ETV Bharat / bharat

3 টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে সেনা, দাবি রাওয়াতের - bipin rawat

আবারও পাকিস্তানের জঙ্গিঘাঁটির উপর হামলা চালাল ভারতীয় সেনা ৷ গুঁড়িয়ে দিল তিনটি ঘাঁটি ৷ ভারতীয় সেনার হামলায় প্রাণ হারিয়েছে প্রায় দশজন পাকিস্তানি সেনাও ৷ আজ বাহিনীর এই হামলার কথা স্বীকার করে নেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷

বিপিন রাওয়াত
author img

By

Published : Oct 20, 2019, 9:52 PM IST

দিল্লি ও ইসলামাবাদ, 20 অক্টোবর : ফের তপ্ত হয়ে উঠল ভারত-পাকিস্তান সম্পর্ক ৷ আবারও পাকিস্তানের জঙ্গিঘাঁটির উপর হামলা চালাল ভারতীয় সেনা ৷ গুঁড়িয়ে দিল তিনটি ঘাঁটি ৷ ভারতীয় সেনার হামলায় প্রাণ হারিয়েছে প্রায় দশজন পাকিস্তানি সেনাও ৷ আজ বাহিনীর এই হামলার কথা স্বীকার করে নেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ একই সঙ্গে তাঁর দাবি, এদিনের হামলায় নিকেশ হয়েছে কম করে 35-40 জন জঙ্গি ৷ যারা পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের সদস্য ৷

এর আগে দুইবার সার্জিকাল স্ট্রাইকের পর আজ ফের একবার পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল ভারতীয় সেনা ৷ নীলম, লেপা সহ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কম করে সাতটি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা ৷ তবে, বালাকোট অভিযানের মতো ভারতীয় বায়ুসেনাকে এক্ষেত্রে ব্যবহার করা হয়নি ৷ এমনকি, নিয়ন্ত্রণরেখা টপকেও ওপারে ঢোকেনি ভারতীয় সেনা ৷ গোলা বর্ষণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এদিন ৷ জঙ্গিদের লঞ্চপ্যাডগুলো ধ্বংস করতে রকেট এবং অত্যাধুনিক অস্ত্রের সাহায্য নেওয়া হয়েছে ৷ এদিনের সাফল্যের পর সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, "ইসলামাবাদের মদতপুষ্ট জঙ্গিরা বারবার ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করছে ৷ চেষ্টা চালাচ্ছে অনুপ্রবেশের ৷ শনিবার থেকে জঙ্গিদের একটি দল সীমান্ত টপকে এদেশে ঢোকার চেষ্টা করছিল ৷ এমনকি, সীমান্তের ওপার থেকেই এপাশে হামলা চালানোর পরিকল্পনা করেছিল তারা ৷ যার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটিগুলি ৷"

সেনাপ্রধানের আরও দাবি, ওই ঘাঁটিগুলোতেই প্রশিক্ষণ দেওয়া হত জঙ্গি হওয়ার ৷ তাঁর কথায়, "বেশ কিছুদিন ধরেই আমাদের গোয়েন্দা বিভাগ বিষয়গুলির উপর নজর রাখছিল ৷ সেনাবাহিনীর কাছে উপযুক্ত তথ্যপ্রমাণ আসার পরই আজ আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷"

রাওয়াত জানান, জঙ্গিরা কয়েকটি দলে ভাগ হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ৷ কিন্তু, সেনাবাহিনীর দক্ষতায় ও ক্ষিপ্রতায় যা সফল হয়নি ৷ পাশাপাশি তিনি দাবি করেন, শনিবার রাত থেকেই এই অনুপ্রবেশের চেষ্টা চলছিল ৷ পাকিস্তান সেনারা নির্বিচারে গুলি চালাচ্ছিল ভারতীয় সেনা এবং নিয়ন্ত্রণরেখার এপারে বাসিন্দাদের উপর ৷ তাই প্রত্যাঘাত ছাড়া আর কোনও উপায় ছিল না বলেও স্পষ্ট করেছেন সেনাপ্রধান ৷

  • Pakistan Ministry of Foreign Affairs today summoned Indian Deputy High Commissioner Gaurav Ahluwalia, after Indian army conducted artillery fire on terror launch pads in Pakistan occupied Kashmir (PoK).

