ETV Bharat / bharat

মোদির সফরের ঠিক 3দিন আগে কুলুতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার 4 - অটল টানেল

জানা গিয়েছে, এদিন চেকিংয়ের সময় গাড়িটি নজরে আসে । গাড়িতে চালক সহ মোট 4জন ছিলেন । তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেআইনি পিস্তলটি ।

Kulu
Kulu
author img

By

Published : Sep 30, 2020, 7:17 PM IST

কুলু, 30 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রীর সফরের ঠিক 3 দিন আগে মানালি থেকে উদ্ধার বিনা লাইসেন্স প্রাপ্ত পিস্তল । গ্রেপ্তার করা হয়েছে 4জনকে । যদিও কুলুর SP এ বিষয়ে বলেন, " মোদির সফরের সঙ্গে এর কোনও যোগ নেই । চিন্তার কোনও কারণ নেই ।"

জানা গিয়েছে, এদিন চেকিংয়ের সময় একটি গাড়ি নজরে আসে । গাড়িতে চালক সহ মোট 4জন ছিলেন । তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেআইনি পিস্তলটি । এরপরেই মানালি পুলিশ স্টেশনে সেকশন 25 ও 27 ধারায় মামলা দায়ের করা হয় । জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক জনের নাম বলজিত সিং (37) । বাড়ি হরিয়ানার জিন্দ জেলায় ।

অপরদিকে, উদ্বোধনের আগে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে অটল টানেল । নিরাপত্তার জন্য ইতিমধ্যেই টানেলটি পুরোটাই সিল করে দেওয়া হয়েছে । এছাড়াও 29 সেপ্টেম্বর আরও কিছু SPG টিম সেখানে পৌঁছাবে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, মোদির উদ্বোধনের সময় প্রায় 100জন SPG আফিসার ও কমান্ডো উপস্থিত থাকবেন ।অপরদিকে, উদ্বোধন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে টানেলটি । কোনও রকম যান চলাচল করতে পারবে না টানেলের মধ্যে দিয়ে । এমনকী পর্যটকদের জন্যও বন্ধ করে দেওয়া হয়েছে ।

কুলু, 30 সেপ্টেম্বর : প্রধানমন্ত্রীর সফরের ঠিক 3 দিন আগে মানালি থেকে উদ্ধার বিনা লাইসেন্স প্রাপ্ত পিস্তল । গ্রেপ্তার করা হয়েছে 4জনকে । যদিও কুলুর SP এ বিষয়ে বলেন, " মোদির সফরের সঙ্গে এর কোনও যোগ নেই । চিন্তার কোনও কারণ নেই ।"

জানা গিয়েছে, এদিন চেকিংয়ের সময় একটি গাড়ি নজরে আসে । গাড়িতে চালক সহ মোট 4জন ছিলেন । তল্লাশি চালাতেই উদ্ধার হয় বেআইনি পিস্তলটি । এরপরেই মানালি পুলিশ স্টেশনে সেকশন 25 ও 27 ধারায় মামলা দায়ের করা হয় । জানা গিয়েছে, ধৃতদের মধ্যে এক জনের নাম বলজিত সিং (37) । বাড়ি হরিয়ানার জিন্দ জেলায় ।

অপরদিকে, উদ্বোধনের আগে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে অটল টানেল । নিরাপত্তার জন্য ইতিমধ্যেই টানেলটি পুরোটাই সিল করে দেওয়া হয়েছে । এছাড়াও 29 সেপ্টেম্বর আরও কিছু SPG টিম সেখানে পৌঁছাবে বলে জানা গিয়েছে । সূত্রের খবর, মোদির উদ্বোধনের সময় প্রায় 100জন SPG আফিসার ও কমান্ডো উপস্থিত থাকবেন ।অপরদিকে, উদ্বোধন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে টানেলটি । কোনও রকম যান চলাচল করতে পারবে না টানেলের মধ্যে দিয়ে । এমনকী পর্যটকদের জন্যও বন্ধ করে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.