লখিমপুর খেরি (উত্তরপ্রদেশ), 4 সেপ্টেম্বর : আবারও উত্তরপ্রদেশ । নারী সুরক্ষায় প্রশ্নের মুখে রাজ্য । 20 দিনের মাথায় তৃতীয় ঘটনা । ধর্ষণ করে খুন করা হল তিন বছরের শিশু কন্যাকে । বুধবার নিখোঁজ হওয়ার পর গতকাল তার মৃতদেহ বাড়ি থেকে 500 মিটারের মধ্যে পাওয়া যায় ।
বুধবার বাড়ির কাছ থেকেই নিখোঁজ হয়েছিল ওই শিশু কন্যা । পুলিশ গতকাল তার দেহ উদ্ধার করে । ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, তাকে যৌন নির্যাতন করা হয়েছে । খুনের বিষয়টিও তাতেই স্পষ্ট হয় । তার শরীরে একাধিক আঘাতের চিহ্নও মিলেছে । যদিও ওই শিশু কন্যার বাবা থানায় অভিযোগ জানিয়েছে এক ব্যক্তির নামে । অভিযোগে তিনি লিখেছেন, ওই ব্যক্তি তাঁর মেয়েকে অপহরণ করে খুন করেছে । পুরোনো শত্রুতার জেরেই এই খুন বলে অভিযোগে জানিয়েছেন তিনি ।
পরিস্থিতি খতিয়ে দেখতে এবং ঘটনার তদন্তে পুলিশের তরফে চারটি টিম তৈরি করা হয়েছে । জানিয়েছেন, জেলা পুলিশ প্রধান সত্যেন্দ্র কুমার ।
এর আগে কিছুদিন আগেই 17 বছরের এক কিশোরীকে এই লখিমপুর খেরি জেলাতেই ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল । তার আগে এক 13 বছরের মেয়ে এই একই ঘটনার শিকার হয়েছিল ।
শুধু এই জেলাই নয়, উত্তরপ্রদেশে সম্প্রতি একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে । যাতে বার বার প্রশ্নের মুখে পড়ছে যোগী রাজ্যে মহিলাদের নিরাপত্তার বিষয়টি ।
মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে কিছুদিন আগেই তৈরি হয়েছে ওম্যান অ্যান্ড চাইল্ড সেফটি ওরগাইনেজ়শন । রাজ্য সরকারের তরফে এই টিমে মোতায়েন করা হয়েছে সিনিয়র পুলিশ কর্মীদের ।