJA ও লেজিসলেটার রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ৷ তাদের অনুরোধের পরই সংবাদমাধ্যমের কর্মীদের জন্য বিশেষ স্ক্রিনিং ক্যাম্প করতে BMC-কে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷ 16-17 এপ্রিল মুম্বই প্রেস ক্লাবের কাছে সাংবাদিক ও চিত্রগ্রাহক-সহ সংবাদমাধ্যমের 171 জন কর্মীর স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা হয় ৷ এই পরীক্ষাগুলিরই রিপোর্ট আসতে শুরু করেছে ৷

এছাড়াও নিজেদের সুরক্ষিত রাখতে সংবাদমাধ্যমের কর্মীদের কয়েকটি টিপস দেওয়া হয়েছিল ৷ কোরোনা সংক্রমণ রুখতে প্রত্যেককে মাস্ক পরতে ও স্যানিটাইজ়ার ব্যবহার করতে বলা হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.