    — ANI (@ANI) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মাস দুয়েক আগে জম্মু ও কাশ্মীর থেকে 370 এবং 35-র এ ধারা প্রত্যাহারের পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয় । ইসলামাবাদ বারবার দিল্লির এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ৷ এমনকি, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে দরবারও করেছিল ৷ কিন্তু, প্রতি ক্ষেত্রেই খালি হাতে ফিরতে হয়েছে তাদের ৷ রাষ্ট্রসংঘের মঞ্চে এই ইশুতে ভারতের বিরুদ্ধে সরব হলেও তেমনভাবে কোনও দেশকেই পাশে পাননি ইমরান খান ৷ উলটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা প্রশংসিত হয়েছে বিশ্ব মঞ্চে ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর কাশ্মীর ইশুতে চিনের প্রেসিডেন্ট শি চিনপিংকেও কার্যত পাশে পেয়েছে নয়া দিল্লি ৷ কূটনৈতিক দিক থেকে ধাক্কা খাওয়ার পর আজ নিয়ন্ত্রণরেখার এপার থেকেও ধাক্কা খেতে হল ইসলামাবাদকে ৷ অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে, জঙ্গিঘাঁটি ধ্বংস করে নয়া দিল্লির স্পষ্ট বার্তা কোনওভাবেই সন্ত্রাসকে বরদাস্ত করা হবে না - তা ফের একবার স্পষ্ট হয়ে গেল ৷

যদিও, দিনের শেষে ক্ষয়ক্ষতি ধামাচাপা দিতে এবং ধাক্কা সামলাতে চেষ্টার কসুর করছে না ইসলামাবাদ ৷ নিজেদের দোষ ঢেকে দিল্লির ঘাড়ে দোষ চাপাতে তলব করেছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌরব আলুয়ালিয়াকে ৷ সূত্রের খবর, তাঁর কাছ থেকে পুরো বিষয়টি জানার চেষ্টা করেছেন ইসলামাবাদের কূটনীতিকরা ৷ সন্দেহ নেই, আজকের এই হামলার পর ফের ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নতুন বাঁক নিল ৷

দিল্লি ও ইসলামাবাদ, 20 অক্টোবর : ফের তপ্ত হয়ে উঠল ভারত-পাকিস্তান সম্পর্ক ৷ আবারও পাকিস্তানের জঙ্গিঘাঁটির উপর হামলা চালাল ভারতীয় সেনা ৷ গুঁড়িয়ে দিল তিনটি ঘাঁটি ৷ ভারতীয় সেনার হামলায় প্রাণ হারিয়েছে প্রায় দশজন পাকিস্তানি সেনাও ৷ আজ বাহিনীর এই হামলার কথা স্বীকার করে নেন সেনাপ্রধান বিপিন রাওয়াত ৷ একই সঙ্গে তাঁর দাবি, এদিনের হামলায় নিকেশ হয়েছে কম করে 35-40 জন জঙ্গি ৷ যারা পাক মদতপুষ্ট জইশ-ই-মহম্মদের সদস্য ৷

এর আগে দুইবার সার্জিকাল স্ট্রাইকের পর আজ ফের একবার পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটি লক্ষ্য করে হামলা চালাল ভারতীয় সেনা ৷ নীলম, লেপা সহ পাকিস্তান অধিকৃত কাশ্মীরের কম করে সাতটি জায়গায় হামলা চালায় ভারতীয় সেনা ৷ তবে, বালাকোট অভিযানের মতো ভারতীয় বায়ুসেনাকে এক্ষেত্রে ব্যবহার করা হয়নি ৷ এমনকি, নিয়ন্ত্রণরেখা টপকেও ওপারে ঢোকেনি ভারতীয় সেনা ৷ গোলা বর্ষণ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এদিন ৷ জঙ্গিদের লঞ্চপ্যাডগুলো ধ্বংস করতে রকেট এবং অত্যাধুনিক অস্ত্রের সাহায্য নেওয়া হয়েছে ৷ এদিনের সাফল্যের পর সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, "ইসলামাবাদের মদতপুষ্ট জঙ্গিরা বারবার ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করছে ৷ চেষ্টা চালাচ্ছে অনুপ্রবেশের ৷ শনিবার থেকে জঙ্গিদের একটি দল সীমান্ত টপকে এদেশে ঢোকার চেষ্টা করছিল ৷ এমনকি, সীমান্তের ওপার থেকেই এপাশে হামলা চালানোর পরিকল্পনা করেছিল তারা ৷ যার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা ৷ গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিঘাঁটিগুলি ৷"

