জালনা, 2 মে : মহারাষ্ট্রের জালনায় তিন SRPF জওয়ানসহ মোট পাঁচজনের শরীরে মিলল ভাইরাসের হদিস । এই নিয়ে জালনা জেলায় মোট সংক্রমিতের সংখ্যা হল বেড়ে হল আট । আগে যে তিনজনের শরীরে ভাইরাসের হদিস মিলেছিল, তাদের মধ্যে দু'জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ।
জালনা জেলার সিভিল সার্জেন মধুকর রাঠোর আজ নতুন করে তিন SRPF জওয়ানসহ পাঁচজনের শরীরে ভাইরাসের সংক্রমণের খবর নিশ্চিত করেছেন । যে তিন SRPF জওয়ানের শরীরে ভাইরাসের হদিস মিলেছে, তাঁরা সকলেই জালনা জেলারই বাসিন্দা এবং মালেগাঁওতে কর্মরত ছিলেন । নাসিকের মালেগাঁও এলাকা ইতিমধ্যেই কোরোনা ভাইরাসের হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে ।
এদের সকলের সোয়াবের নমুনা ঔরঙ্গাবাদের এক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল । সোয়াবের রিপোর্টে গতরাতেই ওই SRPF জওয়ানদের শরীরে ভাইরাসের সংক্রমণের খবর নিশ্চিত করা হয় । বাকি যে দু'জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে, তাঁরা সম্প্রতি মুম্বই থেকে ফিরেছেন বলে মহারাষ্ট্রের স্বাস্থ্যদপ্তরের তরফে জানানো হয়েছে ।