সেনাপ্রধানের আরও দাবি, ওই ঘাঁটিগুলোতেই প্রশিক্ষণ দেওয়া হত জঙ্গি হওয়ার ৷ তাঁর কথায়, "বেশ কিছুদিন ধরেই আমাদের গোয়েন্দা বিভাগ বিষয়গুলির উপর নজর রাখছিল ৷ সেনাবাহিনীর কাছে উপযুক্ত তথ্যপ্রমাণ আসার পরই আজ আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷"

রাওয়াত জানান, জঙ্গিরা কয়েকটি দলে ভাগ হয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল ৷ কিন্তু, সেনাবাহিনীর দক্ষতায় ও ক্ষিপ্রতায় যা সফল হয়নি ৷ পাশাপাশি তিনি দাবি করেন, শনিবার রাত থেকেই এই অনুপ্রবেশের চেষ্টা চলছিল ৷ পাকিস্তান সেনারা নির্বিচারে গুলি চালাচ্ছিল ভারতীয় সেনা এবং নিয়ন্ত্রণরেখার এপারে বাসিন্দাদের উপর ৷ তাই প্রত্যাঘাত ছাড়া আর কোনও উপায় ছিল না বলেও স্পষ্ট করেছেন সেনাপ্রধান ৷

  • Pakistan Ministry of Foreign Affairs today summoned Indian Deputy High Commissioner Gaurav Ahluwalia, after Indian army conducted artillery fire on terror launch pads in Pakistan occupied Kashmir (PoK).

    — ANI (@ANI) October 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মাস দুয়েক আগে জম্মু ও কাশ্মীর থেকে 370 এবং 35-র এ ধারা প্রত্যাহারের পর থেকে ভারত-পাকিস্তান সম্পর্কের আরও অবনতি হয় । ইসলামাবাদ বারবার দিল্লির এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ৷ এমনকি, বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে দরবারও করেছিল ৷ কিন্তু, প্রতি ক্ষেত্রেই খালি হাতে ফিরতে হয়েছে তাদের ৷ রাষ্ট্রসংঘের মঞ্চে এই ইশুতে ভারতের বিরুদ্ধে সরব হলেও তেমনভাবে কোনও দেশকেই পাশে পাননি ইমরান খান ৷ উলটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকা প্রশংসিত হয়েছে বিশ্ব মঞ্চে ৷ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর কাশ্মীর ইশুতে চিনের প্রেসিডেন্ট শি চিনপিংকেও কার্যত পাশে পেয়েছে নয়া দিল্লি ৷ কূটনৈতিক দিক থেকে ধাক্কা খাওয়ার পর আজ নিয়ন্ত্রণরেখার এপার থেকেও ধাক্কা খেতে হল ইসলামাবাদকে ৷ অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে, জঙ্গিঘাঁটি ধ্বংস করে নয়া দিল্লির স্পষ্ট বার্তা কোনওভাবেই সন্ত্রাসকে বরদাস্ত করা হবে না - তা ফের একবার স্পষ্ট হয়ে গেল ৷

যদিও, দিনের শেষে ক্ষয়ক্ষতি ধামাচাপা দিতে এবং ধাক্কা সামলাতে চেষ্টার কসুর করছে না ইসলামাবাদ ৷ নিজেদের দোষ ঢেকে দিল্লির ঘাড়ে দোষ চাপাতে তলব করেছে পাকিস্তানে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার গৌরব আলুয়ালিয়াকে ৷ সূত্রের খবর, তাঁর কাছ থেকে পুরো বিষয়টি জানার চেষ্টা করেছেন ইসলামাবাদের কূটনীতিকরা ৷ সন্দেহ নেই, আজকের এই হামলার পর ফের ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক নতুন বাঁক নিল ৷

Panaji (Goa), Oct 20 (ANI): India's first triathlon race 'IRONMAN 70.3' was held in Goa's Panaji on October 20. The event took place at Miramar beach in Panaji. Over 1000 participants including 800 Indians took part in this race. Participants from 27 countries including Singapore, France, Germany, Australia, Qatar and Japan also marked their presence in the triathlon race. While speaking to media about the event, Goa Chief Minister Pramod Sawant said, "It is being organised for the first time in country. Over 27 countries are participating in it." "It is an example of sports tourism. We will promote more such events in future," Goa CM added.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.